বাংলা নিউজ > বায়োস্কোপ > National Film Awards 2023: কাশ্মীর ফাইলসের জন্য ‘জাতীয় সংহতি রক্ষায় সেরা ছবি’-র সম্মান, মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী

National Film Awards 2023: কাশ্মীর ফাইলসের জন্য ‘জাতীয় সংহতি রক্ষায় সেরা ছবি’-র সম্মান, মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী

‘দ্য কাশ্মীর ফাইলস’ জিতল ‘জাতীয় সংহতি রক্ষায় সেরা ছবি’-র সম্মান জাতীয় পুরস্কারের মঞ্চে। (Photo by Samir Jana/ Hindustan Times) (Hindustan Times)

৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ বিশেষভাবে প্রশংসিত হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'। নার্গিস দত্ত সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে জাতীয় সংহতি রক্ষার জন্য। অবশেষে প্রতিক্রিয়া এল পরিচালক বিবেক অগ্নিহোত্রীর কাছ থেকে। 

ইসলামোফোবিয়া ছড়ানোর অভিযোগ রয়েছে ২০২২ সালের সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর উপরে। তবে সেই ছবিই এবার জিতে নিল ‘জাতীয় সংহতি রক্ষায় সেরা ছবি’-র সম্মান। তাও আবার জাতীয় পুরস্কারের মঞ্চ থেকে। আর ছবির এই সাফল্যে প্রতিক্রিয়া জানালেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 

৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এ বিশেষভাবে প্রশংসিত হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'। নার্গিস দত্ত সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে জাতীয় সংহতি রক্ষার জন্য। বিবেক জানালেন, ছবির এই সাফল্যে তিনি ভীষণ গর্বিত। বর্তমানে রয়েছেন আমেরিকায়। সেখান থেকেই মিডিয়ায় ভাগ করে নিলেন নিজের আনন্দবার্তা। 

বিবেক জানালেন,  ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার পেয়ে তিনি সত্যিই গর্বিত। তিনি সবসময় বিশ্বাস করতেন, 'দ্য কাশ্মীর ফাইলস' কেবল একটি সিনেমা নয়, বরং সেই সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করে যারা ১৯৯০ সালে নিজের মাটি ছাড়তে বাধ্য হয়েছিল। এই সাফল্য তিনি উৎসর্গ করেছেন ভারতের সেই সব মানুষদের যারা সন্ত্রাসবাদের শিকার। বিশেষ করে উপত্যকা ছাড়া সেই কাশ্মীরি পণ্ডিতদের।

'দ্য কাশ্মীর ফাইলস' অভিনেতা পল্লবী যোশিও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৬৯তম সংস্করণে সেরা মহিলা পার্শ্ব অভিনেত্রী হিসেবে সম্মানিত হয়েছেন।

দ্য কাশ্মীর ফাইলস লিখেছেন ও পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। ১৯৯০ সালে ভারত-শাসিত কাশ্মীর থেকে কাশ্মীরি হিন্দুদের নির্বাসিত করা নিয়ে এই সিনেমা। হাজার হাজার কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা দেখানো হয় এই সিনেমায়। 'দ্য কাশ্মীর ফাইলস'-এ অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার এবং পল্লবী জোশী।

২০২২ সালের তৃতীয়-সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র ছিল বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমা। । ২৫ কোটি বাজেটের ছবি আয় করে ৩৪০ কোটি টাকা। এদিকে যখন নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথের মতো বিজেপি নেতারা যখন ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন, তখন এটিকে ‘প্রোপাগন্ডা’ সিনেমার তকমা দেয় একটা অংশ। যদিও বরাবরই বিবেকের দাবি ছিল, তিনি শধু সত্য ঘটনা তুলে ধরেছেন। কারণ তিনি মনে করেন, দেশের প্রতিটা মানুষের দেশের এই ‘নিন্দনীয়’ ইতিহাস জানা উচিত।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.