বাংলা নিউজ > বায়োস্কোপ > Madhumita-Arunachal: শ্যুটিংয়ে গিয়ে ‘ছক ভাঙলেন’, সেট রং করা থেকে ক্যামেরা চালানো সবই করলেন মধুমিতা

Madhumita-Arunachal: শ্যুটিংয়ে গিয়ে ‘ছক ভাঙলেন’, সেট রং করা থেকে ক্যামেরা চালানো সবই করলেন মধুমিতা

অরুণাচলে মধুমিতা

শ্যুটিংয়ে গিয়ে অরুণাচলের টুকরো মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে মধুমিতা লিখেছেন, ‘আমার শুটিং সেটে আঁকা থেকে শুরু করে মন্দির পরিদর্শন এবং দৃশ্য উপভোগ করা, সবই আমার অরুণাচল ভ্রমণের সময়। কে প্রথম কছে এসেছি-র শ্যুটিং।’

বেশকিছুদিন ধরেই রয়েছেন অরুণাচল প্রদেশে। উপলক্ষ্য শিলাদিত্য মৌলিক পরিচালিত 'কে প্রথম কাছে এসেছি' ছবির শ্যুটিং। তবে শ্যুটিংয়ের ফাঁকে সুযোগ পেলেই অরুণাচলের ইতিউতি ঘুরে বেড়াতে ছাড়ছেন না মধুমিতা সরকার। পাহাড়ি রাজ্যের গ্রামে-গঞ্জে ঘুরে বেড়াচ্ছে। আবার কখনও শট দেওয়ার ফাঁকে নিজেই রং আর ব্রাশ হাতে তুলে নিয়ে সেট রং করতে ব্যস্ত হয়ে পড়ছেন। কখনও আবার সেটের প্রপস তৈরি করতেও দেখা গিয়েছে মধুমিতাকে।

রবিবার মধুমিতা হিমাচল প্রদেশের যে ভিডিয়ো পোস্ট করেছেন তাতে তাঁকে একটি বাঁশের তৈরি কাঠামোয় রং করতে দেখা গেল। ছোট্ট বালতিতে রাখা ধূসর রং-এ তুলি ডুবিয়ে ধীরে ধীরে পুরোটাই রং করে ফেলেছেন মধুমিতা। আবার মধুমিতার পায়ের কাছে ছোট্ট ছোট্ট বাঁশের টুকরো পড়ে থাকতেও দেখা গেল। বোঝাই গেল শৈল্পিক কাজে বেশ মন লাগিয়েছেন মধুমিতা। ভিডিয়োর পরবর্তী অংশ একটি শিব মন্দিরে ঘুরে বেড়াতে দেখা যায় মধুমিতাকে। তারপরই পিঠে ব্যগ নিয়ে পাহাড়ি গ্রামে রাস্তা ধরে হাঁটা দেন। এই সমস্ত টুকরো মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে মধুমিতা লিখেছেন, ‘আমার শুটিং সেটে আঁকা থেকে শুরু করে মন্দির পরিদর্শন এবং দৃশ্য উপভোগ করা, সবই আমার অরুণাচল ভ্রমণের সময়। কে প্রথম কছে এসেছি-র শ্যুটিং।’

আরও পড়ুন-জওয়ান-এর একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করে দেবেন?’ অনুরাগীর অনুরোধে কী বললেন শাহরুখ

এর আগেও বেশকয়েকটি অরুণাচলের ভিডিয়ো পোস্ট করেছিলেন মধুমিতা। পাহাড়ে প্রকতির বৃষ্টিতে ভিজে স্নাত হতে দেখা গিয়েছিল মধুমিতাকে। আবার কখনও সেখানকার শিব মন্দিরে পুজো দিতেও দেখা গিয়েছে মধুমিতাকে। আবার অরুণাচলে নিজে শ্যুটিং করার পাশাপাশি, ক্যামেরা হাতে বেশকিছু দৃশ্য লেন্সবন্দি করতেও দেখা গিয়েছে। তবে সবটাই মধুমিতা করেছেন শ্যুটিংয়ের ক্যামেরা চালানো শেখার ইচ্ছেয়। মধুমিতার এমন শৈল্পিক, সৃজনশীল পদক্ষেপের প্রশংসাই করেছে নেটপাড়া। 

 

বন্ধ করুন