ফের বিস্ফোরক বলি অভিনেত্রী পায়েল ঘোষ। বলিপাড়ায় #MeToo মুভমেন্ট চলাকালীন পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন পায়েল। এবার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স (টুইটার) ফের একবার বিস্ফোরক পায়েল। পায়েলের দাবি, তিনি একসময় প্রাক্তন ক্রিকেটার, বর্তমানে ধারাভাষ্যকার ইরফান পাঠানকে পাঁচ বছর ডেট করেছেন। সেসময় নাকি ক্রিকেটার-রাজনীতিবিদ গৌতম গম্ভীর নিয়মিত তাকে মিস কল দিতেন।
হ্যাঁ, এমনটাই অভিযোগ করেছেন পায়েল ঘোষ। ঠিক কী বলেছেন তিনি?
পায়েল লিখেছেন, ‘আমি ২০১১ সাল থেকে পাঁচ বছর ইরফান পাঠানের সঙ্গে ডেট করেছি। যদিও তারপর সবকিছু শেষ হয়ে গেল। গৌতম গম্ভীর এবং অক্ষয় কুমারও আমার পিছনে ছিলেন, কিন্তু আমি কেবল ইরফানকে ভালবাসতাম। আমি ইরফানকে চোখে হারাতাম। আমি ইরফানকে সব কিছু বলেছি, এমনকি গৌতম গম্ভীর আমাকে কাছ মিসড কলগুলোও দেখিয়েছি। ইরফান এটা ভালো করেই জানতেন। এমনকি ইরফান আমার ফোন চেক করতেন। এমনকি তিনি তাঁর ভাই ইউসুফ পাঠান, হার্দিক এবং ক্রুণাল পান্ডিয়ার সামনেও এই কথাটি বলেছিলেন। সেসময় আমি একটা ঘরোয়া ম্যাচ চলাকালীন পুনেতে ইরফানের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। অক্ষয় কুমার কখনোই আমার সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি একজন বড় তারকা। আমি সবসময় তাঁকে সম্মান করি।’
এখানেই শেষ নয়, ইরফান পাঠানের সঙ্গে শেষ টুইটে একটি ছবিও শেয়ার করেছেন পায়েল। লিখেছেন, তিনি নাকি ইরফান পাঠানের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে পারছিলেন না। এই বিচ্ছেদের পর বেশ কয়েক বছর কাজও করতে পারেননি।
আরও পড়ুন-পরম-পিয়াকে নিয়ে ট্রোলিং, হতাশ স্বস্তিকা বললেন, ‘আমার ১৫বছরের আগের প্রেমকেও টেনে আনল!’
যদিও নেটপাড়ার অনেকেই পায়েল ঘোষের এমন দাবি মানতে পারেননি। বেশকিছু নেটিজেন দাবি করেন, পায়েলের এসবই প্রচার পাওয়ার কৌশল। একজন প্রশ্ন করেছেন, ‘আপনি কে যে গৌতম গম্ভীর আপনাকে মিস কল দেবেন! আবার অক্ষয়ের নামও নিচ্ছেন।’ কেউ আবার পায়েলের কথায় ব্যঙ্গ করে লিখেছেন, ‘মিস কল! গৌতম গম্ভীর এটা আপনি ঠিক করেননি! সঙ্গে হাসির ইমোজি জুড়েছেন।’ কারোর কথায়, ‘ইরফানের বিয়ে ভাঙুক, এটাই চাইছেন কি এবার!’ বেশ বোঝা যাচ্ছে, পায়েলের দাবি বিশ্বাসযোগ্য হয়নি অনেকের।
প্রসঙ্গত, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চলাকালীন এই পায়েল ঘোষই বলেছিলেন তিনি নাকি মহম্মদ শামির প্রেমে পড়েছেন।যদিও ভারত বিশ্বকাপ হারলে শামির উপর থেকে মুখ ফিরিয়ে নেন তিনি। তবে এবার আর শামি নন, এবার পায়েলে বলছেন ইরফান পাঠানের কথা।