বাংলা নিউজ > বায়োস্কোপ > Hema Malini-Raj Kapoor: কিশোরী বয়সে রাজ কাপুরের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ে অস্বস্তিতে পড়েন হেমা মালিনীর

Hema Malini-Raj Kapoor: কিশোরী বয়সে রাজ কাপুরের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ে অস্বস্তিতে পড়েন হেমা মালিনীর

রাজ কাপুর-হেমা মালিনী

হেমা মালিনী বলেন তিনি ভীষণই রক্ষণশীল পরিবার থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। আর তাঁর মা-ই সেসময় তাঁর কেরিয়ারের সমস্ত সিদ্ধান্ত নিতেন। আর কিশোরী হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে রাজ কাপুরের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করা ভীষণই অস্বস্তিকর ছিল।

সালটা ছিল ১৯৭৮। সেবছরই রাজ কাপুরের বিপরীতে 'স্বপ্ন কি সওদাগর' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। হেমা তখন কিশোরী, এদিকে রাজ কাপুরের বয়স ছিল ৪০-এর কোটায়। তাঁর কিশোরী বয়সে প্রায় ২৩-২৪ বছরের বড় রাজ কাপুরের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করাটা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এবিষয়েই মুখ খুলেছেন হেমা মালিনী।

হেমা মালিনী বলেন তিনি ভীষণই রক্ষণশীল পরিবার থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। আর তাঁর মা-ই সেসময় তাঁর কেরিয়ারের সমস্ত সিদ্ধান্ত নিতেন। আর কিশোরী হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে রাজ কাপুরের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করা ভীষণই অস্বস্তিকর ছিল। তাঁকে প্রশ্ন করা হয়, এই বয়সের ব্যবধান কি তাঁর চোখে কখনও পড়েছে? এবিষয়ে অবশ্য ইতিবাচকই উত্তর দেন হেমা। বলেন, সেসসময় তাঁর কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল অভিনয়ে মন দেওয়া। রাজ কাপুরকে তিনি শুধু অভিনেতা হিসাবেই দেখেছেন। আর রাজ কাপুর চরিত্রটির জন্য ভীষণভাবেই উপযুক্ত ছিলেন।

আরও পড়ুন-‘ও আমায় ঠকিয়েছে’, প্রাক্তন স্বামীর বিরুদ্ধে সুচিত্রার হাজারো অভিযোগে মুখ খুললেন শেখর

আরও পড়ুন-'এখনও ক্ষমা করিনি', শেখর কাপুরের সঙ্গে বিয়ে ভাঙায় প্রীতিকেই দায়ী করেন সুচিত্রা

আরও পড়ুন-ধর্মেন্দ্রর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না, একসময় ভালোবেসেই তো বিয়ে হয়! মুখ খুললেন হেমা মালিনী

<p>রাজ কাপুর-হেমা মালিনী</p>

রাজ কাপুর-হেমা মালিনী

হেমা জানান, শুরুতে রাজ কাপুরের সঙ্গে কাজ করতে তাঁর অস্বস্তি, ভয় হলেও পরিচালক মহেশ কৌল এই পুরো পরিস্থিতিতে তাঁকে সাহায্য করেছিলেন। হেমা মালিনী বলেন, ইন্ডাস্ট্রির কিছু নির্দিষ্ট সীমা ছিল যেগুলি তিনি কখনওই অতিক্রম করতে চাননি। আর তিনিও জানতে নির্দিষ্ট কিছু চরিত্রে তিনি কখনওই অভিনয় করবেন না। এমনকি রাজ কাপুরের কাছ থেকে তিনি যখন 'সত্যম শিবম সুন্দরম' ছবিতে অভিনয়ের প্রস্তাব পান, তখন তিনি জানতেন সেটা তিনি করবেন না। হেমার কথায়, রাজ কপুর নিজেও তাঁকে সেই চরিত্রটির প্রস্তাব দিতে কিছুটা ভয়ই পেয়েছিলেন। আর হেমার মা রাজ কাপুরকে জানিয়েদেন যে তাঁর মেয়ে এধরনের কোনও চরিত্রে অভিনয় করবেন না।

বন্ধ করুন