বলিউড আর ক্রিকেটের জুটি বরাবরই হিট। অনুষ্কা শর্মা আর বিরাট কোহলির ভালোবাসার দুনিয়া আপাতত ভরিয়ে রেখেছে তাঁদের দুই সন্তান ভামিকা আর অকায়। ২০২১ সালে মেয়ে ভামিকার জন্ম দেন তাঁরা। আর অকায়-ের জন্ম ২০২৪ সালে। মাসখানেক টানা লন্ডনে থাকার পর, সদ্যই ভারতে পা রেখেছিলেন অনুষ্কা। আর এবার তাঁকে দেখা গেল স্টেডিয়ামে, বিরাট কোহলির আইপিএলের ম্যাচ দেখতে।
চলমান IPL-এর মরসুমে বিরাটের দুর্দান্ত পারফরম্যান্স ইতিমধ্যেই পাগল করেছে তাঁর অনুরাগীদের। শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে RCB বনাম জিটি ম্যাচ দেখতে গিয়েছিলেন অনুষ্কা শর্মা। এবারের আইপিএলে প্রথমবার এলেন তিনি।
আরও পড়ুন: বনশালির হীরামান্ডিতে ওরাল সেক্স শেখর সুমনের! অভিনেতা বললেন, ‘আপনি অভিযোগ করতে পারবেন না…’
এত বছর পরে এসেও, বিরাটের খেলা যে মুগ্ধ করে অনুষ্কাকে তা প্রমাণ হয়ে গেল আরও একবার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানসের মধ্যে ম্যাচ চলাকালীন, বিরাট কোহলি ব্যতিক্রমী ব্যাটিং দক্ষতা মুগ্ধ করল সকলকে। আর বাদ গেলেন না অনুষ্কাও। সমানে উৎসাহিত করে চলেছিলেন বরকে গ্যালারি থেকে। বিরাটের ব্যাটিং চলাকালীন অনুষ্কার প্রতিক্রিয়াই এখন টক অফ দ্য টাউন!
দেখুন-
১ মে ছিল অনুষ্কার ৩৬তম জন্মদিন। দীর্ঘদিন ধরে সিনেমার দুনিয়া থেকে দূরে রয়েছেন তিনি। ২০১৮ সালের জিরো-র পর আর তাঁকে দেখা যায়নি পর্দায়। নেটফ্লিক্সের সঙ্গে আসার কথা ছিল চাকদা এক্সপ্রেসের। তবে বিলম্ব হওয়ার কারণে সম্প্রতি সেই প্রোজেক্ট নেটফ্লিক্সের সঙ্গে ক্যানসেল হয়ে যায় বলে শোনা যাচ্ছে। যদিও শ্যুটিং হয়ে গিয়েছে বছরখানেক আগেই। কিন্তু মুক্তি এখনও অনিশ্চিত।
তবে নিজে অভিনয় থেকে দূরে থাকলেও, অনুষ্কা ভোলেন না বিরাটকে উৎসাহ দিয়ে যেতে। ২০২৩ বিশ্বকাপে প্রেগন্যান্সি নিয়েই প্রায় প্রতিটা ম্যাচে তিনি হাজির ছিলেন বিরাটের পাশেপাশে।
চলতি বছরে অনুষ্কার জন্মদিন উপলক্ষে পোস্ট করে বিরাট লিখেছিলেন, ‘তোমাকে না পেলে আমি সম্পূর্ণ হারিয়ে যেতাম। শুভ জন্মদিন ভালোবাসা। তুমি আমার পৃথিবীর আলো। আমরা তোমাকে অনেক ভালোবাসি।’
লন্ডনে ছেলে অকায়ের জন্ম দেন বিরাট-অনুষ্কা। যদিও মেয়ে ভামিকার সময় ভারতেই ছিলেন দম্পতি। শোন যায়, কোনও স্বাস্থ্য সম্পর্কিত জটিলতার কারণেই ছিল তাঁদের এই সিদ্ধান্ত। ভামিকার মতো অকায়ের ছবিও এখনও সামনে আনেননি বিরুষ্কা-রা।