বাংলা নিউজ > বায়োস্কোপ > Jawan advance booking: নতুন রেকর্ড গড়ার পথে জওয়ান, ৫ লাখ টিকিট বিক্রি ইতিমধ্যে! সকাল ৬টার শো-ও হাউজফুল

Jawan advance booking: নতুন রেকর্ড গড়ার পথে জওয়ান, ৫ লাখ টিকিট বিক্রি ইতিমধ্যে! সকাল ৬টার শো-ও হাউজফুল

জওয়ানের ৫ লাখ টিকিট বিক্রি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। 

সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, জওয়ানের উদ্বোধনী দিনের ৫ লক্ষেরও বেশি টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে। নতুন রেকর্ড গড়ার পথে শাহরুখ খানের নতুন সিনেমা। 

আর মাত্র ১ দিনের অপেক্ষা। ৭ দিন বৃহস্পতিবার হলে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের অ্যাকশন মুভি জওয়ান। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান রবিবারের অগ্রিম বুকিং নিয়ে একটি আপডেট শেয়ার করেছেন টুইটারে। গত সপ্তাহে শুক্রবার খুলে দেওয়া হয় টিকিটের প্রি বুকিং উইন্ডো। কিছু সিনেমা হলে টিকিটের দাম উঠেছে আড়াই হাজার পর্যন্ত। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, জওয়ানের উদ্বোধনী দিনের ৫ লক্ষেরও বেশি টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে।

মনোবালা বিজয়বালান বক্স অফিস পরিসংখ্যান শেয়ার করে নিয়ে লিখলেন, ‘ZOOMS ভারতে ৫,০০,০০০ টিকেট বিক্রির মাইলফলক অতিক্রম করেছে। জাতীয় মাল্টিপ্লেক্সে জওয়ান অগ্রিম বুকিং... PVR - ১,১২,২৯৯, INOX - ৭৫,৬৬১, CINEPOLIS - ৪০,৫৭৭। মোট বিক্রিত টিকিট - ২.২৮,৫৩৮। আর আপাতত জওয়ানের মোট আয় ৯.০১ কোটি টাকা।’

বিভিন্ন শহরের ব্রেকআপও শেয়ার করে নিয়েছেন মনোবালা বিজয়বালান। লিখেছেন, ‘দেশে জুড়ে সমস্ত শহরের থিয়েটার - দিল্লি এনসিআরে টিকিট বিক্রি হয়েছে - ৩৯,৫৩৫ (১.৯১ কোটি), মুম্বাই - ৩৯,৬০০ ( ১.৫৭ কোটি), বেঙ্গালুরু - ৩৯,৩২৫ ( ১.৪২ কোটি), হায়দ্রাবাদ - ৫৮,৮৯৮ ( ১.৩৫ কোটি), কলকাতা - ৪০,০৩৫ ( ১.১৬ কোটি)। ভারত জুড়ে, সমস্ত থিয়েটারের টিকিট বিক্রি হয়েছে - ৫ লাখ ৭ হাজার ৭০০। যার মোট দাম ১৪.৪৭ কোটি।’

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শও জওয়ানের অগ্রিম বুকিং এবং বিভিন্ন শহরের মর্নিং শো সম্পর্কে টুইট করেছেন। তিনি লেখেন, ‘জওয়ান জাতীয় চেইনে দৃঢ় অগ্রগতি করছে, অ-জাতীয় চেইনের সিঙ্গেল স্ক্রিনের সিনেমা হলে অগ্রিম বুকিংয়ের স্টেটাসও অসাধারণ... দিল্লি, ইউপি, রাজস্থান, বিহারের মতো জায়গায় টিকিটের প্রচণ্ড চাহিদার কারণে সকাল ৬টার টিকিটও কিনতে শুরু করেছেন দর্শকরা।’

আশা রাখা হচ্ছে, বছরের শুরুতে মুক্তি পাওয়া পাঠানের মতো দুর্দান্ত ব্যবসা করবে জওয়ান-ও। আশা করা যাচ্ছে, বিশ্বব্যাপী ১০০ কোটি প্লাস ওপেনিং দেবে জওয়ান। আর মোট আয় ১০০০ কোটি ছাড়িয়ে যাবে বিশ্বব্যপী। জওয়ান ছবিতে বাবা-ছেলে, একইসঙ্গে দুই ভূমিকাতেই দেখা মিলবে বাদশার। ছবির ট্রেলার জুড়ে মারকাটারি অ্যাকশন, আর শিহরণ জাগানো সংলাপ। এই সিনেমায় শাহরুখের নায়িকা নয়নতারা। ভিলেন কালী অর্থাৎ বিজয় সেতুপতি। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এছাড়াও দেখা যাবে সানিয়া মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরার মতো তারকাদের। পরিচালনা অ্যাটলির। 

বন্ধ করুন