‘অপরাজিত’ যেন জিতুকে সত্যিই অপরাজিত করে তুলেছে। অনীক দত্তের ছবির পর কিছুদিনের বিরতি নিয়ে আবার পর্দার ফিরছেন তিনি। ইতিমধ্যেই তাঁর হাত ভর্তি বহু কাজ। তার মধ্যেই আরও একটি নতুন ছবির খবর প্রকাশ্যে এল। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘আমি আমার মতো’তে তাঁকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে তিনি আবারও জুটি বাঁধবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে।
জিতু সদ্যই ‘বাবুসোনা’ ছবির শুটিং সেরে দেশে ফিরেছেন। এই ছবির শুটিং লন্ডনে হয়েছে। এবার তিনি আবারও উড়ে যাবেন সেই দেশে। কারণ কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবির প্লটও সেই দেশেরই।
আমি আমার মতো ছবিতে জিতু এবং শ্রাবন্তী ছাড়াও দেখা যাবে রজতাভ দত্তকে। এই ছবিতে রজতাভ তাঁর বাবার চরিত্রে অভিনয় করবেন। আর অভিনেতার প্রেমিকার চরিত্রে থাকবেন শ্রাবন্তী। তাঁর চরিত্রের নাম সায়নী। তাঁরা দুজন বিদেশে কাজ করেন। আর রসিকলাল ওরফে রজতাভ দেশেই থাকেন। তাঁর স্ত্রী গত হয়েছেন। স্ত্রীর একটা জিনিস খুঁজতেই তিনি মূলত সেখানে যান। আর সেখানে গিয়েই পিতা পুত্রের মধ্যে দ্বন্দ্ব বাঁধে।
প্রেমিকাকে নিয়ে লিভ ইন করে জিতু ওরফে উপল। পুরনো এবং নতুন প্রজন্মের ভাবনা, মূল্যবোধ মিল খায় না। ফলে সম্পর্কে চিড় ধরে। সংঘাত বাঁধে দুজনার। অবশেষে কী করে বাবার মন ফিরে পান জিতু, সেখানে শ্রাবন্তীর ভূমিকা কী আর কতটা থেকে সেটাই দেখা যাবে এখানে।
আমি আমার মতো ছবিটা মূলত বাবা ছেলের গল্প বলবে, তাঁদের ঘিরে গল্প এগোবে। জুলাই মাস থেকে শুরু হচ্ছে এই ফ্যামিলি ড্রামার শুটিং। ৬ জুলাই টিম পাড়ি দিচ্ছে বিদেশে।
তবে কেবল আমি আমার মতো নয়। জিতুর হাতে এখন ভরপুর কাজ। সদ্যই তিনি অংশুমান প্রত্যুষের ‘বাবুসোনা’র শুটিং সেরে এলেন। তিনি অংশুমানের পরিচালনায় আরও একটি ছবি করছেন ঋতাভরীর সঙ্গে। এছাড়া তাঁকে জিৎ প্রযোজিত ছবি ‘মানুষ’-এও দেখা যাবে। ‘অরণ্যের দিনরাত্রি’ নামক একটি ছবিতেও কাজ করবেন তিনি। তবে সবার আগে কাজ সারবেন কমলেশ্বর মুখোপাধ্যায়ের এই ছবির।
প্রসঙ্গত কমলেশ্বর মুখোপাধ্যায় সদ্যই তাঁর নতুন ছবি ‘একটু সরে বসুন’ -এর শুটিং শেষ করলেন। সেখানে ঋত্বিক চক্রবর্তী, ইশা সাহা, প্রমুখকে দেখা যাবে।