সম্প্রতি মুম্বইয়ের একটি বহুতলে ভয়াবহ আগুন লাগে। জানা যাচ্ছে, ওই আবাসনেই থাকেন পুনম পাণ্ডে। অভিনেত্রীর ফ্ল্যাটেও আগুন ধরে যায়। তবে এই ঘটনায় তাঁর বাড়িতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
পুনম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। তবে ফ্ল্যাটেই ছিল পুনমের পোষ্য সিজার। তবে স্বস্তির বিষয় পোষ্যটির কোনও ক্ষতি হয়নি। পুনমের বাড়ির পরিচারিকাদের তৎপরতাতেই সিজারকে ফ্ল্যাটের বাইরে বের করে আনা হয়। দমকল কর্মীরা পুনমের ওই আবাসনের আগুন নিয়ন্ত্রণে আনেন। জানা যাচ্ছে, ওই আবাসনের ১৬ তলায় থাকেন পুনম। অভিনেত্রী জানিয়েছেন, হতাহতের ঘটনা না ঘটলেও তাঁর ঘরের বহুকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আরও পড়ুন-অস্ত্রোপচার সফল, বাড়িও ফিরেছেন, এখন কেমন আছেন স্বস্তিকা মুখোপাধ্যায়?
পুনম লিখেছেন, ‘আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে অগ্নিকাণ্ডের ঘটনায় আমার মন্দিরে কিছুই হয়নি। সিজার, আমার কর্মচারীরা, আমার বোন ঠিক আছে। হ্যাঁ, ঘর পুড়েছেন, তবে প্রাণগুলি বেঁচে গিয়েছে।’ অভিনেত্রী ইনস্টাগ্রামে বাড়ির ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে পুড়ে যাওয়া দেয়াল, জিনিসপত্র দেখা যাচ্ছে। ক্ষতির মুখে পড়েছেন অভিনেত্রীও।
আরও পড়ুন-জানানোও হয়নি, সকলে ধরেই নিয়েছিল আমি অন্তরঙ্গ দৃশ্যে ভীষণ স্বচ্ছন্দ্য: আলি ফজল
পুনের আবাসনে অগ্নিকাণ্ডের ভিডিয়ো উঠে এসেছিল পাপারাৎজি ভাইরাল ভায়ানির ইনস্টাগ্রামে। জানা গিয়েছিল, রাজন নামে ওই আবাসনের একজন বাসিন্দা দ্রুত দমকল বিভাগে দ্রুত খবর দিয়েছিলেন। রাজন নিজেও আগুন নেভাতে সাহায্য করেছিলেন। আবাসনের বাসিন্দারা সকলেই ওই ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হন।
প্রসঙ্গত, ২০২০ সালে স্য়াম বম্বেকে বিয়ে করেছিলেন পুনম পাণ্ডে। সেবছরই গোয়াতে মধুচন্দ্রিমাতেও গিয়েছিলেন পুনম ও স্যাম। পরে স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি, গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন পুনম। মাঝে জানিয়েছিলেন স্বামীর মারধরের কারণে তিনি হাসপাতালে ভর্তি। পরে অবশ্য বিবাহ-বিচ্ছেদের পথেই হাঁটেন পুনম পাণ্ডে। এই মুহূর্তে একাই রয়েছেন অভিনেত্রী। পুনম পান্ডেকে শেষ দেখা গিয়েছিল রিয়েলিটি শো ‘লক আপ’-এ। কঙ্গনা সঞ্চালিত এই শোয়ে নিজের বিবাহ নিয়ে বেশকিছু তথ্যও সামনে এনেছিলেন অভিনেত্রী।