KBC-15-এ কিডস জুনিয়র উইক। যেখানেই ৮-১৫ বছরের কিশোর-কিশোরীরা Big B-র সামনে প্রতিযোগী হয়ে আসছেন। এমনই এক পর্বে অমিতাভ বচ্চনের সামনে হট সিটে দেখা যাবে মাত্র ৮ বছর বয়সী বিরাট আইয়ারকে। যে শিশুর মা বলেন, ‘ওর স্মৃতিশক্তি অন্য শিশুদের তুলনায় একটু বেশি। যখন ওর বয়স মাত্র ৬ মাস, তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে ওর পর্যবেক্ষণ দক্ষতা ঈশ্বর প্রদত্ত।’ KBC-তে বিরাট আইয়ারকে নিয়ে একটা ভিডিয়োও চালানো হয়, যেখানে শিক্ষকরা বলেন, যে বিরাট স্কুলের ‘গুগল বয়’। গান ও দাবায় দুটোতেই নাকি দারুণ ছোট্ট এই বিরাট আইয়ার।
৮ বছর বয়সী বিরাটকে দেখে বিস্মিত বিগ বি
'কৌন বনেগা ক্রোড়পতি 15'-এর সাম্প্রতিক পর্বে, অমিতাভ বচ্চন বিরাট আইয়ারকে দেখে মুগ্ধ হন। BIG B খুদে বিরাটকে বিরাট কোহলির কথা মনে করিয়ে দেন। বিরাট তখন বিগ বিকে বলেন, ‘আমি বড় হয়ে দাবাতে গ্র্যান্ড মাস্টার হতে চাই।’
শো চলাকালীনই বিরাটের পছন্দ-অপছন্দ নিয়ে একটি রিপোর্ট কার্ড দেখানো হয়। যেখানে জানা যায় বিরাটের বয়স মাত্র ৮ বছর, সে তৃতীয় শ্রেণির ছাত্র। বিরাটের মা বিগ বি-কে বলেন যে তাঁর ছেলে ২০২০-তে গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড জিতেছে৷ তিনি জানান, নোবেল শান্তি বিজয়ী শ্রী কৈলাশ সত্যার্থী এবং ডক্টর কিরণ বেদীর কাছ থেকে পুরস্কারটি পেয়েছিল তাঁর ছেলে বিরাট৷
KBC-তে ১,৬০,০০০ টাকার প্রশ্নটি পর্দায় ফুটে ওঠে। এটা ছিল ২০২৩ সালে ক্রিস্টোফার হিপকিন্স কোন দেশের প্রধানমন্ত্রী হন? বিগ বি-উত্তরের অপশন দেওয়ার আগেই বিরাট বলেন, ‘নিউজিল্যান্ডের যে কোনও বিকল্পে আপনি উত্তর লক করতে পারেন।’ এমন উত্তরে এতে বিগ বি বিমুগ্ধ হয়ে পড়েন এবং তিনি রসিকতা করেন, ‘কেন যে আমার প্রয়োজন হয়। আমার খেলা ছেড়ে দেওয়া উচিত।’ উত্তরে বিরাট মিষ্টি করে বলে, 'আপনাকে ছাড়া এই খেলাটাই অসম্পূর্ণ।'
আরও পড়ুন-'আলোর কোলে'র হাত ধরে ফের একবার বাংলা সিরিয়ালের দুনিয়ায় ফিরছেন প্রসেনজিৎ, কেমন সেই গল্প?
আরও পড়ুন-'মাকে হারিয়েছি, দেখা করতে টাইম ট্রাভেল করতে চাই', ১১ বছরের প্রতিযোগীর কথায় বাকরুদ্ধ Big B
বিরাটের বুদ্ধি আর জ্ঞান দেখে বিরাটের বাবা-মাকে বিগ বি জিজ্ঞেস করলেন, ‘আপনারা ওকে কী খাওয়ান?’ এমন প্রশ্নে শ্রোতাদের মধ্যে থেকে কেউ একজন চিৎকার করে বলে উঠে, ‘বাদাম।’ অমিতাভ তখন বলেন, ‘আমার বয়স ৮২। আমি ৮০ বছর ধরে বাদাম খেয়েছি, কিন্তু আমার এই ধরনের জ্ঞান নেই।’
প্রসঙ্গত, বিরাট ২৫ লক্ষ টাক জিতে পর্বটি শেষ করেছেন। তিনি এখন আসন্ন পর্বে একজন রোলওভার প্রতিযোগী হবেন। পরের পর্বে ১ কোটির জন্য প্রশ্নের মুখোমুখি হবে বিরাট। যেটা তাঁর কাছে একটু কঠিনই ছিল। তবে খেলা ছাড়তে রাজি হয়নি বিরাট। যদিও শেষপর্যন্ত ভুল উত্তর দেওয়ায় মাত্র ৩ লক্ষ ২০ হাজার টাকা নিয়েই বাড়ি ফিরতে হয় তাঁকে।