বিজেপি নেত্রী নবনীত রানা ২০১৩ সালে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন নেতা আকবরউদ্দিন ওয়াইসির করা উস্কানিমূলক একটি বক্তব্যের প্রসঙ্গ উল্লেখে করে কার্য়ত ওয়াইসি ভাইদের হুঁশিয়ারি দিয়েছেন। তাদের শক্ত ঘাঁটি হায়দরাবাদে ওয়াইসি ভাইদের প্রতি প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘পুলিশকে সরিয়ে দেওয়া হলে বা সরে দাঁড়াতে বাধ্য করা হলে আমাদের ১৫ সেকেন্ড সময় লাগবে’। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান বলেছেন, নবনীত রানার বক্তব্য ইঙ্গিত দেয় যে তিনি অমরাবতীতে লোকসভা নির্বাচনে হেরে যেতে চলেছেন। ২০১৩ সালে এক সভায় আকবরউদ্দিন ওয়াইসি '১০০ কোটি হিন্দু'কে হুঁশিয়ার করে বলেছিলেন, ১৫ মিনিটের জন্য পুলিশ তুলে নিলে তারা কী করতে পারে, তা দেখিয়ে দেবে তাঁর সম্প্রদায়।
এআইএমআইএম নেতার বক্তব্য উদ্ধৃত করে নভনীত রানা, যিনি এবার বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি বলেন, 'ছোট ভাই বলছে ১৫ মিনিটের জন্য পুলিশকে সরিয়ে দাও, যাতে আমরা তাদের দেখাতে পারি যে আমরা কী করতে পারি'। আমি ছোট ভাইকে (আকবরউদ্দিন) বলতে চাই যে আপনার ১৫ মিনিট সময় লাগতে পারে, কিন্তু আমাদের সময় লাগবে মাত্র ১৫ সেকেন্ড... সামনে এলে আমাদের ১৫ সেকেন্ড সময় লাগবে।
হায়দরাবাদ লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির বিরুদ্ধে বিজেপি প্রার্থী মাধবী লতার হয়ে প্রচার করছিলেন নবনীত রানা। আসাদউদ্দিন ২০০৪ সাল থেকে হায়দরাবাদ থেকে নির্বাচিত প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি পূর্বতন অবিভক্ত অন্ধ্রপ্রদেশ থেকে দু'বার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
বিজেপি নেতার মন্তব্যের প্রতিক্রিয়ায় ওয়ারিস পাঠান বলেন, 'নবনীত রানা বুঝতে পেরেছেন যে তিনি অমরাবতীতে নির্বাচনে হারতে চলেছেন। আনন্দ রাজ আম্বেদকর, যাঁর দলের সমর্থন রয়েছে, তিনি জিততে চলেছেন। তিনি হতবাক, আর সেই কারণেই তিনি এসব বলছেন। পুলিশ বা নির্বাচন কমিশন এখনও কোনও ব্যবস্থা নেয়নি কেন? ওরা (বিজেপি) মেরুকরণ ও সাম্প্রদায়িক বিভেদের চেষ্টা করছে।
মাধবী লতার হয়ে প্রচারে নভনীত রানার 'পাকিস্তান' মন্তব্য
মাধবী লতাকে 'সিংহী' আখ্যা দিয়ে নভনীত রানা বলেন, হায়দরাবাদকে পাকিস্তানে পরিণত হওয়া থেকে আটকাবেন এবং রাজ্যের উন্নয়নে কাজ করবেন।
তিনি বলেন, 'মাধবী লতা যেভাবে সিংহীর মতো পারিবারিক ঘাঁটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এমনকি কংগ্রেসও এআইএমআইএমকে সমর্থন করার জন্য একজন ডামি প্রার্থী দাঁড় করাচ্ছে - আমার মনে হয় ওয়েইসির অন্য কোথাও থেকে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত এবং আসল শক্তি কী তা দেখা উচিত। মাধবী লতা ভারতের সঙ্গে থাকা মানুষের কাছ থেকে যে ধরনের সমর্থন পাচ্ছেন- তারা সবাই এবার মাধবী লতাকে ভোট দেবেন। আমি আশা করি ভোট হলে মাধবী লতা অবশ্যই হায়দরাবাদকে পাকিস্তানে পরিণত হওয়া থেকে বিরত রাখবেন এবং সংসদের মাধ্যমে হায়দরাবাদের উন্নয়নের জন্য কাজ করবেন।
রানার বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বলেন, '২০১৪ সালে নরেন্দ্র মোদী আচমকাই নওয়াজ শরিফের বাড়িতে যান। ওটা কি ছিল? তারা মনে করেন ভারতের সব মুসলমানই পাকিস্তানি। আরএসএসের এই মতাদর্শকে পরাজিত করতে হবে। তারা ভারতের বহুত্ববাদ ও বৈচিত্র্যকে ঘৃণা করে...'
(পিটিআই, এএনআই সূত্রে খবর)