বাংলা নিউজ > বায়োস্কোপ > Koel Mallick: 'জঙ্গলে মিতিন মাসি', অ্যাকশন দৃশ্যে কোয়েল, বাবা রঞ্জিৎ মল্লিকের সঙ্গে এল তুলনা

Koel Mallick: 'জঙ্গলে মিতিন মাসি', অ্যাকশন দৃশ্যে কোয়েল, বাবা রঞ্জিৎ মল্লিকের সঙ্গে এল তুলনা

অ্যাকশনে কোয়েল, তুলনা রঞ্জিৎ মল্লিকের সঙ্গে…

এবার জঙ্গলে অভিযানে নামতে দেখা যাবে মিতিন মাসিকে। লক্ষ্য একটাই, চোরা শিকারিদের পাকড়াও করা। ছবির টিজারে তাই অ্যাকশন মোডে পাওয়া গেল মিতিন মাসি কোয়েলকে। 'জঙ্গলে মিতিন মাসি' টিজার দেখে অনেকেই আবার কোয়েলের অ্যাকশনের সঙ্গে তাঁর বাবা, একসময়ের বাংলা ছবির অ্যাকশন হিরো রঞ্জিৎ মল্লিকের তুলনা টেনেছেন।

‘কোথায় থামতে হবে না জানলে, যাঁরা জানে না, তাঁদের কলার ধরে থামাতে হয়।’ ফের একবার রণংদেহি মেজাজে ধরা পড়লেন কোয়েল মল্লিক। এবার জঙ্গলে অভিযানে নামতে দেখা যাবে মিতিন মাসিকে। লক্ষ্য একটাই, চোরা শিকারিদের পাকড়াও করা। ছবির টিজারে তাই অ্যাকশন মোডে পাওয়া গেল মিতিন মাসি কোয়েলকে।

শনিবার মুক্তি পাওয়া মিতিন মাসির অফিসিয়াল টিজারে প্রায় পুরোটাই ছিল জঙ্গলের দৃশ্য। টিজারটি শেয়ার করে লেখা হয়েছে, ‘আসছে আবার দুর্গা পুজো/বাজবে কাঁসর ঘণ্টা।/মা আসছে ঘরে ঘরে/আনন্দ যে আর না ধরে -/তবে হবে এবার আরও মজা/মাতব পুজোয় আমরা সবাই/স্বপরিবারে দেখতে যাবোই/এবার পুজোয় মিতিন মাসি…।’ এদিকে টিজার দেখে অনেকেই আবার কোয়েলের অ্যাকশনের সঙ্গে তাঁর বাবা, একসময়ের বাংলা ছবির অ্যাকশন হিরো রঞ্জিৎ মল্লিকের তুলনা টেনেছেন।

আরও পড়ুন-আধুনিক কিছু বাড়ি হয়েছে, তবে কলকাতা আর তার রাস্তার গর্তগুলো একই রকম আছে: শর্মিলা

থ্রিলার ছবি বানাতে সিদ্ধহস্ত পরিচালক অরিন্দম শীল। এর আগে সুচিত্রা ভট্টাচার্যের গল্প 'হাতে মাত্র তিনদিন' অবলম্বনে 'মিতিন মাসি'। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনার ২০১৯-এ মুক্তি পেয়েছিল কোয়েল মল্লিক অভিনীত এই ছবি। আর এবার 'সারান্ডায় শয়তান' গল্প থেকে অনুপ্রাণিত 'জঙ্গলে মিতিন মাসি'। এর আগে এলিফ্যান্ট ডে-তে ছবির পোস্টার লঞ্চ করা হয়েছিল চিড়িয়াখানায়। ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে পুজো, এবার ঠিক আগেই মুক্তি পাবে ‘মিতিন মাসি’ ছবিটি। তবে এবার পুজোয় একাধিক ছবি আসছে। তালিকায় 'জঙ্গলে মিতিন মাসি' ছাড়াও রয়েছে 'রক্তবীজ', ‘বাঘাযতীন’, ‘দশম অবতার’। তবে কোন ছবি কাকে কতটা টক্কর দেয় সেটা সময়ই বলবে। 

অরিন্দম শীলের 'জঙ্গলে মিতিন মাসি'তে কোয়েল ছাড়াও রয়েছেন শুভ্রজিৎ দত্ত, কমলিকা বন্দ্য়োপাধ্যায়, লেখা চট্টোপাধ্যায়, সামিউল আলম, পায়েল রায়, অরিজিৎ দত্ত।  ছবির সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগেব অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় বাড়তি জোর, ইলেকট্রিক সাইকেলে কলকাতা পুলিশ ষষ্ঠীর সাজে ঝলমলে কাজল, গল্প জুড়লেন বোনের সঙ্গে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.