বাংলা নিউজ > বায়োস্কোপ > Ali Fazal: জানানোও হয়নি, সকলে ধরেই নিয়েছিল আমি অন্তরঙ্গ দৃশ্যে ভীষণ স্বচ্ছন্দ্য: আলি ফজল

Ali Fazal: জানানোও হয়নি, সকলে ধরেই নিয়েছিল আমি অন্তরঙ্গ দৃশ্যে ভীষণ স্বচ্ছন্দ্য: আলি ফজল

আলি ফজল

আলি ফজল আরও বলেন, ‘আমার বিপরীতে যিনি অভিনেত্রী ছিলেন, তাঁকেও তাঁর চরিত্র নিয়ে বিবরণ দেওয়া হয়েছিল, তবে আমাকে কিছুই বলা হয়নি। আমি অস্বস্তিতে পড়েছিলাম। সকলের ভাবখানা তখন এমন যে, তুমি তো পুরুষ মানুষ, তোমার আবার এসবে কীসের সমস্যা! আমি দৃশ্যটি না করতে চাইলে সকলেই আমার দিকে তাকিয়ে ছিলেন।’

শ্যুটিং করতে গিয়ে বহুসময় বিভিন্ন অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে কোনও অভিনেত্রীকে। এমন ঘটনা প্রায়শই শোনা যায়। তবে শুধু অভিনেত্রীদের নয়, বহু অভিনেতাকেও এমন পরিস্থিতির মুখে পড়তে হয়। সম্প্রতি তেমনই এক ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা আলি ফজল। জানান, অন্তরঙ্গ দৃশ্যের শ্যুট করতে গিয়ে কীভাবে অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। অভিনেতার কথায়, লোকজন ধরেই নিয়েছিলেন এই দৃশ্যে অভিনয় করতে তাঁর কোনও অসুবিধা হবে না। 

ঠিক কী বলেছেন আলি ফজল?

আলি ফজলের কথায়, ‘আমার মনে আছে একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল। সেই পুরুষ চরিত্রটি আমাকে প্রশ্নবিদ্ধ করে এবং একের পর এক অন্তরঙ্গ দৃশ্য ছিল। অথচ চিত্রনাট্যে এসব কিছুই ছিল না। আমার সঙ্গে এই দৃশ্য নিয়ে আলোচনাও করা হয়নি। আমি যখন সেটে পৌঁছই তখন সবাই প্রস্তুত, যেমনটা সবাইকে বলা হয়েছিল এবং আমিও সেখানে দাঁড়িয়ে আছি।’ আমি বলেছিলাম, 'আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করি না।' বুঝতে পারি আমি এমনটা বলব, লোকজন আশা করেননি। বুঝতে পারি না, কেন এটা ধরে নেওয়া হয় যে আমি এতে স্বচ্ছন্দ্য?'

আরও পড়ুন-বাংলাদেশে শ্যুটিং করতে গিয়ে হেনস্থার মুখে! ঢাকা ছেড়ে তড়িঘড়ি কলকাতায় ফিরলেন সায়ন্তিকা

আরও পড়ুন-আরও পড়ুন-‘আমি সেদিন কান্না থামাতে পারিনি, মৃণালদা এসে জড়িয়ে ধরেছিলেন’: আর মিঠুনের সঙ্গে সম্পর্ক ভাঙলেও ওঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং আছে: মমতা শঙ্কর

আরও পড়ুন-গত মাসেই মুক্তি পেয়েছে OMG 2, প্রয়াত অক্ষয়, পঙ্কজ ত্রিপাঠির সহ অভিনেতা সুনীল শ্রফ

আলি ফজল আরও বলেন, ‘আমার বিপরীতে যিনি অভিনেত্রী ছিলেন, তাঁকেও তাঁর চরিত্র নিয়ে বিবরণ দেওয়া হয়েছিল, তবে আমাকে কিছুই বলা হয়নি। আমি অস্বস্তিতে পড়েছিলাম। সকলের ভাবখানা তখন এমন যে, তুমি তো পুরুষ মানুষ, তোমার আবার এসবে কীসের সমস্যা! আমি দৃশ্যটি না করতে চাইলে সকলেই আমার দিকে তাকিয়ে থাকলেন। তখন আমি বুঝেছি, মহিলারা কয়েক দশক ধরে তাহলে কীধরনের সমস্যায় পড়েন!’

আলি ফজল জানান, এই ধরনের অন্তরঙ্গ দৃশ্যের জন্য সেটে একজন কো-অর্ডিনেটর থাকা উচিত। যার কাজ পুরুষ কিংবা নারী, কারোরই যাতে এধরনের দৃশ্যে কোনও অসুবিধা না হয়, সেটা দেখা। প্রসঙ্গত, আলি ফজলকে শেষবার দেখা গিয়েছেন 'কান্দাহার' ছবিতে। পরবর্তীতে বিশাল ভরদ্বাজের ছবি ‘খুফিয়া’তে দেখা যাবে আলি ফজলকে।

 

বন্ধ করুন