বাংলা নিউজ > বায়োস্কোপ > প্রতীককে হারিয়ে ‘বিগ বস ১৫’ জিতল তেজস্বী, দেখুন একেবারে খুশি নয় কোন কোন তারকারা

প্রতীককে হারিয়ে ‘বিগ বস ১৫’ জিতল তেজস্বী, দেখুন একেবারে খুশি নয় কোন কোন তারকারা

প্রতীক সেহজপাল বিগ বস জেতায় খুশি নয় যে তারকারা। 

এবারের বিগ বস যেমন পছন্দ হয়নি অনেকের, তেমনই পছন্দ হল না ‘বিগ বস ১৫’ বিজেতার নামও। 

রবিবারই ছিল ‘বিগ বস ১৫’র গ্র্যান্ড ফিনালে। প্রায় সাড়ে তিন মাসের জার্নি শেষে ট্রফি জিতে নিলেন তেজস্বী প্রকাশ। আর ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হল শমিতা শেট্টি, করণ কুন্দ্রা, প্রতীক সেহজপালদের। আসলে অনেকেই ভাবতে পারননি ট্রফি জিতবেন তেজস্বী। বরং, পাল্লা ভারি ছিল প্রতীকের দিকেই। তাই সলমন যখন বিজেতা হিসেবে প্রতীকের হাত তোলেন তখন হতবাক হয়ে যান অডিয়েন্সের আসনে বসে থাকা সহ বিগ বস প্রতিযোগীরাও। 

এই নিয়ে টুইট করতে দেখা যায় গওহর খানকে। যিনি সেই সময় স্টুডিয়োতেই ছিলেন। অভিনেত্রী লেখেন, ‘লোল! বিগ বসের প্রতিযোগী ঘোষণার পর স্টুডিয়োর সাইলেন্স সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে। বিগ বস ১৫-র একজনই বিজেতা, যাকে পুরো বিশ্ব দেখেছে জ্বলজ্বল করতে, আর সে হল প্রতীক সেহজপাল।’ শেফালি জরিওয়ালা লিখলেন, ‘তুমি সকলের হৃদয় জিতেছ।’

কামিয়া পঞ্জাবি লিখেছেন, ‘আমার জন্য় বিজেতা তুমি আর সবসময় তাই থাকবে। তুমি দারুণ খেলেছ। তোমার বিগ বসের প্রতি ভালোবাসা, শো জেতার ইচ্ছে আমাদের মোহিত করেছে। ভালো থাকো। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা।’

কামিয়া পঞ্জাবি লিখেছেন, ‘আমার জন্য় বিজেতা তুমি আর সবসময় তাই থাকবে। তুমি দারুণ খেলেছ। তোমার বিগ বসের প্রতি ভালোবাসা, শো জেতার ইচ্ছে আমাদের মোহিত করেছে। ভালো থাকো। ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা।’|#+|

মুনমুন দত্ত লিখেছেন, ‘তুমি তোমার সততা দিয়ে হাজার হাজার মানুষের মন জিতে নিয়েছ প্রতীক। তোমার উচিত নিজেকে নিয়ে গর্ব করা, তোমার বিগ বসের জার্নি নিয়েও। তোমাকে দেখা আমাদের জন্য খুব উপভোগ্য ছিল। ভালো থাকো খুশি থাকো।’

তবে, বিতর্কে জড়াননি বিগ বসের প্রাক্তন বিজেতা গৌতম গুলাটি। বরং তিনি খোলা মনে শুভেচ্ছা জানিয়েছেন তেজস্বী প্রকাশকে। সঙ্গে তারিফ করেছেন প্রতীক সেহজপাল আর করণ কুন্দ্রারও।

আপনার কী মত বিগ বসের বিজেতা নিয়ে?

বন্ধ করুন