দ্বিতীয় সন্তান জেহ-এর জন্মের আগেই মুম্বইতে নতুন বাড়ি কিনেছিলেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। জেহ-এর জন্মের আগেই এখানে শিফট হয়েছেন তাঁরা। সইফিনার আগের বাড়ির তুলনায় বেশ বড় এই বাড়ি। নতুন বাড়িতে রয়েছে বড় বারান্দা, সুইমিং পুল এবং বড় ছাদ।
বেশিভাগ সময়ই বাড়িতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে দেখা যায় করিনা-সইফকে। সম্প্রতি করিনার বাড়ির পুলের ধারে বসে ছবি পোস্ট করেছেন অমৃতা। করিনা এবং তাঁর ঘনিষ্ঠরা, করিশ্মা কাপুর, সোহা আলি খান, মালাইকা আরোরা, অমৃতা আরোরা প্রায়ই তাঁদের ঘরোয়া পার্টির ছবি শেয়ার করেন। সম্প্রতি অমৃতার শেয়ার করা ছবিতে করিনা এবং তাঁকে পুলের ধারে বসে আরাম করতে দেখা গিয়েছে।
ইনস্টাগ্রামে নিজের সেলফি শেয়ার করে অমৃতা লিখেছেন, ‘এমনটা আমরা হতে পারতাম। ইতালিয়ান আবহ, করিনা।' পুলের ধারে দাঁড়িয়ে পোজ দিয়েছেন তিনি। অমৃতার সেলফিতে সইফিনার পুল সাইড ডাইনিং রুমের ছবি দেখা যাচ্ছে।
করিনা কাপুর খানের অপর একটি ছবি শেয়ার করেন তিনি। সেখানে পুলের ধারে বসে ফোনে ব্যস্ত দেখা গিয়েছে করিনাকে। ক্যাপশনে অমৃতা লিখেছেন, ‘খুব ব্যস্ত’।
করিনাকে শীঘ্রই আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে। পরিচালক সুজয় ঘোষের সঙ্গে সম্প্রতি নিজের ওটিটি ডেবিউ কথা ঘোষণা করেছেন করিনা।