শাহরুখের সঙ্গে জুটি বেঁধে বলিউডে পা রাখতেই মিলেছে সাফল্য। আপাতত অ্যাটলির বানানো 'জওয়ান'-এ মজে রয়েছেন দেশ-বিদেশের সিনেমাপ্রেমীরা। এই সুবাদে শাহরুখকে নিয়ে আরও বড়কিছু বানানোর স্বপ্ন দেখছেন অ্যাটলি কুমার। আপাতত ‘বাদশা’ মন মজেছে তাঁর।
শাহরুখকে নিয়ে ঠিক কী বলছেন অ্যাটলি?
পরিচালক অ্যাটলির কথায়, তিনি শাহরুখ খানের সব সিনেমা দেখেছেন। লক্ষ লক্ষ SRK ভক্তদের মধ্যে তিনিও একজন। হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে অ্যাটলি বলেন যে তিনিও একজন এসআরকে ভক্ত। শাহরুখকে একজন রোম্যান্টিক মানুষ হিসাবে দেখেন। শাহরুখের ডর, বাজিগর এবং ডনের মতো ছবিতে খলনায়ক হিসাবে এবং চক দে ইন্ডিয়া, স্বদে, হে রাম-এর মতো ছবিতে দেশপ্রেমিক হিসাবে দেখতে তাঁরা ভালো লেগেছে। অ্যাটলির কথায়, ‘আমি যে ছবির কথা বললাম, জওয়ান-এ এই প্রত্যেকটি বিষয়ই রয়েছে। আমি ওঁর সব দেখেছি, কোনো কারণ ছাড়াই। টেলিভিশনে বা ওটিটিতেও যদি ওঁর কোনো ছবি আসে তাহলেও আমি দেখব। আমি অনেক অল্প বয়সেও ওঁর বহু ছবি দেখেছি। যখন বড় হচ্ছি, তখন চক দে দেখলাম! আমি শুধু ওকে ভালোবাসি, কোনও কারণ ছাড়াই। উনি যাই করুন, আমি দেখব।’
আরও পড়ুন-‘টাবুতে মুগ্ধ, প্রেমে পড়ে গিয়েছি’, অকপট বাঁধন, হয়েছে উপহার দেওয়া-নেওয়া
আরও পড়ুন-‘উনি আমায় কখনও ফোন করেন না, ডাকেনও না’, বনশালির ব্যবহারে দুঃখ পেয়েছেন করণ!
আরও পড়ুন-রামকমলের পার্টিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ইমনরা, আড্ডা জমল চূর্নী-রূপার!
অ্যাটলি বলেন, প্রথমদিকে শাহরুখ তাঁকে তাঁর নিজস্ব ঘরানার ছবি বানাতে বলেছিলেন। তাই অ্যটলির কথায়, ‘শাহরুখের পরিচয় কিং অফ রোম্যান্স হিসাবে। তাই আমি ওঁকে নিয়ে রোম্যান্টিক কমেডি রাজা-রানি ধরনের ছবি বানাব ভেবেছিলাম। তবে আমি অবাক হই যখন উনি আমায় বলেন, আমার নিজস্ব ঘরনা মাস এন্টরটেইনমেন্টের উপর ছবি বানাতে বললেন। তাই ওঁকে আমার ঘরানার ছবিতে কাজ করাতে হলে আমায় দারুণ কিছু করতেই হত। আজ মানুষ সিনেমাহলে গিয়ে যা কিছু উপভোগ করছেন, আমার যে প্রশংসা করছেন, এসবই আমাকে শাহরুখ স্যারের দেওয়া।’
অ্যাটলি আরও এক সাক্ষাৎকারে বলেন, ‘শাহরুখ স্যার যখন আমাকে তাঁর সাথে একটি ছবি করতে বললেনন, তখন সেটা যে কোনও পরিচালকের কাজে সারাজীবনের জন্য একটা বড় সুযোগ ছিল। আমি খান স্যারের কাছ থেকে অনেক কিছু শিখেছি, ধৈর্য ধরে, সবকিছু ঠিকঠাক করে ছবিটিকে পরবর্তী ধাপে নিয়ে যেতে শিখেছি। এরপরের ছবিতে আমি আরও বেশি এনার্জি দিয়ে, আরও বড় কিছু করব।’