সম্প্রতি কফি উইথ করণে এসেছিলেন কিয়ারা আডবানি। সেখানেই এসেই জানালেন কীভাবে সিদ্ধার্থ মালহোত্রা তাঁকে প্রপোজ করেছিলেন। এদিন ভিকি কৌশলের সঙ্গে করণের কফির আড্ডায় দেখা মেলে অভিনেত্রীর। প্রসঙ্গত তাঁরা দুজনই একসঙ্গে গোবিন্দ নাম মেরা ছবিতে কাজ করেছেন। দুজনেরই আবার সদ্যই বিয়ে হয়েছে। তাই করণের শোতে এসে তাঁরা জানালেন যে তাঁরা কীভাবে প্রেমে পড়েছিলেন বা প্রপোজ করেছিলেন।
কিয়ারাকে কীভাবে প্রপোজ করেন সিদ্ধার্থ?
এদিন কফি উইথ করণের শোতে কিয়ারা আডবানি জানান সিদ্ধার্থ তাঁকে তাঁদের প্রথম ছবি শেরশাহ থেকে ডায়লগ নিয়ে প্রপোজ করেছিলেন। অভিনেত্রী আরও বলেন, তিনি একবার সিদ্ধার্থ এবং তাঁর পরিবারের সঙ্গে রোমে বেড়াতে গিয়েছিলেন। সিদ্ধার্থ এটা ভেবেই সেই ট্রিপে কিয়ারাকে সঙ্গে নেন যাতে তিনি তাঁকে প্রপোজ করতে পারেন। তবে অভিনেত্রী তাঁকে বলেছিলেন যে তাঁকে প্রপোজ করতে হলে তাঁর বাবা মায়ের থেকে অনুমতি নিয়ে আসতে হবে।
আরও পড়ুন: 'স্যাক্স-সুক্স তো বুঝলাম না, কিন্তু...' ভক্তকে মজার ছলে কড়া জবাব শাহরুখের, নিমেষে ভাইরাল পোস্ট
আরও পড়ুন: ধর্মের জন্য ব্রেকআপ করলেন অসীম-হিমাংশী! লিখলেন, 'ভালোবাসাকে কুরবান করলাম'
কিয়ারা আডবানি তাঁকে প্রপোজ করার মুহূর্তের বর্ণনা জানিয়ে বলেন, 'সেই ট্রিপে ওটাই ছিল আমাদের প্রথম গন্তব্য। ও আমায় নিয়ে একটা রেস্তোরাঁয় গিয়েছিল আর ওর ভাইপোকে আড়ালে লুকিয়ে থেকে আমাদের ছবির তোলার কথা বলেছিল। আমার তখন ভীষণ ঘুম পাচ্ছিল যেহেতু সবে ট্রাভেল করে এসেই ওদের সঙ্গে যোগ দিয়েছিলাম সেই ট্রিপে। তো সেদিন আমরা ক্যান্ডেল লাইট ডিনারে যাই, ওখান থেকে এসে একটু হাঁটতে বেড়িয়েছিলাম তখনই আচমকা ঝোপের আড়ালে থেকে বেরিয়ে ভায়োলিন বাজাতে শুরু করেন এক ব্যক্তি। আর ওর সেই আত্মীয় আড়ালে থেকে আমাদের ছবি তুলতে থাকে। এমন সময় সিড হাঁটু গেঁড়ে বসে আমায় প্রপোজ করে। আমায় প্রপোজ করার সময় শেরশাহ ছবির সংলাপ বলে সিড। দিল্লির সিধাসাধা ছেলে আমির ওই সংলাপটা পুরো বলে আমায় প্রপোজ করেছিল।'
আরও পড়ুন: ভক্তদের কথা মেনে সিনেমা রিলিজের স্ট্র্যাটেজি বদলালেন অক্ষয়, কবে আসছে বড়ে মিয়া ছোটে মিয়া?
সিদ্ধার্থ কিয়ারার বিয়ে
চলতি বছরের শুরুর দিকে গাঁটছড়া বাঁধেন সিড এবং কিয়ারা। রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্যালেসে বসেছিল তাঁদের বিবাহ বাসর। এসেছিলেন একাধিক তারকারা।