হৃতিক রোশনের ভক্তদের দীর্ঘ অপেক্ষার পালা শেষ। শুক্রবার যথা সময়ে প্রকাশ্যে এল ফাইারের টিজার। ২৬ ডানুয়ারি সিনেমা মুক্তি পাবে, ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। বায়ু সেনার অফিসার হিসেবে দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, অনিল কাপুরের লুকও এসে গিয়েছিল প্রকাশ্যে। আর এবার মাঝ আকাশের লড়াইয়ের ঝলক এল সামনে।
ছবি পরিচালনা করেছেন ওয়ার, পাঠান-খ্যাত সিদ্ধার্থ আনন্দ। মাঝ আকাশে ফাইটার জেট মিশনের দৃশ্য যে কারও গায়ে কাঁটা ধরাবে। বিশেষ করে যখন ভারতের পতাকা ওড়িয়ে দেন হৃতিক। আর ব্যকগ্রাউন্ডে বাজে সুজলাম সুফলামের সুর।
আরও পড়ুন: অ্যানিমাল ৭ দিনেই টপকে গেল ‘সঞ্জু’-কে! কত কোটি ঘরে তুলল রণবীর বৃহস্পতিবারে
টিজারে কিছু জেট স্টান্টের আভাস মিলল। এমনকী, দীপিকা আর হৃতিকের একটি ডান্স নম্বরের ছোঁয়াও রাখলেন সিদ্ধার্থ। একটি দৃশ্যে লিপ লকের আভাসও মিলল।
দেখে নিন ফাইটার-এর দুর্ধর্ষ টিজারখানা-
সিনেমায় হৃতিক রয়েছেন স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে, অনিল গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং ওরফে রকির চরিত্রে এবং দীপিকা স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর ওরফে মিন্নির ভূমিকায়। ভারতীয় বিমানবাহিনীর এয়ার ড্রাগন ইউনিটের দুই সদস্য তাঁরা বলে জানা গিয়েছে, যার কমান্ডিং অফিসার হিসাবে অনিল ওরফে রকি রয়েছেন।
ফাইটার-কে ভারতের প্রথম অ্যারিয়াল অ্যাকশন ফিল্ম হিসেবে ঘোষণা করা হয়েছে। শাহরুখ খান এবং জন আব্রাহামের সঙ্গে পাঠান মুক্তি পাওয়ার ঠিক এক বছর পর ২৫ জানুয়ারির দিনই আসছে ফাইটার। পাঠান সারা বিশ্বে ১০০০ কোটির বেশি আয় করেছিল।
ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এই ছবির চিত্রনাট্য লিখছেন প্রাক্তন সেনা অফিসার রমন চিব। এই ছবিতে করণ সিং গ্রোভার, অক্ষয় ওবেরয়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়।
ফাইটার-ই হতে চলেছে হৃতিক আর দীপিকা জুটির প্রথম সিনেমা। তাই সোশ্যাল মিডিয়াতে ছবি ঘোষণার পর থেকেই কাজ করছে উন্মাদনা। নিশ্চিতভাবে বলা যায়, ছবির টিজার যা আরও কয়েকগুণ বাড়িয়ে দেবে। সিদ্ধার্থের সঙ্গে ওয়ার, ব্যাং ব্যাং-এর মতো হিট আগেও উপহার দিয়েছেন রাকেশ-পুত্র। এবারেও আশা করা যায় অন্যথা হবে না।
ফাইটার-এর মোশন পোস্টারটি মুক্তি পয়েছিল চলতি বছরে স্বাধীনতা দিবস উপলক্ষে। ছবিটি আগামী বছরের প্রথম বড় রিলিজ হবে। প্রজাতন্ত্র দিবসের একদিন আগে মুক্তি পাবে।