বাংলা নিউজ > বায়োস্কোপ > Shah Rukh-Jawan: ‘জওয়ান-এর একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করে দেবেন?’ অনুরাগীর অনুরোধে কী বললেন শাহরুখ

Shah Rukh-Jawan: ‘জওয়ান-এর একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করে দেবেন?’ অনুরাগীর অনুরোধে কী বললেন শাহরুখ

শাহরুখ ‘জওয়ান’

এক অনুরাগী শাহরুখকে লেখেন, 'আপনি কি আমার প্রেমিকার জন্য একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করতে পারেন? কারণ আমি ওর নিকম্মা (কোনও কম্মের নয়) বয়ফ্রেন্ড।'  জবাবে শাহরুখ লেখেন, ‘বিনামূল্যে ভালোবাসা তো দিচ্ছি ভাই....টিকিটের জন্য পয়সা লাগবে! রোমান্সে সস্তায় হয় না, গিয়ে টিকিট কিনুন এবং ওঁকেআপনার সঙ্গে নিয়ে যান।’

'জওয়ান' আসছে, উত্তেজনার পারদ চড়েছে গোটা দেশের সিনেমাপ্রেমীদের মধ্যে। 'জওয়ান' দেখতে অ্যাডভান্স বুকিং-এর হিড়িক দেখতেই তা বেশ বোঝা যাচ্ছে। অ্যাডভান্স বুকিং শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যেই ৪১ হাজার টিকিট বিক্রি হয়েছে। এদিকে এরই মাঝে AskSRK সেশনে যোগ দিয়েছিলেন কিং খান শাহরুখ। অনুরাগীদের নানান প্রশ্নের জবাবও দেন শাহরুখ।

এদিকে 'জওয়ান' অ্যাডভান্স বুকিং-এর হিড়িকের মাঝেই এক অনুরাগী শাহরুখকে প্রশ্ন করে বসেন বিনামূল্যের টিকিটের জন্য। লেখেন, আপনি কি আমার প্রেমিকার জন্য একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করতে পারেন? কারণ আমি ওর নিকম্মা (কোনও কম্মের নয়) বয়ফ্রেন্ড।' এমন প্রশ্ন চোখ এড়িয়ে যানি বাদশার। পাল্টা জবাবে শাহরুখ লেখেন, ‘বিনামূল্যে ভালোবাসা তো দিচ্ছি ভাই....টিকিটের জন্য পয়সা লাগবে! রোমান্সে সস্তায় হয় না, গিয়ে টিকিট কিনুন এবং ওঁকে (প্রেমিকাকে) আপনার সঙ্গে নিয়ে যান।#জওয়ান।’

আরও পড়ুন-দেব অসুস্থ বলে উত্তরবঙ্গে প্রধান-এর শ্যুটিং স্থগিত! মুখ খুললেন নায়িকা সৌমিতৃষা

আরও পড়ুন-বিয়ে ভাঙছে প্রিয়াঙ্কার ভাসুর জো এবং জা সোফির!

আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে 'জওয়ান', 2D এবং IMAX ফরম্যাটে দেখা যাবে এই ছবি। ইতিমধ্যেই গোটা দেশে চড়া দামে টিকিট বিকোচ্ছে। তারপরেও অ্যাডভান্স বুকিং শুরুর মাত্র ২ ঘণ্টার মধ্যেই ৪১ হাজার টিকিট বিক্রি হয়েছে। জানা যাচ্ছে, মুম্বইতে সবচেয়ে দামি টিকিটের দাম ২৩০০ টাকা এবং দিল্লিতে সবচেয়ে দামি টিকিটের দাম ২৪০০ টাকা, আর কলকাতাতে পাওয়া যাচ্ছে সর্বাধিক ৭৫০ টাকায়। তবে দামের জন্য মোটেও আটকাচ্ছে না। অ্যাডভান্সড বুকিং শুরু হতেই হামলে পড়েছে কিং খানের ভক্তরা। আকাশ ছোঁয়া দাম থাকা সত্ত্বেও হু হু করে বিক্রি হয়ে যাচ্ছে টিকিট।

কলকাতার মানি স্কোয়ারে টিকিটের দাম শুক্রবার সর্বাধিক ছিল ৭৫০ টাকা। তবে সিটি সেন্টার ২-তে টিকিট মিলছে ৩৫০ টাকার মধ্যে। সাউথ সিটিতে রাতের শো-র টিকিটের দাম ১৭০০ টাকার কাছাকাছি এবং কোয়েস্টে ১১৭০ টাকা। তবে এরাজ্যের শহরতলিতে টিকিটের দাম খানিক কম। দমদমের ডায়মন্ড প্লাজায় শুক্রবারের রাতের শো-র টিকিটের দাম সর্বাধিক ৫৫০ টাকা। মধ্যমগ্রাম, বারাসতের স্টার মল বা সিটি মলে ৩০০ টাকার মধ্যে টিকিট পাওয়া যাচ্ছে। হাওড়ার অবনীতেও টিকিটের দাম ৪৫০-এর মধ্যে। তবে এখন থেকেই হাউজফুল শুক্রবারের টিকিট। এরপরেও বহু অনুরাগীই ফার্স্ট ডে ফার্স্ট শো-র দিকে ঝুঁকেছেন।

বন্ধ করুন