বাংলা নিউজ > বায়োস্কোপ > Riddhi-Surangana: ‘কথার ভিড়ে ঝরে যায় অতলস্পর্শী চুম্বনগুলো’, গার্লফ্রেন্ড সুরঙ্গনার জন্মদিনে আবেগী ঋদ্ধি

Riddhi-Surangana: ‘কথার ভিড়ে ঝরে যায় অতলস্পর্শী চুম্বনগুলো’, গার্লফ্রেন্ড সুরঙ্গনার জন্মদিনে আবেগী ঋদ্ধি

সুরঙ্গনাকে আগলে দিনযাপন ঋদ্ধির (ছবি সৌজন্যে-ফেসবুক/ঋদ্ধি)

আট বছর পরেও তিতিরকে দেখে মনটা আনচান করে ফোয়রার! ঋদ্ধি-সুরঙ্গনার প্রেমে নতুন রং লেগেছে এই দীর্ঘ সময়ে, বন্ধুত্ব আজও একইরকম খাঁটি। 

ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রেম নিয়ে লুকোছাপা নতুন নয়। কিন্তু এই মামলায় একদম উল্টো মেরুর মানুষ ঋদ্ধি-সুরঙ্গনা। ৮ বছরের প্রেম সম্পর্ক দুজনের। শুরু থেকেই লাভ লাইফ নিয়ে খোলামেলা তাঁরা। টলিউডের এই মিষ্টি জুটির কেরিয়ার শুরু একসঙ্গে, ধীরে ধীরে বন্ধুত্বে লেগেছে প্রেমের রং। সময়ের সঙ্গে ক্রমেই গাঢ় হয়েছে সেই ভালোবাসার রং।

রবিবার ঋদ্ধির জীবনের অন্য়তম খাস দিন। কারণ এদিন তাঁর মনের মানুষের জন্মদিন। প্রেমিকা সুরঙ্গনার বার্থ ডে-তে আবেগে ভাসলেন দেশের সবচেয়ে কম বয়সী জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। প্রিয় মানুষের জন্মদিনে ‘ওপেন টি বায়োস্কোপ’ ছবির ‘তোর জন্য’ গানের একটি দৃশ্য ফেসবুকের দেওয়ালে শেয়ার করে নেন ঋদ্ধি। যে ছবি তাঁদের জীবনের অনেকটা জায়গা জুড়ে রয়েছে। টানা রিক্সায় বসে তিতির চলেছে নাচের ক্লাসে, তাঁকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখছে ফোয়ারা। কৈশোরের সেই বিশুদ্ধ প্রেম পেরিয়ে এখন যৌবনে পা দিয়েছে তিতির আর ফোয়ারা, কিন্তু তাঁদের প্রেম আজও আগের মতোই নির্ভেজাল।

এদিন সুরঙ্গনার উদ্দেশে ঋদ্ধি লেখন, ‘যদি সময় শিশিতে জমিয়ে রাখতে পারতাম, রোদে শুকোনো আমলকির মতো, জমিয়ে রাখতাম শীতকালের অপরাহ্নের রোদ্দুরটাও….স্মৃতিহীনতার ঘুম ভাঙানোর জন্য।’ সুরঙ্গনার প্রেমে মশগুল ঋদ্ধির সংযোজন,'যদি না বলা কথার মালা সাজাতে পারতাম, ভোরবেলা তুলে নেওয়া ফুলের মতো… তবে কথার ভিড়ে ঝরে যায় অতলস্পর্শী চুম্বনগুলো, না বলা কথাও আজ বিজ্ঞাপন বা পণ্য। সময়ে জানে না সুসময় সে কুসময়ে নাকি অসময়….লিখে যায় শুধু বিদায়ের বৃত্তান্ত…যথেষ্ট হবে না কখনো জেনেও সময়ের ধরি হাত, তোমার সাথেই ফুরিয়ে যাওয়ার জন্য।'

ঋদ্ধির এই আদুরে পোস্টের জবাবে সুরঙ্গনা লেখেন, ‘জমে থাকবে না মুহূর্ত, জমে থাকবে না সময়..তবুও যথেষ্ট এইটুকুই যে ‘যথেষ্ট’-র খোঁজ যে বৃথা তা জেনেও ‘যথেষ্ট’-র মানে খুঁজতে চাই, এবং আরো চাইবো.. এটা খুব অদ্ভূত আর সেই কারণেই এটা এত অর্থবহ, অনেক ভালোবাসি তোমায় ঋদ্ধি'। 

এক সাক্ষাৎকারে ঋদ্ধি জানিয়েছিলেন ওপেন টি বায়েস্কোপ ছবির শ্যুটিংয়ের সময় তাঁরা শুধুই বন্ধু ছিলেন। তবে ছবির প্রচার চলাকালীন সুরঙ্গনার অন্য কাউকে ভালো লাগে শুনে অদ্ভূত কষ্ট পেয়েছিলেন। তারপরই সুরঙ্গনাকে নিয়ে  নিজের প্রকৃত অনুভূতি ঠাওর করতে পেরেছিলেন। অভিনেতা এও বলেছেন, সুরঙ্গনার প্রেমে পড়ার পরও ‘ইনফ্যাচুয়েশন’ এসেছে তাঁর জীবনে। তবে সেকথা মোটেই লুকিয়ে রাখেননি। বরং সুরঙ্গনাকে জানিয়েছেন। উলটোটা সুরঙ্গনার ক্ষেত্রেও প্রযোজ্য। আনন্দবাজারকে দেওয়া ওই সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘সম্পর্কের স্বচ্ছতার কারণেই এগুলো নিয়ে আমরা খোলাখুলি আলোচনা করেছি। একটা আদর্শ বন্ধুত্বে এটাই হওয়া উচিত। আমার বেস্ট ফ্রেন্ড আর আমার গার্লফ্রেন্ড আমার কাছে একই।’

 

বায়োস্কোপ খবর

Latest News

রাজ্যের কথায় আন্দোলনের মোড় বদল ডাক্তারদের? দাবি RG কর দুর্নীতি মামলার আইনজীবীর কল্যাণী এইমসে চাকরির আশায় বিজেপির অন্দরে ঠাই ঠাই, ভাঙচুর হল বিধায়কের গাড়ি প্রিয়জনকে পাঠান দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা, আপনার বার্তা মুখে হাসি ফোটাবে সকলের সন্দীপকে নিয়ে বড় ঘোষণা সরকারের, আরজি করের প্রাক্তন অধ্যক্ষের পকেটে পড়ল চাপ পুজোর অষ্টমীতে লুচির সঙ্গে খান পনিরের এই পদ, রাখতে পারেন ভোগের থালাতেও দুর্গাপুজোয় বাংলাদেশের ইলিশ আসবে ভারতে? এখনও আশা আছে, ‘অন্য দেশের কথা…’ ‘হম কিসিসে কম নেহি’, দলীপে দাপুটে শতরান করে নির্বাচকদের চাপ বাড়ালেন স্যামসন শ্রীলেখা 'শিরি লেখা',উন্মেষ ‘উনি মেষ’!নাম বিকৃত করে তারকাদের বিদ্রুপ TMC নেত্রীর DVC-র জল ছাড়ায় সায় ছিল রাজ্য়েরও? বন্যার আবহে সামনে নয়া তথ্য বঙ্গোপসাগরে ঘনিয়ে আসছে নয়া নিম্নচাপ, ফের প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.