ভুল ভুলাইয়া এবং ভুল ভুলাইয়া ২ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমত ঝড় উঠেছিল। দারুণ সাড়া পেয়েছে হরর কমেডি ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির ছবি দুটো। এমনকি ভুল ভুলাইয়া ২ তো করোনা পরবর্তী সময়ের প্রথম বড় হিট ছিল। এবার পালা ভুল ভুলাইয়া ৩ এর। শুরু হল সেই ছবির শ্যুটিং। ছবির নির্মাতারা কাজ শুরু করলেন কার্তিক আরিয়ান অভিনীত এই ছবির।
শ্যুট শুরু ভুল ভুলাইয়া ৩ এর
ভুল ভুলাইয়া ২ এর পর এবার ভুল ভুলাইয়া ৩ এও কার্তিক আরিয়ান থাকছেন রুহ বাবার চরিত্রে। তাঁর সঙ্গে অনীশ বাজমি পরিচালিত এই ছবিতে ফিরছেন আসল মঞ্জুলিকা বিদ্যা বালান। থাকছেন মাধুরী দীক্ষিতও। শুরু হল এই বহু প্রতীক্ষিত ছবির শ্যুট। নির্মাতাদের তরফে জানানো হয়েছে দর্শকরা এখানে দুর্দান্ত সিনেমাটিক অভিজ্ঞতা পাবেন।
আরও পড়ুন: 'এসব ভুলেও শুনিনি ছোটবেলায়...' দুশ্চিন্তা - উদ্বেগ সবই ইন্টারনেটের দান! দাবি জয়ার
আরও পড়ুন: রিসেপশন বিতর্কে কাঞ্চন-শ্রীময়ীর পাশেই রুদ্রনীল - শ্রাবন্তীরা, বললেন, 'এটা নির্ঘাত অন্য কেউ...'
৯ মার্চ কার্তিক আরিয়ান জানান তাঁরা এই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু করলেন। তিনি শ্যুট শুরুর আগে তাঁর ঘরের সিংহাসনে ঠাকুরকে পুজো দেওয়ার একটি ছবি পোস্ট করেছেন। তাঁকে সেই ছবিতে ঈশ্বরের থেকে আশীর্বাদ প্রার্থনা করতে দেখা যাচ্ছে। তিনি এই সঙ্গে এই পোস্টে জানিয়েছেন ছবিটি নিয়ে দারুণ উত্তেজিত তিনি।
কার্তিক এদিন ছবিটি পোস্ট করে লেখেন, 'আমার কেরিয়ারের সব থেকে বড় ছবিটির শ্যুটিং শুরু করলাম আজ থেকে। শুভারম্ভ, ভুল ভুলাইয়া ৩।' ছবিতে তাঁকে হালকা গোলাপি টিশার্ট পরে প্রণাম করতে দেখা যাচ্ছে।
ভুল ভুলাইয়া ৩ প্রসঙ্গে কী জানা গিয়েছে?
সূত্রের খবর অনুযায়ী কার্তিক আরিয়ান, বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিত টানা ৮ দিন শ্যুটিং করবেন এখন। তারপর তাঁদের সঙ্গে যোগ দেবেন তৃপ্তি দিমরি। গত ভাগে কিয়ারা আডবানি ছিলেন, এবার তাঁকে সরিয়ে সেই জায়গায় আসছেন তৃপ্তি। অন্যদিকে এবার জোড়া ভূত থাকবে এই ছবিতে।
আরও পড়ুন: বায়োপিক নিয়ে ক্ষুব্ধ জিনাত, পাল্টা জবাবে পায়েল বললেন, 'উনি ভুল বুঝছেন, আমরা ওঁর সঙ্গে...'
আরও পড়ুন: আঘাত ঠিক হতেই অ্যাকশনে মোডে ফিরলেন ভিকি, শুরু ছাবার শ্যুটিং
প্রসঙ্গত প্রথম ভুল ভুলাইয়া ছবিতে অক্ষয় কুমার ছিলেন। কিন্তু তারপর তাঁকে আর এই ফ্র্যাঞ্চাইজির ছবিতে দেখা যায়নি। বরং তাঁকে সরিয়ে জায়গা করে নিয়েছে কার্তিক। ভুল ভুলাইয়া ৩ চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে বলে জানা গিয়েছে।