চলতি মাসের শেষে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ছবি ডাঙ্কি। আর প্রতিবারের মতো এবারেও ছবি মুক্তির আগে ভক্তদের সময় দিচ্ছেন কিং খান। কদিন ছাড়া ছাড়াই আয়োজন করছেন আস্ক এসআরকে সেশনের। সেখানেই কিং খানের ভক্তরা প্রশ্নের ঝুলি নিয়ে হাজির হচ্ছেন তাঁর জন্য। তিনিও সেগুলোর সব উত্তর দিচ্ছেন। এসবের মাঝেই এক ভক্ত এমন প্রশ্ন করলেন আর তাতে শাহরুখ যা উত্তর দিলেন যে সেটা পড়ে হেসে হেসে খুন নেট পাড়ার সবাই।
আস্ক এসআরকে সেশনে শাহরুখের মজার উত্তর
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল। আর এই ছবিটি মুক্তি পাওয়ার পর থেকে যেমন ভালো ব্যবসা করছে, তেমনই এর জসঙ্গে জড়িয়েছে একাধিক বিতর্ক। সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত এই ছবিতে রয়েছে একাধিক ঘনিষ্ঠ দৃশ্য না পরিবারের সঙ্গে বসে দেখতে অনেকেই অস্বস্তি বোধ করে থাকবেন বা অস্বস্তিতে পড়েছেন। এবার সেই কথা মাথায় রেখেই এক ভক্ত ডাঙ্কির বিষয়ে শাহরুখকে প্রশ্ন করলেন। আর সেটার উত্তর যে বাদশা এভাবে দেবেন সেটা কে জানত!
আরও পড়ুন: 'অবশ্যই আসবে...' ডাঙ্কি নিয়ে বড় 'হিন্ট' শাহরুখের, ছবি মুক্তির আগে কী জানালেন রোম্যান্সের বাদশা?
আরও পড়ুন: ধর্মের জন্য ব্রেকআপ করলেন অসীম-হিমাংশী! লিখলেন, 'ভালোবাসাকে কুরবান করলাম'
শাহরুখের উদ্দেশ্যে এদিন এক ভক্ত লেখেন, 'স্যার ডাঙ্কি মে স্যাক্স (পড়ুন সেক্স) সুক্স নেই তো? বাবার সঙ্গে দেখতে যেতে পারব তো?' উত্তরে শাহরুখ খান লেখেন, 'স্যাক্স সুক্স তো বুঝলাম না, তবে টিকিটের উপর ট্যাক্স টুক্স নিশ্চয় থাকবে, ওটা বাবার থেকে অবশ্যই নিয়ে নিও।'
শাহরুখের এই উত্তর পড়ে হেসে হেসে খুন নেটিজেনরা। নিমেষেই ভাইরাল হয়ে গিয়েছে শাহরুখ খানের এই টুইট। বানানো হয়েছে প্রচুর মিমও। শাহরুখ যে বরাবরই এমন মজাদার উত্তর দেন, তাঁর কমিক সেন্স যে মারাত্মক সেটা সকলেই জানেন, এসব ক্ষেত্রে সেটা যেন আরও ভালো করে বোঝা যায়।
আরও পড়ুন: ভক্তদের কথা মেনে সিনেমা রিলিজের স্ট্র্যাটেজি বদলালেন অক্ষয়, কবে আসছে বড়ে মিয়া ছোটে মিয়া?
ডাঙ্কি প্রসঙ্গে
ডাঙ্কি ছবিটি শীতের ছুটিতে ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। এই ছবিতে প্রধান ভূমিকায় শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ভিকি কৌশল, বোমান ইরানি, প্রমুখ। রাজকুমার হিরানি ছবিটির পরিচালনা করেছেন।