‘কোথায় থামতে হবে না জানলে, যাঁরা জানে না, তাঁদের কলার ধরে থামাতে হয়।’ ফের একবার রণংদেহি মেজাজে ধরা পড়লেন কোয়েল মল্লিক। এবার জঙ্গলে অভিযানে নামতে দেখা যাবে মিতিন মাসিকে। লক্ষ্য একটাই, চোরা শিকারিদের পাকড়াও করা। ছবির টিজারে তাই অ্যাকশন মোডে পাওয়া গেল মিতিন মাসি কোয়েলকে।
শনিবার মুক্তি পাওয়া মিতিন মাসির অফিসিয়াল টিজারে প্রায় পুরোটাই ছিল জঙ্গলের দৃশ্য। টিজারটি শেয়ার করে লেখা হয়েছে, ‘আসছে আবার দুর্গা পুজো/বাজবে কাঁসর ঘণ্টা।/মা আসছে ঘরে ঘরে/আনন্দ যে আর না ধরে -/তবে হবে এবার আরও মজা/মাতব পুজোয় আমরা সবাই/স্বপরিবারে দেখতে যাবোই/এবার পুজোয় মিতিন মাসি…।’ এদিকে টিজার দেখে অনেকেই আবার কোয়েলের অ্যাকশনের সঙ্গে তাঁর বাবা, একসময়ের বাংলা ছবির অ্যাকশন হিরো রঞ্জিৎ মল্লিকের তুলনা টেনেছেন।
আরও পড়ুন-আধুনিক কিছু বাড়ি হয়েছে, তবে কলকাতা আর তার রাস্তার গর্তগুলো একই রকম আছে: শর্মিলা
থ্রিলার ছবি বানাতে সিদ্ধহস্ত পরিচালক অরিন্দম শীল। এর আগে সুচিত্রা ভট্টাচার্যের গল্প 'হাতে মাত্র তিনদিন' অবলম্বনে 'মিতিন মাসি'। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনার ২০১৯-এ মুক্তি পেয়েছিল কোয়েল মল্লিক অভিনীত এই ছবি। আর এবার 'সারান্ডায় শয়তান' গল্প থেকে অনুপ্রাণিত 'জঙ্গলে মিতিন মাসি'। এর আগে এলিফ্যান্ট ডে-তে ছবির পোস্টার লঞ্চ করা হয়েছিল চিড়িয়াখানায়। ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে পুজো, এবার ঠিক আগেই মুক্তি পাবে ‘মিতিন মাসি’ ছবিটি। তবে এবার পুজোয় একাধিক ছবি আসছে। তালিকায় 'জঙ্গলে মিতিন মাসি' ছাড়াও রয়েছে 'রক্তবীজ', ‘বাঘাযতীন’, ‘দশম অবতার’। তবে কোন ছবি কাকে কতটা টক্কর দেয় সেটা সময়ই বলবে।
অরিন্দম শীলের 'জঙ্গলে মিতিন মাসি'তে কোয়েল ছাড়াও রয়েছেন শুভ্রজিৎ দত্ত, কমলিকা বন্দ্য়োপাধ্যায়, লেখা চট্টোপাধ্যায়, সামিউল আলম, পায়েল রায়, অরিজিৎ দত্ত। ছবির সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ।