দেখতে দেখতে কই মিল গয়া ছবির ২৩ বছর পার। সেই উপলক্ষ্যে নতুন করে হলে মুক্তি পেল এই ছবি। আবেগে ভাসছেন ভক্তরা। একাধিক সাক্ষাৎকারে এই ছবি নিয়ে নস্টালজিয়ায় ভাসতে দেখা গিয়েছে হৃতিককে। বাদ যাননি তাঁর বাবা রাকেশ রোশনও। তবে এবার যা ঘটল তাতে উসকে যাচ্ছে একটি বিশেষ সম্ভাবনার কথা। অনুমান করা হচ্ছে কৃষ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি অর্থাৎ কৃষ ৪ আসছে। কিন্তু কেন এমন মনে করা হল?
যাঁরা কৃষ ফ্র্যাঞ্চাইজির ছবি দেখতে পছন্দ করেন তাঁদের জন্য এটা খুশির খবরই বলতে পারেন। অন্তত হৃতিক রোশনের একটি কমেন্ট দেখে তাই মনে হতে পারে। ভাবছেন কী লিখেছেন তিনি? শ্রদ্ধা কাপুর এদিন ইনস্টাগ্রামে তাঁর একটি ছবি পোস্ট করেন। এটি একটি সানকিসড ছবি। সেটা পোস্ট করে তিনি লেখেন, 'জাদুর মতো রোদ চাই আরও...' এখানেই হৃতিক কমেন্ট করেন যে, 'সে আবার আসছে। তাকে বলব।' এটা পড়েই বাকিদের মতো আনন্দে লাফিয়ে ওঠেন অভিনেত্রী। তিনি জিজ্ঞেস করেন, 'সত্যি? কবে কখন কোথায়?'
আরও পড়ুন: 'মেয়ে যদি গাজায় জন্মাত তাহলে কীভাবে রক্ষা করতাম?' কেন এমনটা বললেন স্বরা?
আরও পড়ুন: 'ও আমার কী-কতটা জানি না', রুক্মিণীর ভালোবাসায় বুঁদ দেব, জানালেন সম্পর্কের গোপন কথা
ভক্তরা কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'কী শ্রদ্ধা ম্যাম আমরা এতদিন জিজ্ঞেস করে করে উত্তর পেলাম না। আর আপনি লিখতেই উত্তর চলে এল!' অনেকেই আবার ভাবছেন এই কৃষ ৪ ছবিতে হয়তো হৃতিকের বিপরীতে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে। দর্শকরাও যে সেটা চান সেটা তাঁরা কমেন্টেই পরিষ্কার করে দিয়েছেন। একজন সেই বিষয়ে লেখেন, 'এই কম্বো চাই। আপনাদের একসঙ্গে এই ছবিতে দেখতে চাই।'
হৃতিকের আগামী প্রজেক্ট
হৃতিক রোশনকে আগামীতে ফাইটার ছবিতে দেখা যাবে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি আগামী বছর অর্থাৎ ২০২৪ এর জানুয়ারি মাসে মুক্তি পাবে। এখানে হৃতিকের বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ইতিমধ্যেই সেই ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।