পুজোয় আসছে 'জঙ্গলে মিতিন মাসি'। তবে সে ছবির শ্যুটিং শেষ, টিজারও বের হয়েছে। তাই আপাতত ছুটির মেজাজে দিন কাটছে পর্দার 'মিতিন মাসি কোয়েল'-এর। আপাতত কোয়েল ইতালিতে। প্রযোজক স্বামী নিসপাল সিং রানে ও ছেলে কবীরকে নিয়ে সেখানেই ছুটি কাটাচ্ছেন।
কালো রং-এর শর্ট ড্রেসে ইতালির রাস্তায় ঘুরতে দেখা গিয়েছে কোয়েল মল্লিককে। আর নিসপাল সিং-কে দেখা গিয়েছে আকাশি রঙের টি-শার্ট ও সাদা প্যান্টে। খোশ মেজাজেই ধরা দিয়েছেন দুজনে। তবে কোয়েলে ছেলে কবীরের ছবি পোস্ট করেননি। ইতালিতে ছুটি কাটানো ভিডিয়ো পোস্ট করে কোয়েল বেশকিছু হ্য়াজট্যাগ দিয়েছেন। যেখানে রয়েছে #Europetrip2023 #italy #Florence #traveldiaries #love #life।
আরও পড়ুন-শাহরুখে মন মজেছে, 'জওয়ান'-এর থেকেও বড় কিছু আনছেন অ্যাটলি!
আরও পড়ুন-অসুস্থ সন্দীপ রায়, চেন্নাইয়ে আটকে টিম ফেলুদা, থমকে গেল ‘নয়ন রহস্য’র শ্যুটিং
প্রসঙ্গত কোয়েলকে ইতালির যেখানে বেড়াতে দেখা যাচ্ছে সেখানেই তিনি একসময় সুরিন্দর ফিল্মসের 'পাগলু' ছবির 'এসেছি তোকে নিয়ে ফিরব বোলে' গানের শ্যুটিং করেছিলেন। ছবিতে কোয়েলের বিপরীতে দেখা গিয়েছিল দেবকে। কোয়েলের পোস্টে বহু অনুরাগী সেকথা লিখেছেন, একজন লিখেছেন, ‘দিদি তোমায় দেখে মনে পড়ছে সেই পুরনো গান এসেছি তোকে নিয়ে ফিরব বোলে-র কথা।’ আরও একজন লিখেছেন, ‘OMG- পাগলুর সেই গানটার কথা মনে আছে?’ আরও একজন প্রশ্ন করেছেন, ‘তোমায় কিউট লাগছে, তবে কবীর কোথায়?’ কেউ আবার কোয়েলকে 'গর্জাস লেডি' বলে উল্লেখ করেছেন। অনেকেই কোয়েলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।
আরও পড়ুন-'জঙ্গলে মিতিন মাসি', অ্যাকশন দৃশ্যে কোয়েল, বাবা রঞ্জিৎ মল্লিকের সঙ্গে এল তুলনা
এদিকে সম্প্রতি সামনে এসেছে কোয়েলের পুজোর ছবি 'জঙ্গলে মিতিন মাসি' ছবির টিজার। যেখানে কোয়েলে রণং দেহি মেজাজে দেখা গিয়েছে। তাঁকে অপরাধীদের কলার ধরে বলতে শোনা গিয়েছে ‘কোথায় থামতে হবে না জানলে, যাঁরা জানে না, তাঁদের কলার ধরে থামাতে হয়।’
সম্প্রতি মুক্তি পাওয়া মিতিন মাসির অফিসিয়াল টিজারে প্রায় পুরোটাই রয়েছে জঙ্গলের দৃশ্য। টিজারটি শেয়ার করে লেখা হয়েছে, ‘আসছে আবার দুর্গা পুজো/বাজবে কাঁসর ঘণ্টা।/মা আসছে ঘরে ঘরে/আনন্দ যে আর না ধরে -/তবে হবে এবার আরও মজা/মাতব পুজোয় আমরা সবাই/স্বপরিবারে দেখতে যাবোই/এবার পুজোয় মিতিন মাসি…।’ এদিকে টিজার দেখে অনেকেই আবার কোয়েলের অ্যাকশনের সঙ্গে তাঁর বাবা, একসময়ের বাংলা ছবির অ্যাকশন হিরো রঞ্জিৎ মল্লিকের তুলনা টেনেছেন।