'হত্যাপুরী' সন্দীপ রায়ের হাত ধরে আসছে নতুন ফেলুদা। ছবির নাম ‘নয়ন রহস্য’। ইতিমধ্যেই কলকাতার ছবির শ্যুটিং শেষ করে চেন্নাই-এর উড়ে গিয়েছে সন্দীপ রায়ের টিম 'ফেলুদা'। তবে হঠাৎই থমকে গেল ‘নয়ন রহস্য'র শ্যুটিং। চেন্নাইয়ে গিয়ে জ্বরে কাবু পরিচালক সন্দীপ রায়। এদিকে বৃহস্পতিবারই টিম 'ফেলুদা'র চেন্নাই থেকে মহাবলীপুরমের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল।
জানা যাচ্ছে, সন্দীপ রায় অসুস্থ হয়ে পড়ায় আপাতত স্থগিত ছবির শ্যুটিং। তবে সন্দীপ রায়ের ছবির 'লালমোহন গাঙ্গুলি' অভিজিৎ গুহ জানাচ্ছেন, 'সন্দীপ রায়ের শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই উন্নতি হচ্ছে। এখন তিনি বেশকিছুটা ভালো আছেন। আমরা হয়ত আগামীকাল(শুক্রবার) মহাবলীপুরমের উদ্দেশ্যে রওনা দেব।'
আরও পড়ুন-ভীষণ জ্বর, ডেঙ্গি হল নাকি? অনুরাগীদের প্রশ্নে মুখ খুললেন রুক্মিণী মৈত্র
আরও পড়ুন-এই ছবিতে রয়েছেন বলিউডের নামী এক অভিনেতা, দেখুন তো চিনতে পারেন কি?
আরও পড়ুন-রামকমলের পার্টিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা, ইমনরা, আড্ডা জমল চূর্নী-রূপার!
আরো পড়ুন-শাহরুখে মন মজেছে, 'জওয়ান'-এর থেকেও বড় কিছু আনছেন অ্যাটলি!
সত্যজিৎ রায়ের লেখা ‘নয়ন রহস্য’ গল্পর উপর ভিত্তি করে এই ছবি তৈরি করবেন পরিচালক সন্দীপ রায়। ছবির নাম গল্পের নামেই রাখা হচ্ছে। সন্দীপ রায়ের হাত ধরে ফেলুদা হিসেবে আবারও একবার ধরা দেবেন ইন্দ্রনীল সেনগুপ্ত, তোপসে হয়ে ধরা দেবেন আয়ুষ দাস। অর্থাৎ সন্দীপ রায়ের আগের ছবির টিম ফেলুদাই থাকছে নয়ন রহস্য ছবিতে।
প্রসঙ্গত, গতবছর (২০২২) ‘হত্যাপুরী’ ছবির মাধ্যমে নতুন ফেলুদা ও তোপসে হিসেবে আত্মপ্রকাশ করেন ইন্দ্রনীল এবং আয়ুষ। অভিজিৎ গুহকে দেখা গিয়েছিল লালমোহন গাঙ্গুলির চরিত্রে। এবারও ‘নয়ন রহস্য’ ছবিতে সেই একই কাস্টিং দেখা যাবে।
প্রসঙ্গত সন্দীপ রায়ের এই ছবির হাত ধরে এবার আরও একবার পর্দায় ফিরছে সুনীল তরফদার এবং জ্যোতিষ্ক-র মতো চরিত্রগুলি। এবার তাঁরা বড় পর্দায় আসতে চলেছেন। সুনীল তরফদার এবার শুধু ফেলুদাদের নয়, সমস্ত দর্শকদের সম্মোহনী শক্তি দিয়ে তাক লাগিয়ে দেবেন। বাদ যাবে না জ্যোতিষ্কও। আর ফেলুদার মগজাস্ত্রের খেল তো রয়েছেই! নয়ন ওরফে জ্যোতিষ্কের উধাও হয়ে যাওয়া এবং হিঙ্গোয়ানির মৃত্যু রহস্যর সমাধান করা এবার আর বই পড়ে নয়, পর্দায় দেখে ফেলতে পারবেন।