বাংলা নিউজ > বায়োস্কোপ > Khorkuto: বরের হাতে কিডন্যাপ হয়ে দারুন খুশি গুনগুন! টুপি পরাচ্ছে ড্যাডিকেই

Khorkuto: বরের হাতে কিডন্যাপ হয়ে দারুন খুশি গুনগুন! টুপি পরাচ্ছে ড্যাডিকেই

সৌজন্যর বাড়িতে ফিরে খুশি গুনগুন। 

ফের একবার হাসির রোল ‘খড়কুটো’য়। গল্প মনে ধরছে দর্শকেরও। 

যাক বাবা শান্তি। শ্বশুরবাড়ির সবার সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে গুনগুনের। আর শান্তি পেয়েছে ‘খড়কুটো’র দর্শকও। পটকা অ্যান্ড কোম্পানির দ্বারা কিপন্যাপ হয়ে শ্বশুরবাড়িতে এসে বেশ খুশি সে। আসলে ড্যাডির বিরোধিতা করতে না পারলেও সে মনে মনে মিস করছিল পরিবারকে। বিশেষ করে সৌজন্য আর পুচুসোনাকে। 

‘খড়কুটো’র ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, সৌজন্যর বাড়িতে থাকতে-থাকতেই তার কাছে আসে ড্যাডির ফোন। চিন্তিত কৌশিকবাবু মেয়ের কাছে জানতে চান এত দেরি করে বাড়ি ফেরার কারণ। এখন কোথায় আছে সে! আর ড্যাডিকে ঢপ দিয়ে গুনগুন জানায় সে আছে স্বর্ণালী নামের এক বন্ধুর বাড়িতে। যার বাড়ি বালিগঞ্জ।

শুধু তাই নয়, নিজের ঘরে গিয়ে আলাদা করে সৌজন্যর সঙ্গে বসে প্ল্যান করে এবার থেকে ইউনিভার্সিটি বাঙ্ক করে সে আর বাবিন বাইরে দেখা করবে। যাতে সায় দেয় বাবিনও। আর বাড়ির সকলে বরাবরের মতো ঘরের বাইরে থেকে আড়ি পেতে শোনে তাঁদের প্ল্যান।

শুধু তাই নয়, নিজের ঘরে গিয়ে আলাদা করে সৌজন্যর সঙ্গে বসে প্ল্যান করে এবার থেকে ইউনিভার্সিটি বাঙ্ক করে সে আর বাবিন বাইরে দেখা করবে। যাতে সায় দেয় বাবিনও। আর বাড়ির সকলে বরাবরের মতো ঘরের বাইরে থেকে আড়ি পেতে শোনে তাঁদের প্ল্যান। |#+|

শেষ মাসে গুনগুনের জা মিষ্টির মেয়ে পুচুসোনাকে নিয়ে ঝামেলায় লেগেছিল পরিবারে। মেয়ের প্রতি গুনগুনের আধিপত্য মেনে নিতে পারেনি মিষ্টি। গুনগুনকে ভুল বুঝেছিল বাবিন ও তাঁর পরিবারও। যার ফলে কৌশিকবাবু মেয়েকে নিয়ে যায় নিজের কাছে। এবং জানিয়ে দেয় এবার নিজের লেখাপড়া শেষ করবে গুনগুন। চাকরি করবে। আর আলাদা হয়ে যাবে সৌজন্যর থেকে। আর কখনও ওই বাড়িতে সে ফিরবে না!

বায়োস্কোপ খবর

Latest News

মহিলা ডাক্তারকে হুমকির অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে! কোথায় ঘটল? Axis, HDFC ব্যাঙ্ককে আর্থিক জরিমানা করল RBI, কারণটা জেনে নিন 'ময়নাতদন্ত করতে দেব না'! চিকিৎসককে হুমকি রোগীর পরিবারের ‘পাবলিক মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবেন কেন?’ নামানো হয়নি নির্দিষ্ট স্টেশনে, প্রৌঢ়ের মৃত্যুতে রেলের গাফিলতি, অভিযোগে বিক্ষোভ অটো-টোটোর দাপটে নিশ্চিহ্ন হয়ে যেতে বসেছে বহু রুট, পদক্ষেপের আর্জি বাস মালিকদের ২০২৩ বিশ্বকাপ ঘিরে টাকার বৃষ্টি হয়েছে ভারতে, হাজার কোটির প্রভাব অর্থনীতিতে: ICC সুকন্যার জামিনে মুক্তির খবরে নানুরে পাত পেড়ে চলল মাংস-ভাত! উদ্যোক্তা কে? ঘূর্ণাবর্তে ভাসবে বাংলা, ২ জেলায় কাল ভারী বৃষ্টি, শুক্রে ১৪টিতে, কোথায় ঝড় উঠবে? ‘তুমিই আমায় বারবার...’, বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে অর্জুনের বাহুডোরে আবদ্ধ সৃজা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.