ফিরছে জিন্দেগি না মিলেগি দোবারা! সোশ্যাল মিডিয়ায় বড়সড় ইঙ্গিত পরিচালক-অভিনেতা ফারহান আখতারের। ‘ইমরান’ হয়ে প্রকাশ্যে এলেন ফারহান, সেই ছবিতে প্রতিক্রিয়া অভয়-হৃতিকের। যা দেখে ফ্যানেরা নিশ্চিত ফিরছে এই ত্রয়ী।
ইনস্টাগ্রামে ইমরান লুকের ছবি শেয়ার করেন ফারহান। সাদা শার্টে ঘরের ভিতরেই একটি সেলফি তুলে পোস্ট করেন নায়ক। সঙ্গে লেখেন, ‘ইমরানের লুক, জীবনের একটা গোটা বৃত্ত সম্পূর্ণ হল। কী বলেন জোয়া আখতার? ছেলেদের কি আরেকটা ট্রিপ প্ল্যান করা উচিত?’
ফারহানের এই পোস্টে সিকুয়েলের গন্ধ পেতে না পেতেই তাতে উড়ে আসে অভয় দেওলের মন্তব্য। তিনি লেখেন, ‘আমি তো আমার ব্যাগবতীকে ২০১২ সাল থেকেই প্যাক করে রেখেছি।’ হৃতিক রোশন লেখেন, ‘চলো যাওয়া যাক’। যার উদ্দেশে প্রশ্ন ছুড়েছেন ফারহান, সেই জোয়া আখতার কী বলছেন? পরিচালকের বোন লেখেন, ‘আমার তো ব্যাগবতী প্যাক করাই রয়েছে’।
উত্তেজিত ভক্তদের মন্তব্যের বন্যা কমেন্ট বক্সে। একজন লেখেন, ‘মজা করছো না তো? আমাদের আবেগ নিয়ে খেলবেন না প্লিজ’। অপর একজন লেখেন, ‘এবার কি বিয়ের পর তিন বন্ধুর রোড ট্রিপ দেখাবে নাকি?’ পাশাপাশি অনেককেই ফারহানকে প্রশ্ন জিগ্গেস করেন তাঁর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা প্রোজেক্ট জি লে যারা নিয়ে। একজনের প্রশ্ন, ‘গার্লস ট্রিপের কী হল! সেটা তো আগে দরকার’।
২০২১ সালে ফারহান আখতার তিন কন্যেকে নিয়ে রোড ট্রিপের ছবি ‘জি লে জারা’ ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল লিড রোলে অভিনয় করবেন আলিয়া-ক্যাটরিনা এবং প্রিয়াঙ্কা। অর্থাৎ এক ছবিতে রণবীরের প্রাক্তন আর বর্তমান। পাশাপাশি এই ছবি দিয়েই বলিউডে কামব্যাক করার কথা ছিল প্রিয়াঙ্কার। তবে বলিউডের অন্দরের সূত্র বলছে আপতত এই ছবির কাজ বিশ বাঁও জলে। কখনও প্রিয়াঙ্কা তো কখনও ক্যাটরিনার এই ছবি থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন শোনা গিয়েছে।
এক সাক্ষাৎকারে ছবি পিছানোর কারণ প্রসঙ্গে ফারহান জানান, ‘আমাদের তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। বিশেষ করে হলিউডের ধর্মঘট যা ঘটল তা প্রিয়াঙ্কার তারিখগুলিকে সব ঘেঁটে দিয়েছে। এবং সব মিলিয়ে একটা গোলমালের মধ্যে ফেলেছে। আমি বিশ্বাস করতে শুরু করেছি, ছবির নিজস্ব একটা ভাগ্য আছে। তাই যখন হবে, তখন দেখা যাবে।’ যদিও সূত্রের খবর, প্রিয়াঙ্কার নাকি এই ছবির চিত্রনাট্য পছন্দ হয়নি। সৃজনশীল মতভেদের কারণেই সরে দাঁড়িয়েছেন পিগি চপস।
জোয়া আখতারের পরিচালনায় তৈরি হয়েছিল ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ২০১১ সালে মুক্তি পায় এই ছবি। লিড রোলে অভিনয় করেছিলেন হৃতিক-ফারহান এবং অভয়। দেখা মিলেছিল ক্যাটরিনা কাইফেরও।