ছোটপর্দা হোক কিংবা বড়োপর্দা সর্বত্রই দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন অপরাজিতা আঢ্য। এবার শর্ট ফিল্মে অপরাজিতা। পরিচালক দেবজয় মল্লিকের স্বল্পদৈর্ঘ্যের ছবি 'মিরাজ' এ অভিনয় করলেন অপরাজিতা। ১৩ মিনিট দৈর্ঘ্যর এই ছবিতে অপরাজিতার পাশাপাশি দেখা মিলবে ভরত কল, শুভজিত্ কর, মিশমী দাস, প্রত্যুষা পাল, তাপস চক্রবর্তীর মতো শিল্পীদের। এটা দেবরাজের তৈরি প্রথম শর্টফিল্ম।
স্বল্প পরিসরের মধ্যেই চারটে গল্পকে তুলে ধরেছেন পরিচালক। মিরাজ নামের মধ্যেই লুকিয়ে রয়েছে ছবির মূলভাবনা। প্রতিটি গল্পের সঙ্গেই জড়িয়ে রয়েছে মানুষের চাওয়া-পাওয়া, সূক্ষ্ম সূক্ষ্ম আবেগ আর একরাশ অনুভূতি। আসলে প্রত্যেকটি গল্পই আসলে আত্মদর্শন এবং অধিবাস্তববাদকে তুলে ধরবে।
ছবির দ্বিতীয় গল্পে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। যেখানে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। মিরাজে একটি গুরুত্বপূর্ন চরিত্রে দেখা যাবে শুভজিত করকে, যেখানে অভিনেতার বিপরীতে রয়েছেন পায়েল দত্ত।
ছবির ভাবনা নিয়ে পরিচালক দেবজয় জানান, ‘চার বছর ধরে এই ছবির ভাবনাটা আমার সঙ্গে রয়েছে। কখনও কখনও বিষাক্ত বাতাসের মতো কিছু সামাজিক সমস্যা আমাদের জোরে ধাক্কা মারে। মনে হয় সময়ের চাকা আটকে গেছে, এই খারাপ সময়টা কাটতে চায় না। সেই রকমই কিছু অভিজ্ঞতা ফুটে ওঠবে ১৩ মিনিট সময়ের ব্যাবধানে’।
শেষ হয়েছে ছবির শ্যুটিং পর্ব, দেশীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের পারি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মিরাজ।