কয়েক সপ্তাহ আগেই শুরু হয়েছে নতুন ছবি 'ফেলুবক্সী'র শ্যুটিং। থ্রিলার গল্পে অভিনয় করছেন সোহম চক্রবর্তী, ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি, মধুমিতা সরকার এবং শতাফ ফিগার। ছবিটি পরিচালনা করছেন দেবরাজ সিনহা। 'মিডিয়ানেক্সট এন্টারটেনমেন্ট'-এর সহযোগিতায় 'হিমানি ফিল্মস' তাদের নতুন ছবির কাজ চলছে জোরকদমে।
ফেলুবক্সী-র প্রথম ঝলক
এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করছেন, সোহম চক্রবর্তী, মধুমিতা সরকার। তাঁদের সঙ্গেই কাজ করবেন পরীমণি। থ্রিলার ঘরানার এই ছবির কাজ চলছে কলকাতাতেই। সোহমের চরিত্রের নামেই ছবির নামকরণ। ঢালিউডের পর টলিউডে কাজ করতে চলেছেন অভিনেত্রী পরীমণি। দেবরাজ সিনহার ছবির হাত ধরে টলিউডে পা রাখছেন তিনি। প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। দেখা যাচ্ছে, টেবিলে রাখা এক বাটি সাদা রসগোল্লা, তার পাশেই রাখা পিস্তল।
আরও পড়ুন: জিনাতের 'লিভ-ইন' মন্তব্যে খচে লাল মুকেশ খান্না, বললেন, ভেবেচিন্তে কথা বলা উচিত…
থ্রিলার ঘরানার ছবি
থ্রিলার ঘরানার এই ছবির নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। নতুন প্রজন্মের চরিত্র এই ফেলুবক্সী। যে চতুর, টেক-স্যাভি এবং নিজেকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সঙ্গে সঙ্গে আপডেটেড রাখে। মনের দিক থেকে একেবারে সাধারণ বাড়ির ছেলে সে। সাধারণ এক বাঙালি ছেলে যে খেতে খুব ভালোবাসে আর ভালোবাসে ক্রাইমের সমাধান করতে।
আরও পড়ুন: মেরামত হওয়ার পর কেমন দেখতে হয়েছে প্রিয়াঙ্কা-নিকের LA হোম, প্রকাশ্যে এল চোখ ধাঁধানো ছবি
আরও পড়ুন: শাহরুখ-গৌরীর ভাড়া বাড়িতে থাকার গল্প শোনালেন চাঙ্কি, বললেন, ‘ও একটুও বদলায়নি..’
ফেলুবক্সী-র চরিত্ররা
ছবিতে 'দেবযানী'র চরিত্রে দেখা যাবে মধুমিতাকে। পেশায় রেডিও জকি দেবযানী। যার মনে ফেলুবক্সীর সহকারী হওয়ার সুপ্ত বাসনা রয়েছে। পরীমণির চরিত্রের নাম ‘লাবণ্য’, রহস্যময় এক চরিত্র। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকারকে। ছবির সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলাবেন 'ভিঞ্জি দা' খ্যাত সুদীপ্ত মজুমদার। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। ছবি মুক্তি পুজোর পরেই!
ওপার বাংলার পরীমণি প্রসঙ্গে
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি কেবল তাঁর কাজের জন্য নয়, ব্যক্তিগত জীবনের জন্য হামেশাই খবরের শিরোনামে উঠে আসেন। গত বছর একটানা বহুদিন তাঁর এবং শরিফুল রাজের সম্পর্ক খবরের শিরোনামে ছিল। এখন তিনি সেসব জটিলতা কাটিয়ে সিঙ্গল মাদার। অভিনয়ের পাশাপাশি তিনি এখন একা হাতে ছেলে পদ্মকে মানুষ করছেন। কলকাতায় শ্যুটিংয়ের ফাঁকে ছেলে পদ্মর সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে।