এবার আরও বিপাকে ক্রিকেটার পৃথ্বী শ। ক্রিকেটারের বিরুদ্ধে গত বছর (২০২৩) শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল। পৃথ্বীর বিরুদ্ধে শ্লীলতাহানি ও শারীরিক হেনস্থার অভিযোগ নিক পুলিশ, এই দাবিতে আদালতে মামলা করলেন স্বপ্না গিল। সেই মামলায় এবার ক্রিকেটার পৃথ্বী শ-র বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিল আদালত।
মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস সি তাইদে পুলিশকে আগামী ১৯ জুনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পৃথ্বী শ এবং অন্যদের বিরুদ্ধে তাঁর অভিযোগ পুলিশ নিতে চাইনি, এই দাবিতে পুলিশের বিরুদ্ধেও স্বপ্না গিলের ব্যবস্থা নেওয়ার আর্জি খারিজ করে দিয়েছে আদালত। পৃথ্বী শ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন।
ঠিক কী ঘটেছিল?
গত বছরের (২০২৩) ঘটনা। আন্ধেরির একটা ক্লাবে ক্রিকেটার পৃথ্বী শ ও তাঁর বন্ধুর উপর আক্রমণের অভিযোগ ওঠে স্বপ্না গিলের বিরুদ্ধে। লাঠি নিয়ে পৃথ্বীর গাড়ির কাচ ভেঙে দেন স্বপ্না, এমনই একটা ভিডিয়ো সেসময় নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। তারপরই পৃথ্বী ও তাঁর বন্ধুর অভিযোগে স্বপ্না সহ মোট ৮জনকে গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে ছাড়া পান স্বপ্না গিল।
এদিকে ঠিক এরপরই ক্রিকেটার পৃথ্বী শ-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন স্বপ্না গিল। জামিন পাওয়ার পর আরও একাধিক অভিযোগ এনেছেন স্বপ্না। পুলিশের বিরুদ্ধেও FIR- না নেওয়ার অভিযোগ তুলেছিলেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল।
যদিও পুলিশ আদালতকে বলেছিল যে পৃথ্বী শ-এর বিরুদ্ধে গিলের শ্লীলতাহানির অভিযোগ সম্পূর্ণ ‘মিথ্যা এবং ভিত্তিহীন’। পুলিশ বলেছে যে পাবের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে গিল এবং তাঁর বন্ধু শোবিত ঠাকুর মাতাল ছিলেন এবং নাচছিলেন। সেখানেই ছিলেন পৃথ্বী শ ও তাঁর বন্ধু আশিস যাদব। স্বপ্না গিল ও তাঁর বন্ধু শোভিত ঠাকুর তাঁদের কাছে সেলফি তোলার আবেদন করলে তাঁরা তা খারিজ করে দেন। আর তাতেই নাকি তাঁরা চটে গিয়ে পৃথ্বীর ও তাঁর বন্ধুর উপর চড়াও হন। পুলিশের দাবি, CCTV ফুটেজে দেখা গিয়েছে পৃথ্বী শ এবং অন্যরা কোনোভাবেই স্বপ্না গিলকে শ্লীলতাহানি করেননি।