তিনি নেহা ধুপিয়া। বলিউডের প্রতিষ্ঠিত নাম তিনি। তবে এরপরেও বর্তমান সময় দাঁড়িয়ে বৈষম্যের শিকার হতে হয় নেহা ধুপিয়াকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিষয়েই বিস্ফোরক নেহা।
নেহা ধুপিয়া জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে তাঁকে বহুবার শারীরিক গঠন ও চেহারা নিয়ে কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে। নেহা জানিয়েছেন, একটি শোয়ে কাজ করার বিষয়ে কথাবার্তা পাকা হয়ে যাওয়ার পরও তাঁকে শো থেকে বের করে দেওয়া হয়েছিল। কারণ নির্মাতারা জানতে পারেন তিনি সেসময় অন্তঃসত্ত্বা ছিলেন।
শুধু তাই নয়, নেহা জানিয়েছেন একবার বড়ই অদ্ভত কারণে তাঁকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়। কেন তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে নেওয়া হল? এই প্রশ্নে নির্মাতারা নাকি তাঁকে বলেছিলেন, 'আপনার মুখের গঠন বড়ই তীক্ষ্ণ'। এমন অদ্ভুত কারণ শুনে অবাক হয়ে গিয়েছিল নেহা। এছাড়াও নির্দিষ্ট শরীরের গঠন না থাকায় সমালোচনার মুখে পড়েছিলেন নেহা। অভিনেত্রীর কথায়, একপ্রকার জোর করে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল তাঁকে।
নেহা জানান, একটা ছবির জন্য তাঁকে ৭-১০ কেজি ওজন কমাতে বলা হয়েছিল। তবে অভিনেত্রী সেটা করতে চাননি, জানিয়েছিলেন, তিনি ওই চরিত্রে জন্য এক্কেবারেই ফিট। ওজন কমানোর প্রয়োজন নেই। এরপরই নেহাকে বাইরের রাস্তা দেখিয়ে দেওয়া হয়। নেহা জানান, নির্দিষ্ট ওই শোটির শ্যুটিং ৭-৮মাস হওয়ার কথা ছিল, তবে তারপরেও তাঁকে বের করে দেওয়া হয়।
প্রসঙ্গত নেহা ধুপিয়া এই মুহূর্তে জনপ্রিয় শো ‘নো ফিল্টার নেহা’র সঞ্চালনা করছেন। নেহার সেই শোয়ের অতিথি হয়েছেন বহুু বলি তারকা। শাহিদ কাপুর, ভিকি কৌশল. অনন্যা পাণ্ডে, বিপাশা বসু সহ আরও অনেকে নেহার শোয়ে এসেছেন। এদিকে ব্যক্তিগত ক্ষেত্রে নেহা, অঙ্গদ বেদীকে বিয়ে করেছেন। ২০১৮ সালে তাঁদের মেয়ে মেহরের জন্ম হয়। আর ২০২১-এ জন্ম হয় ছেলে গুরিকের।