বাংলা নিউজ > বায়োস্কোপ > Ileana D'Cruz Boyfriend: ক্যাটরিনার ভাই নন, হবু মা ইলিয়ানা ছবি শেয়ার করলেন অনাগত সন্তানের বাবার! কে সে?

Ileana D'Cruz Boyfriend: ক্যাটরিনার ভাই নন, হবু মা ইলিয়ানা ছবি শেয়ার করলেন অনাগত সন্তানের বাবার! কে সে?

হবু সন্তানের বাবার সঙ্গে পরিচয় করালেন ইলিয়ানা ডিক্রুজ। 

অনেকেই ভেবে নিয়েছিলেন ক্যাটরিনা কাইফের ভাই-ই বুঝি ইলিয়ানা ডিক্রুজের সন্তানের বাবা। তবে সে ভুল ভাঙলেন অভিনেত্রী। ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের। 

‘বরফি’ খ্যাত অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজের মা হওয়ার খবর অবাক করেছিল অনেককেই। যার বড় একটা কারণ অবশ্যই ছিল অভিনেত্রীর সিঙ্গেল স্টেটাস। সন্তানের বাবা কে, তা নিয়েও উঠছিল একাধিক প্রশ্ন। আপাতত মা হতে চলার এই জার্নি চুটিয়ে উপভোগ করছেন তিনি। যার প্রমাণ রেখে যান মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়াতেও। তবে এবারে সন্তানের বাবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সকলের।

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ঝাপসা ছবি এর আগে নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছিলেন অভিনেত্রী। আলো আঁধারিতে তোলা ওই ছবিতে সেই পুরুষের মুখ ছিল অস্পষ্ট। মনের মানুষ সম্পর্কে ইলিয়ানা লিখেছিলেন, ‘মাঝেমধ্যে আমি ভুলে যাই যে আমার নিজের প্রতি আমার আরেকটু সহৃদয় হওয়া উচিত। সেই সময় এই সুন্দর মানুষটা আমাকে তা বুঝতে সাহায্য করে। যখন আমি ভেঙে পড়ি তখন সে আমাকে শক্ত করে ধরে রাখে আর চোখের জল মুছে দেয়। আমার মুখে হাসি ফোটাতে আমাকে জোকস শোনায়। আমাকে জড়িয়ে ধরে শান্ত করে। ও জানে আমার কী প্রয়োজন।’

অনেকেরই ধারণা হয়েছিল হয়তো ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ইলিয়ানা। কারণ মাঝে দুজনকে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। ক্যাটরিনার জন্মদিনের অন্তরঙ্গ পার্টিতে মলদ্বীতে অভিনেত্রীর বন্ধু এবং পরিবারের সঙ্গে হাজির ছিলেন ইলিয়ানা। তবে এবার ডেট নাইটের ছবি শেয়ার করে সে ভুল ভাঙলেন অভিনেত্রী।

<p><i>প্রেমিকের সঙ্গে ইলিয়ানা। </i></p>

প্রেমিকের সঙ্গে ইলিয়ানা। 

আপাতত, ইলিয়ানার প্রেমিকের পরিচয় জানা না গেলেও, এটি সেবাস্তিয়ান লরেন্ট মিশেলের ছবি নয়। বেশ খুশি-খুশিই ছবি তুলতে দেখা গেল ইলিয়ানাকে। তাঁদের অন্তরঙ্গতা আর ভালোবাসা ফ্রেমবন্দি করে তা নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে নিলেন ইলিয়ানা।

রণবীর কাপুর থেকে শাহিদ কাপুর, বরুণ ধাওয়ান, অজয় দেবগন-সহ একাধিক বলিউড তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ইলিয়ানা। কাজ করেছেন সাউথের ছবিতেও। তবে দীর্ঘদিন রুপোলি পর্দা থেকে দূরে আছেন। মাতৃত্বের পর হয়তো সেই দূরত্ব আরও বাড়বে। তবে সেসব নিয়ে ভাবছেন না মোটেও। কদিন আগে যখন এক ভক্ত তাঁকে ইনস্টাগ্রামে প্রশ্ন-উত্তর পর্বে বাড়তি ওজন নিয়ে প্রশ্ন করে তাতে জবাব দিয়েছিলেন, ‘প্রথমদিকে মাথায় সত্যি ওজন বাড়ার ব্যাপারটা ঘুরত। আমার মনে হয় এটার পিছনে কারণ ছিল লোক তোমার ওজন নিয়ে প্রশ্ন করেই ফেলে প্রেগন্যান্সি চলাকালীন। আপনি যখন ডাক্তারের কাছে যান ও প্রতিবার ওজন করা হয় তখনও এটা মাথার মধ্যে ঘুরতে থাকে। তবে সত্যি বলতে, আমার শরীরের এই বদলে যাওয়াকে আমি ভালোবেসে ফেলেছি।’

 

বায়োস্কোপ খবর

Latest News

১৫ নভেম্বর থেকে সোজা পথে শনির চলন, ৫ রাশির সময় বদলাবে, হবে চাকরি ‘পুজো একসঙ্গেই কাটবে! অষ্টমীতেও…’, রোহনের সঙ্গে কী প্ল্যান, জানালেন অঙ্গনা বিয়ের পাকা কথা অতীত! ইনস্টায় পরস্পরকে আনফলো, ফের প্রেম ভাঙল ফুলকির নায়কের? কিউয়িদের কাছে বিশাল ব্যবধানে হার…খাদের কিনারায় স্মৃতিরা! সেমির রাস্তা কতটা কঠিন? পুজোর কথা মাথায় রেখে আজ থেকে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি ‘এভাবে বিশ্বকাপ শুরু হবে আশা করিনি,’রবিবারের পাক ম্যাচের আগে বিপর্যস্ত হরমনপ্রীত আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন! ‘হাত পা ঠান্ডা হচ্ছে’, লিখলেন সুদীপ্তা ২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত দাম পেল সেই মাছ? ‘এটাই কামব্যাক ম্যাচ ছিল! পাওয়ালপ্লেতেই টার্গেট করে জিতেছি’! বললেন কিউয়ি অধিনায়ক নারী স্বাধীনতার মানে পতাকা নিয়ে রাস্তায় নেমে যাওয়া নয়: পাওলি দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.