বিছানার পাশে ছোট্ট টেবিল, সেখানে রাখা টেবিল ল্যাম্পের আলোতে উজ্জ্বল ফুলদানি। তাতে সাজানো রয়েছে একগুচ্ছ সাদা ফুল। সামনে রাখা একটি হাতে আঁকা ছবি। যেখানে এক পুরুষ আলিঙ্গন করে রয়েছেন এক নারীকে। আশেপাশে হৃদয়ের মোটিভ। ছবির নিচে লেখা ‘merci’।
পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর নিজের শোয়ার ঘর থেকে প্রথমবার এমনই একটা সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন নব-বিবাহিতা পিয়া চক্রবর্তী। ‘merci’ যেটি কিনা একটি ফার্সি শব্দ। পিয়ার লেখা ক্যাপশানে স্পষ্ট হয়েছে তিনি ঠিক কী বার্তা দিতে চেয়েছে। ক্যাপশানে পিয়া লিখেছেন, ‘হোম ভাইবস। উষ্ণতা এবং ভালবাসা মাখা, Merci Beaucoup’। ফার্সি শব্দ Merci Beaucoup-এর অর্থ ধন্যবাদ। পিয়া হ্যাজট্যাগে দিয়েছেন, #HappyPlace(সুখের স্থান) পিয়া চক্রবর্তীর ইনস্টাস্টোরিতেও রয়েছে এই একই পোস্ট।
আরও পড়ুন-'বিয়েতে আমি সাবেকি সাজে সাজব', Engagement থেকে বিয়ের থিম, অকপট সন্দীপ্তা
আরও পড়ুন-তাঁর প্রাক্তন পিয়া-ই আজ পরমের বর্তমান, অনুপমের পোস্টে শুধুই একাকিত্ব, দূরে যাওয়ার কথা…
আরও পড়ুন-‘পরমপিয়া’র বিয়ে, চর্চার মাঝেই শ্রীলেখা লিখলেন ‘যে যার নিজের বর, বউকে সামলে রাখুন…’
আরও পড়ুন-পরমে ঘর বেঁধেছেন প্রাক্তন পিয়া, শহর থেকে দূরে কাছের মানুষের সঙ্গে একান্তে অনুপম
অর্থাৎ পিয়া চক্রবর্তীর এই পোস্টেই স্পষ্ট, পরমের সঙ্গে বিয়ে নিয়ে যতই ট্রোল হোক না কেন, নিন্দুকেরা যাই বলুন না কেন, পিয়া যে ‘পরম’ ভালোবাসা আর ‘সুখী গৃহকোণ’ খুঁজে পেয়েছেন, তা তাঁর এই পোস্টেই স্পষ্ট।
যদিও ট্রোলাররা কথা বলতে ছাড়ছেন না। বৃহস্পবতিবার এই ট্রোলিং নিয়েই পিয়ার নাম না করেও তাঁর সমর্থনে সুর চড়িয়েছেন অভিনেতা আবির পত্নী নন্দিনী। তিনি লেখেন, ‘আমার বিয়ের ১৬ বছর হয়ে গেল। নিজেকে ভাগ্যবান বলে মনে হয় যে আবির অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার অনেক আগে বিয়েটা করে ফেলেছি। জানি না বিয়ের পর মুহূর্ত থেকে অচেনা-অজানা মানুষদের থেকে ক্রমাগত ধেয়ে আসা নোংরা, অসভ্য অশালীন মন্তব্য শুনে আমার মানসিক অবস্থা কী হত! ভাববেন না কোনও এক তারকার সঙ্গীকেই এর সম্মুখীন হতে হচ্ছে। কারও রেহাই নেই। কাউকে বডি শেমিং করা হয়, তো কাউকে কথা শুনতে হয় আগের সম্পর্ক নিয়ে। কোনও না কোনও কারণে আপনাকে নোংরা কথা শুনতে হবেই। সব কিছু নিঁখুত-সুন্দর হলেও শুনতে হবে। কী অসাধারণ সমাজ আমাদের।’
আর নন্দিনীর এই পোস্টে তাঁকে সমর্থন করে উত্তর দেন পিয়া। তিনি লেখেন, ‘ট্রোলিং অত্যন্ত টক্সিক। আমিও বুঝেছি সময়ের সঙ্গে, তুমিও জেনে রাখো- নিজের অন্তর্জগৎটা যদি সুন্দর থাকে, যদি আনন্দে আর শান্তিতে থাকে, এসব ধুলোর মতো মিলিয়ে যায়। আমাকে আর স্পর্শ করে না এগুলো। অনেক অগ্নিপরীক্ষা দিয়ে আজ আমার এই উপলব্ধ হয়েছে। তোমাকে অনেক ভালবাসা, দেখা হবে।’ নন্দিনী ও পিয়ার এই কমেন্ট সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। তবে নিন্দুকেরা যতই ট্রোল করুন না কেন 'সুখী গৃহকোণ'-এর ছবি পোস্ট করে পিয়া চক্রবর্তী বুঝিয়ে দিয়েছেন, 'পরম' ভালোবাসাতে সুখেই রয়েছেন তিনি।
এদিকে নন্দিনীর পোস্টে কমেন্ট করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের 'প্রাক্তন' স্ব্স্তিকাও। ট্রোলাররা তাঁর সঙ্গে পরমের পুরনো সম্পর্ককেও টেনে আনতে ছাড়ছেন না। সেপ্রসঙ্গে স্বস্তিকা লেখেন, ‘১৫ বছর আগের প্রেমকেও টেনে আনলো। আমার আর অবাক লাগে না। তুই বেঁচে গেছিস নন্দু।’
মুখ খুলেছেন গায়িকা সাহানা বাজপেয়ীও। তিনি লেখন, ‘১৫ বছর আগে এক তারকা সঙ্গে বিচ্ছেদ হয়েছে, কিন্তু সেটা নিয়ে আমায় এখনও ট্রোলড হতে গয়। ওরা আমার মেয়ে রোহিনীকেও ছাড়ে না। ওরা পিতৃপরিচয় নিয়েও প্রশ্ন তোলে।’