বাংলা নিউজ > বায়োস্কোপ > পরিচয় হওয়ার আগেই খালিস্তানি জঙ্গিদের থেকে সাংবাদিকের প্রাণ বাঁচিয়েছিলেন মিঠুন!

পরিচয় হওয়ার আগেই খালিস্তানি জঙ্গিদের থেকে সাংবাদিকের প্রাণ বাঁচিয়েছিলেন মিঠুন!

৭১-এ পা দিলেন মিঠুন চক্রবর্তী। ছবি সৌজন্যে - টুইটার

বুধবার ১৬ জুন ৭১-এ পা দিলেন মিঠুন চক্রবর্তী।তবে তারকা-অভিনেতা ছাড়াও জনমানসে মিঠুনের একাধিক অবতারে বারে বারে মুগ্ধ হয়েছে মানুষ।পরিচয় হওয়ার আগেই একবার এক সাংবাদিকের প্রাণ বাঁচিয়েছিলেন মিঠুন! 

আজ 'তাঁর' জন্মদিন। বুধবার ১৬ জুন ৭১-এ পা দিলেন মিঠুন চক্রবর্তী। বাংলা ছাড়াও হাতে গোনা যে কয়েকজন শিল্পী গোটা ভারতে জনপ্রিয় হয়েছেন মিঠুন নিঃসন্দেহে তাঁদের মধ্যে অন্যতম। তবে 'অন্যতম' না বলে কেউ যদি তাঁকে এক নম্বরও বলেন সেকথার প্রতিবাদও কারোর মুখ থেকে শোনা যাবে না। তাঁর অধিষ্ঠান একেবারে মগডালে। তবে তারকা-অভিনেতা ছাড়াও জনমানসে মিঠুনের একাধিক অবতারে বারে বারে মুগ্ধ হয়েছে মানুষ। সে তাঁর পরোপকারী সত্তা হোক কিংবা সুদক্ষ  সংগঠকের। অথবা রাজনীতিবিদ কিংবা সমাজসেবী। প্রতিটি বিভাগেই রীতিমতো ছক্কা হাঁকিয়েছেন তিনি। সঙ্গে জড়িয়েছেন বিতর্কেও!

তবে জানিয়ে রাখা ভালো কখনওই নিজের জন্মদিন ঘটা করে পালন করেননি মিঠুন। জন্মদিন উপলক্ষে রাখেননি কখনও কোনও জাঁকজমক পার্টি। বরাবরই নিভৃতে নিজের পরিবারের সঙ্গে ঘরোয়া পরিবেশে এই দিনটি পালন করে এসেছেন তিনি। বলিউডের সুপারস্টার থাকাকালীনও এ নিয়মের হেরফের হয়নি। মিঠুনকে ঘিরে মানুষের আবেগের পাশাপাশি প্রচলিত রয়েছে একাধিক ঘটনা। অনেকাংশেই সেসব ঘটনা সত্যি। তবে অনেকেই হয়তো জানেন না পরিচয় হওয়ার আগেই একবার এক সাংবাদিকের প্রাণ বাঁচিয়েছিলেন মিঠুন! যে সে অপরাধী নয়, রীতিমতো পঞ্জাবের খালিস্তানি জঙ্গিদের থেকে।

 

আটের দশকে বলিউডের মধ্যগগনে থাকাকালীন মিঠুন। ছবি সৌজন্যে - টুইটার
আটের দশকে বলিউডের মধ্যগগনে থাকাকালীন মিঠুন। ছবি সৌজন্যে - টুইটার

সেটা ১৯৮৮ সাল। এক বহুল প্রচারিত সংবাদপত্রের ক্রীড়া সাংবাদিক হিসেবে পঞ্জাব গেছিলেন মানস চক্রবর্তী।সঙ্গে ছিলেন একজন ফটোগ্রাফার। উদ্দেশ্যে ছিল 'ফ্লাইং শিখ' মিলখা সিংয়ের সাক্ষাৎকার নিয়ে ধারাবাহিকভাবে সেই সংবাদপত্রে লিখবেন। চন্ডীগড়ে দ্রুত কাজ মিটলো। কাজকর্ম শেষ হওয়ার পর দেখা গেল হাতে বাকি রয়েছে এখনও একদিন। শুরু হলো সাতাশির বিশ্বকাপের পর থেকে একপ্রকার 'নিখোঁজ' হয়ে যাওয়া নভজ্যোৎ সিং সিধুর সুলুক সন্ধান। সাক্ষাৎকার নেওয়ার উদ্দেশ্যেই। সিধু তখন থাকতেন ব্যাংক কলোনিতে। পাতিয়ালার বাস গুমটির কাছেই। সে কাজ মিটতে মিটতে সন্ধ্যে। চন্ডীগড় যাওয়ার শেষ বাসে সঙ্গীকে নিয়ে এরপর চেপে বসলেন মানসবাবু। বেশি যাত্রীও ছিল না। বাইরে তখন জাঁকিয়ে বসেছে ফেব্রুয়ারি মাসের শীত। ঘন্টাখানেক পর বাস থেমে গেল হঠাৎ করেই। দু'দিকে ধু ধু মাঠ। একটু পরেই বাসে উঠলো তিন লম্বা চওড়া যুবক। 

মাথায় পাগড়ি,মুখ ঢাকা কাপড় এবং হাতে বন্দুক। বাসের মধ্যে ঘোরাফেরা শুরু করল। মনে হলো কাউকে যেন খুঁজছে। যাত্রীরা তখন ভয়ে কাঁটা। এমন সময় মানসবাবুকে দেখে সামনে এসে দাঁড়ালো ওই তিন জঙ্গি। সাংবাদিক গন্ধ পেলেন বিপদের। পরিচয় জিজ্ঞেস করতে বললেন 'বাঙ্গাল' এর সাংবাদিক তিনি। সিধুর সাক্ষাৎকার নিতেই এসেছিলেন। এবার ঘরে ফিরবেন বলেই স্টেশনের দিকে যাচ্ছেন। জঙ্গিদের হাবেভাবে বোঝা গেল কথাটা মনঃপুত হয়নি তাদের। শেষপর্যন্ত উপায় না দেখে মোক্ষম চালটি ছেড়েছিলেন মানসবাবু। জঙ্গিদের উদ্দেশে বলেছিলেন,' আপলোগ মেরে এল্ডার ব্রাদারক পহচান সকতে হো!' ওপার থেকে প্রশ্ন এসেছিল ' কৌন হ্যায় আপকা এল্ডার ব্রাদার?' বাঁচার তাড়নায় গলার সুর না কাঁপিয়ে মানসবাবু বলেছিলেন,' মিঠুন চক্রবর্তী। দেশ কা মশহুর কলাকার।'

 

আসমুদ্রহিমাচল ভারত বুঁদ হয়েছিল মিঠুনে। ছবি সৌজন্যে - টুইটার
আসমুদ্রহিমাচল ভারত বুঁদ হয়েছিল মিঠুনে। ছবি সৌজন্যে - টুইটার

জোঁকের মুখে যেন নুন পড়েছিল। মুখে বাঁধা কালো কাপড়ের আড়ালে যেন স্পষ্ট হয়েছিল বিস্ময়। প্রমাণ হিসেবে নিজের পরিচয়পত্র দেখালেন মানসবাবু। তাঁরও পদবী যে চক্রবর্তী! চালাকিটা ধরতে ব্যর্থ হয়েছিল জঙ্গিরা। আর মিঠুন তখন খ্যাতির মধ্যগগনে। আসমুদ্রহিমাচল ভারত জুড়ে তাঁর জনপ্রিয়তা। এরপর কিছুক্ষন সাংবাদিকের পাশে বসেই গল্প আড্ডা মারা শুরু করল তারা। হাতের বন্দুক তখন পড়ে রয়েছে বাসের পাটাতনে। নামার আগে করমর্দন থেকে হাসি দুইই বিনিময় তাঁরা করেছিল মানসবাবুর সঙ্গে। স্রেফ বুদ্ধিই নয় সাংবাদিকের প্রাণ বাঁচিয়েছিলেন মিঠুন! তাঁর সঙ্গে পরিচয় হওয়ার অনেক আগেই।

 

এর বছর দশেক পরে মানসবাবুর সঙ্গে মিঠুনের প্রথম আলাপ। এরপর সেই আলাপ গড়ায় ঘনিষ্ঠতায়। মিঠুন নিজেও এই ঘটনা জেনে চমৎকৃত হয়েছিলেন। অবাক যে হয়েইছিলেন, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এরপর অনেক আড্ডা,জমায়েতে রঙিন গল্পের আসরে মানসবাবুর কানে কানে এসে তাঁর অনুরোধ থাকত, 'এই ওই ব্যাপারটা ওঁদের একটু শোনা না! আরে ওই যে পঞ্জাবের ব্যাপারটা।' অনুরোধ রাখতেন মানসবাবু। শ্রোতাদের চোখেমুখে বিস্ময় দেখে তখন তা তাড়িয়ে তাড়িয়ে ছেলেমানুষি আনন্দ করে উপভোগ করতেন মিঠুন।

বায়োস্কোপ খবর

Latest News

২ দিন পরে কমবে গরম! কবে থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলায়? আগে কোথায় চলবে? শূন্যয় আউট হার্দিক-দুবে,WC-তে সুযোগ পাওয়া রোহিতদের IPL পরফর্ম্যান্স চোখে জল আনবে CSK-কে হারিয়ে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল PBKS, চেন্নাই হেরে অক্সিজেন দিল বাকিদের ঘুম ভাঙলেই মাধ্যমিকের ফলাফল! কোথায় ও কীভাবে রেজাল্ট দেখবেন? পাশের হার কত হবে? পুষ্পা রাজ এবার বাংলাতেও! তিমির-শ্রীজাতর যুগলবন্দিতে মুগ্ধ শ্রোতারা ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় T20 বিশ্বকাপের দলে রিঙ্কুকে না রেখে বড় ভুল করল ভারত? হার্দিক ছন্দ পাবেন? WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? ৩ বারের BJP সাংসদের বিপরীতে গুরুগ্রামে রাজ বব্বর, কাংরায় আনন্দ শর্মা মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব

Latest IPL News

ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের IPL-এর বাকি ম্যাচে অনিশ্চিত মায়াঙ্ক, তবে পেতে পারেন BCCI-এর পেস বোলিং চুক্তি বোলাররাই বেকার! HT বাংলায় নিজের বানানো পিচকে সেরার তকমা ইডেনের কিউরেটরের জামাই আদর পাচ্ছেন IPL-এ, সেই ইংরেজ তারকাই কপাল পোড়াচ্ছে KKR, RR-র T20 World Cup-IPL থেকে ছিটকে যাওয়া টিমের প্লেয়াররা ২১ মে পাড়ি দেবেন আমেরিকায় পাওয়াপ প্লে-তে একাধিক উইকেট হারিয়েই চাপ বাড়িয়েছি-রোহিতদের দোষারোপ করলেন হার্দিক T20 Wcup- Rohit, Virat নয়, এই ক্রিকেটারের মধ্যে এক্স ফ্যাক্টর আছে, বললেন ফ্লেমিং

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.