বাংলা নিউজ > বায়োস্কোপ > Jacqueline Fernandez: আমেরিকা যাওয়ার অনুমতি জ্যাকলিনকে, কী কী শর্ত চাপাল দিল্লি কোর্ট?

Jacqueline Fernandez: আমেরিকা যাওয়ার অনুমতি জ্যাকলিনকে, কী কী শর্ত চাপাল দিল্লি কোর্ট?

আমেরিকা যাওয়ার অনুমতি জ্যাকলিনকে

Jacqueline Fernandez: আমেরিকা যাওয়ার ছাড়পত্র পেলেন জ্যাকলিন ফার্নান্দেজ। তবে পুরোটাই শর্তসাপেক্ষে। দিল্লি কোর্টের তরফে একাধিক শর্ত চাপানো হয়েছে জ্যাকলিনের উপর।

অবশেষে খানিক স্বস্তি পেলেন যেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। তাঁকে আমেরিকার সান ফ্রান্সিসকোতে যাওয়ার অনুমতি দিল দিল্লি পাতিয়ালা হাউজ কোর্ট। শনিবার তিনি এই ছাড়পত্র পান। জ্যাকলিন তাঁর কোম্পানি শো ব্লাস্ট এলএলসির প্রচারের জন্য আমেরিকায় যাবেন।

২০০ কোটি টাকা তছরুপের মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের। অভিনেত্রী ছাড়াও এই কেসের অন্যতম অভিযুক্ত হলেন সুকেশ চন্দ্রশেখর। এতদিন এই কেসের দরুন আমেরিকায় যাওয়ার অনুমতি পাননি তিনি। তবে গত শনিবার অর্থাৎ ৫ তারিখ দিল্লি কোর্টের বিশেষ জাজ শৈলেন্দ্র মালিক আগামী ৭ অগস্ট থেকে সান ফ্রান্সিসকোতে নিজের কোম্পানি ব্লাস্ট এলএলসির প্রচারের জন্য যাওয়ার অনুমতি দিলেন। তবে যতই তাঁকে কোর্ট আমেরিকা যাওয়ার অনুমতি দিক বিশেষ জাজ এও জানান যে ধরনের প্রচারমূলক অনুষ্ঠান ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেও করা যায়।

একই সঙ্গে দিল্লি কোর্ট তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেও, সেটায় কিন্তু একাধিক শর্ত চাপানো হয়েছে। জানানো হয়েছে ১ কোটির ফিক্সড ডিপোজিটের রিসিট জমা দিতে হবে অভিনেত্রীকে। একই সঙ্গে কোর্টকে তাঁকে তাঁর আমেরিকা ভ্রমণের সমস্ত বৃত্তান্ত দিয়ে যেতে হবে। অর্থাৎ জ্যাকলিন আমেরিকায় গিয়ে কবে কোথায় যাবেন, থাকবেন সবটাই কোর্টকে জানাতে হবে।

আরও পড়ুন: ‘আমাকে বলির পাঁঠা বানায়, বলে গোল্ড ডিগার’, আদালতে তুঙ্গে জ্যাকলিন-নোরার দ্বন্দ্ব

প্রসঙ্গত অভিনেত্রী ১০-২০ অগস্ট সেখানে এই প্রচারের কাজের জন্য যাবেন। তাই তিনি কোর্টের কাছে আবেদন করেন যাতে সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয় তাঁকে। সেই অনুমতি মঞ্জুর করলেও একই সঙ্গে এদিন দিল্লি কোর্টের তরফে জানানো হয়েছে আমেরিকান এম্ব্যাসি আবেদনকারীর গোটা কেসটা বিচার বিবেচনা করে দেখবে। কোর্ট এই বিষয়ে কিছুই করবে না। আমেরিকার এই কোম্পানি এবার বিচার করবে যে এই ধরনের প্রচারমূলক কাজ করার জন্য সেখানে জ্যাকলিনকে যেতে হবে নাকি সেটা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে সম্ভব।

বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিক রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল রবিতে বৃষ্টি হবে, সোমে ভারী বর্ষণ শুরু, মঙ্গল থেকে আরও বাড়বে, কোথায় সতর্কতা? মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল ৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত! ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল? 'পাপের ঘড়া উলটোয়, ২০ বছর সময় লাগল, সে লাগুক…',অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.