বাংলা নিউজ > বায়োস্কোপ > মিঠাই রানির পর শাক্য! কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় ধৃতিষ্মান, সঙ্গে অঙ্কুশ-ইশা

মিঠাই রানির পর শাক্য! কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমায় ধৃতিষ্মান, সঙ্গে অঙ্কুশ-ইশা

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে ধৃতিষ্মান চক্রবর্তী। 

কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি দিয়েই বড় পরদায় প্রথম কাজ হতে চলেছে মিঠাই-এর শাক্য ওরফে ধৃতিষ্মান চক্রবর্তীর। ছবির নাম ‘অসুখ বিসুখ’। 

‘মিঠাই’ শেষ হওয়ার আগেই সৌমিতৃষা কুণ্ডুর দেবের ছবিতে নায়িকা হওয়ার কথা সামনে এসেছিল। এবার খবর বলছে, মিঠাই সিরিয়ালের আরেক সদস্যও কাজ করতে চলেছে বড় পরদায়। সুখবরটা নিজেই শেয়ার করে নিলেন শাক্য ওরফে ধৃতিষ্মান চক্রবর্তী (Dhritishman Chakraborty)।

সোমবার ধৃতিষ্মান ফেসবুকে লিখলেন, ‘বড় পর্দায় আসছি আপনাদের আশীর্বাদে। অসাধারণ অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নতুন জার্নিটা শুরু করতে চলেছি। আসছে অসাধারণ স্টারকাস্ট নিয়ে সিনেমা অসুখ বিসুখ। বরাবরের মতো এবারও আমাকে বেস্ট অফ লাক জানাতে ভুলো না। আর এভাবেই আমার পাশে থেকো।’

ফেসবুকে দুটো ছবি শেয়ার করে নিয়েছে ধৃতিষ্মান। একটি ছবিতে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) কোলে। আরেকটি অসুখ বিসুখের স্টার কাস্ট। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অঙ্কুশ হাজরা (Ankush Hazra), ইশা সাহা (Ishaa Saha), সায়নী গুপ্ত (Sayani Gupta) এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-কে। প্রসঙ্গত, সায়নীও এই ছবি দিয়েই টলিউডে ডেবিউ করতে চলেছেন। ‘বার বার দেখো’, ‘জুইগ্যাটো’, ‘আর্টিকেল ১৫’, ‘জলি এলএলবি ২’, ‘পার্চড’, ‘মার্গারিটা উইথ এ স্ট্র’, ‘ফোর মোর শট প্লিজ’-এর মতো সিনেমায় দর্শক দেখেছে সায়নীকে। এবার পালা বাংলা ছবিতে দেখার।

<p>ধৃতিষ্মান-এর ফেসবুক পোস্ট। </p>

ধৃতিষ্মান-এর ফেসবুক পোস্ট। 

কী দেখা যাবে অসুখ বিসুখ ছবিতে?

অসুখ বিসুখ (Ashukh Bishukh)-এ মূলত উঠে আসবে চিকিৎসাবিজ্ঞানের কথা। তবে যা দেখানো হবে সবটাই মজার মোড়কে। বহুদিন পর ফের হাসির ছবি নিয়ে আসছেন কৌশিক। যদিও গল্পের বিষয়বস্তু কিন্তু মোটেই হাসির নয়। বরং জরুরি। বাবার এই ছবিতে পর্দার পিছনে কাজ করবেন উজান গঙ্গোপাধ্যায়। লক্ষ্মী ছেলে ছবিতে বিশেষ নজর কাড়ার পর তিনি এখন পর্দার নেপথ্যে থাকতেই বেশি আগ্রহী বলে জানিয়েছেন। উজান এই ছবির সংলাপ লিখেছেন কৌশিকের সঙ্গে। অসুখ বিসুখ ছবিতে থাকবে ইন্দ্রদীপ দাশগুপ্তর গান। তিনিই সঙ্গীত পরিচালনা করেছেন এই ছবির।

প্রসঙ্গত, সৌমিতৃষা ডেবিউ করছেন টলিউডে দেবের বিপরীতে ‘প্রধান’ সিনেমা দিয়ে। অগস্ট থেকে ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রযেছে। ছবি মুক্তির কথা ডিসেম্বরে। 

বায়োস্কোপ খবর

Latest News

কোয়েল-শুভশ্রীকে টক্কর দিয়ে কোন চ্যানেলে দুর্গা হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর পায়েল ‘ইমার্জেন্সি’ মুক্তি না পাওয়ার জন্য ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করলেন কঙ্গনা! ক্রিকেট সম্প্রচারের ডিল নিয়ে বিবাদের জের, জি-এর থেকে ৭৮৬৮ কোটি চাইল স্টার সিনেমার হিরো নয়, নতুন প্রজন্মের আইডল RG Kar আন্দোলনের কিঞ্জল-অনিকেতরা! এবার আরজি কর কাণ্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করতে CBI অফিসে তলব মীনাক্ষী মুখোপাধ্যায়কে ৫ গুণ টাকা পেতে পারেন সাহারার আমানতকারীরা! ১০ দিনে কেন্দ্র ফেরাবে ১,০০০ কোটি প্রথম ধারাবাহিক হিট, তাও লুক টেস্টের পর রাঙামাটির তীরন্দাজ থেকে সরলেন অভিকা! কেন India B বনাম India D ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 1 ওভার শেষে India A-র স্কোর 4/0 'কেবল আপনার জন্যই…' কেবিসির মঞ্চে অমিতাভকে চমক দিয়ে যুগলবন্দি সোনু-শ্রেয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.