দেশের বাইরে ২০০০ কোটি টাকা মাদক পাচার! অভিযোগ উঠতেই গ্রেফতার বিখ্যাত প্রযোজক। এই প্রযোজকের নাম জাফর সাদিক। তিনি আদতে একজন প্রাক্তন DMK সদস্য এবং কর্মকর্তা। তিনি মূলত তামিল ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। গত ১৫ জানুয়ারি থেকে তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে তাঁকে শনিবার ৯ মার্চ গ্রেফতার করা হল। এমনটাই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: বায়োপিক নিয়ে ক্ষুব্ধ জিনাত, পাল্টা জবাবে পায়েল বললেন, 'উনি ভুল বুঝছেন, আমরা ওঁর সঙ্গে...'
মাদক পাচার কাণ্ডে গ্রেফতার প্রযোজক
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে জানানো হয়েছে ভারত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে যে মাদক পাচার চক্র চলে সেটার মাথা হলেন সাদিক। তিনি ভারত থেকে প্রায় ২০০০ কোটি টাকার মাদক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পাঠিয়েছেন।
আরও পড়ুন: 'কেরিয়ারের সব থেকে বড় ছবি...' অপেক্ষার অবসান, ভুল ভুলাইয়া ৩ এর শ্যুট শুরু করলেন কার্তিক
আরও পড়ুন: 'ওঁরা যেমন আমার বন্ধু তেমনই...' নিজে বলিউডের দাপুটে অভিনেত্রী, কিন্তু কারা আলিয়ার অনুপ্রেরণা জানেন?
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং এই বিষয়ে জানিয়েছেন, 'সাদিক ৩৫০০ কইলো সিউডোফেড্রিন ৪৫টি পার্সেলে করে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছেন।' আর এই সমস্ত পার্সেলগুলো নারকেল এবং ড্রাই ফ্রুটসের মধ্যে করে পাঠানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন সাদিক তিরুভানান্থাপুরম থেকে মুম্বই, পুনে, হায়দ্রাবাদ হয়ে জয়পুরে পালিয়ে গিয়েছিলেন। তিনি তাঁর এই মাদক পাচার থেকে আসা টাকাই বিভিন্ন সিনেমায় বিনিয়োগ করতেন, এমনকি সদ্য মুক্তি পাওয়া মঙ্গাই ছবিতেও সেই টাকা ব্যবহৃত হয়েছিল। এমনকি তিনি এই টাকা দিয়েই একটি হোটেল কিনেছেন।
গত সপ্তাহে মাদুরাই এবং চেন্নাইয়ের দুটো জায়গা থেকে দুই রেল যাত্রীর থেকে ১৮০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। এরপরই উঠে এসেছে সাদিকের নাম। সেই মাদকগুলো শ্রীলঙ্কায় পাচার করা হচ্ছিল বলেও তাঁরা জানান। তাঁদের দুজনের কাছে যথাক্রমে ৩৬ কেজি এবং ৬ কেজির মাদক উদ্ধার করা হয় ২৯ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: 'এসব ভুলেও শুনিনি ছোটবেলায়...' দুশ্চিন্তা - উদ্বেগ সবই ইন্টারনেটের দান! দাবি জয়ার
এই সিউডোফেড্রিন একটি অত্যন্ত নেশার জিনিস। অনেকটাই কোকেনের মতো। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।