চলতি বছরেই মা হয়েছেন 'ভাবিজি ঘর পর হ্যায়' অভিনেত্রী বিদিশা শ্রীবাস্তব। গত ১১ জুলাই মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বিদিশা। আবার সকলকে চমকে দিয়ে মা হওয়ার ১ মাসের মধ্যে কাজেও ফিরেছেন বিদিশা। কাজ ও সন্তান দুটোই দিব্যি সামলাচ্ছে বিদিশা। সম্প্রতি সেই অভিজ্ঞতাই সকলের সঙ্গে ভাগ করে নিলেন টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী।
বিদিশা বলেন, ‘আধ্যা, আমার মেয়ে আমাদের জীবনে আসার পর থেকে কীভাবে যে, সময় পার হয়ে যাচ্ছে! ভাবতেই পারছি না যে, এই ১১ নভেম্বর, ওর চার মাস হবে। মনে হচ্ছে এই তো সেদিন এল। আমি অন্তঃসত্ত্বা হওয়ার পর জুলাই মাস থেকে বিরতি নিয়েছিলাম। আর তার ১০ দিনের মধ্যে ওর জন্ম হয়েছে। আবার আগস্টের মাঝামাঝি সময়ে সেটে ফিরেও এসেছি, অবশ্যই ততদিনে আমার রাজকুমারীর এসে গিয়েছে।’
আরও পড়ুন-রাহুলের সঙ্গে ফের পুরনো সংসার সাজাচ্ছেন, প্রিয়াঙ্কা বলছেন, ‘আমারও কিছু ভুল ছিল’
আরও পড়ুন-কীভাবে ২ সপ্তাহে ওজন কমিয়েছেন সারা! ফাঁস করে বসলেন ফিটনেস ট্রেনার
সন্তানকে বুকের দুধ খাওয়ানোর প্রসঙ্গে বিদিশা শ্রীবাস্তব বলেন, ‘প্রথম দিন থেকেই ঠিক করে ফেলেছিল, যে আমি আমার মেয়েকে বুকের দুধ খাওয়াব। কারণ এটাই সুস্থ থাকার জীবনের সেরা উপায়। যদিও আমি একটা breast pump নিয়ে ঘুরে বেড়াই। আমি ওঁর জন্য সবসময়ই প্রাকৃতিক নিয়মেই চলতে চাই। আমার মা, যিনি আমার পাশে সবসময় থাকেন, উনি কাজের সময়েও আমার পাশে থাকেন। আমি আমার শট দেওয়ার পর আরাধ্যার কাছে ড্রেসিং রুমে ফিরে যাই। আমি সৌভাগ্যবতী যে আমি এমন একটা জায়গায় কাজ করি যে সেখানে মেয়েকেও সঙ্গে রাখতে পারি। আমি সত্যিই ধন্য।’
সিনেমায় অভিনয় করতে চান কিনা সে প্রসঙ্গে বিদিশা বলেন, ‘আমি আপাতত টেলিভিশন নিয়েই খুশি এবং সিনেমার কথা আমার মাথাতেও নেই। এছাড়াও, ভাবি জি ঘর পার হ্যায় শো-এর শ্যুটিং শেষ হলে আমি আবারও পরিবারের কাছে ফিরি। এভাবেই আমি কাজ এবং পরিবারের সঙ্গে ভারসাম্য বজায় রাখছি। আপাতত আমি বড় কোনও কাজ নিতে প্রস্তুত নই। তবে বিজ্ঞাপন বা ক্যামিও চরিত্র হলে সেই কাজ করতে পারি। যেগুলি বেশি সময় নেবে না। আমার জীবনের বেশিরভাগ সময়টা এখন আমার সন্তানের জন্য।’
প্রসঙ্গত, ২০১৮-তে সায়ক পালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী বিদিশা। অভিনয় দুনিয়ার সঙ্গে অবশ্য সায়কের কোনও সংযোগ নেই। যিনি কিনা চাকরিজীবী।