পরনে বাঙালি ট্রাডিশনাল স্টাইলের লাল-সাদা পাঞ্জাবি, সঙ্গে লাল ডিজাইন করা পাড়ের ধুতি। ঠিক যেন 'রাজপুত্তর'! আজই (বুধবার) প্রথম ভাত খেল ছোট্ট ধীর। হ্য়াঁ, আজই ছিল গৌরব-ঋদ্ধিমার ছেলে ধীরের অন্নপ্রাশন। আর এইদিনেই প্রথমবার সকলের সামনে এক্কেবারে বাঙালিবাবু সেজে হাজির হলেন ধীর বাবু।
এর আগেও প্রথম সন্তান ধীরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা দম্পতি গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা ঘোষ। তবে সেই ছবিগুলিতে তাঁরা তাঁদের ছেলের মুখ দেখাননি। জানিয়েছিলেন অন্নপ্রাশনের দিনই প্রথমবার ছেলের মুখ দেখাবেন। সেই মতোই কথা রাখলেন গৌরব-ঋদ্ধিমা। বাবা-মায়ের কোলে চেপে সামনে এলেন ধীর বাবু।
এদিন তাঁদের অনুষ্ঠানের থিমই ছিল লাল-সাদা। ছেলের অন্নপ্রাশনের দিন ছেলের সঙ্গেই রং মিলান্তি পোশাক পরেছিলেন গৌরব-ঋদ্ধিমা। অভিনেতা গৌরব চক্রবর্তীর পরনে ছিল সাদা পাঞ্জাবি, আর তাতে ধীরের পাঞ্জাবির স্টাইলেই বর্ডার দেওয়া ছিল। অন্যদিকে অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ পরেছিলেন লাল জামদানি শাড়ি, সঙ্গে সাদার উপর জামদানি কাজের ব্লাউজ। গলায় সোনার হার, আর কানে ভারী দুল। হাতে শাঁখাপলা, আর সোনার চুরি, সিঁথিতে সিঁদুর দিয়ে বাঙালিয়ানা বজায় রেখেই সাজগোজ করেছিলেন গৌরব-ঋদ্ধিমা। আরও একটা ছবিতে ছোট্ট ধীরকে হলুদ রঙের প্রিন্টেড সুতির পাঞ্জাবি আর সাদা ধুতিতে দেখা যায়। ছবি পোস্ট করে গৌরব-ঋদ্ধিমার ক্যাপশান ছিল, ‘আজ মুখে ভাতের পর।’ আপনাদের সকলকে হ্যালো বলতে প্রস্তুত ধীর।
আরও পড়ুন-অত্যন্ত সংকটজনক, চলছে জীবন-মৃত্যুর লড়াই! কোমায় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়
গৌরব-ঋদ্ধিমার এই পোস্টে অনেকেই ধীরকে আশীর্বাদ করেছেন। এদিকে ধীরকে নিয়ে গৌরব আনন্দবাজারকে জানিয়েছেন, ধীর এক্কেবারেই দুষ্টু নয়। খুবই শান্ত। এক্কাবারেই কান্নাকাটি করে না। রাতেও শান্তিতে ঘুমোয়। জানান, ‘আমি আর ঋদ্ধিমা ওকে নিয়ে একটা দারুণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।’
প্রসঙ্গত, গত বছর ১৬ সেপ্টেম্বর পুত্র সন্তানের বাবা-মা হন গৌরব-ঋদ্ধিমা। পরিবারের নতুন সদস্য আসার খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছিলেন তারকা দম্পতি। জানান, তাঁরা ছেলের নাম রেখেছেন ধীর। এর আগে বেশ কয়েকবার ধীর বাবুর ছবি দেখা গেলেও মুখ দেখা যায়নি। এদিকে কাজের ক্ষেত্রে গত ৭ মার্চ থেকে শ্যুটিং শুরু হয়েছে গৌরব চক্রবর্তীর ছবি 'একটা খুনের সন্ধানে মিতিন'। এর আগে 'সোনার কেল্লায় যকের ধন' ছবির শ্যুটিংও শেষ করেছেন গৌরব। তবে নতুন মা ঋদ্ধিমা আপাতত মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন।