যেন অবিকল অটলহবিহারী বাজপেয়ী। 'ম্যায় অটল হুঁ', ছবির ফার্স্টলুক প্রকাশ্যে আসার সঙ্গেই পঙ্কজ ত্রিপাঠিকে দেখে চমকে গিয়েছিলেন সকলে। আর মঙ্গলবার সকলের সামনে ফের একবার অটলরূপে ধরা দিলেন পঙ্কজ। ছবির নতুন পোস্টারে জানিয়ে দেওয়া হল 'ম্যায় অটল হুঁ' ছবির মুক্তির তারিখ।
পঙ্কজ ত্রিপাঠী অভিনীত ‘ম্যাঁয় অটল হুঁ’ মুক্তি পাবে নতুন বছরের (২০২৪) ১৯ জানুয়ারি। ছবির পোস্টারগুলিতে পঙ্কজ ত্রিপাঠীকে অটল বিহারী বাজপেয়ীর রূপে দেখানো হয়েছে।তাঁকে PMO-এর অফিসের অন্দরেও দেখা গিয়েছে। মোট চারটি পোস্টারে ট্যাগলাইন রয়েছে ‘হার্ট অব গোল্ড, ম্যান অব স্টিল’ এবং ‘দ্য পোয়েট অফ রি-রোট হিস্ট্রি'।
এর আগে এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি বলেন, ‘ম্যায় অটল হুঁ ছবিতে অভিনয়ের জন্য শ্যুটিংয়ের ৬০ দিন শুধুই খিচুড়ি খেয়ে ছিলাম কারণ, ভালো চরিত্রে কাজের জন্য মনোসংযোগ থাকা দরকার, আর পেট ভালো থাকলে মনোসংযোগ ভালো থাকে, তাই শুঘধুই খিচুড়ি খেয়ে ছিলাম। এক্ষেত্রে তিনি বাইরের মশাদার খাবারের উপর ভরসা রাখতে পারেননি।’
পঙ্কজ ত্রিপাঠি বলেন, ‘ম্যায় অটল হুঁ ছবির জন্য গবেষণার সময় আমি জানতে পারি তিনি (অটলবিহারী বাজপেয়ী) রাজনীতিবিদ, কূটনীতিবিদ ছাড়াও একজন মহান কবি ছিলেন। সাহিত্য ও ভাষার প্রতিও তাঁর অগাধ ভালবাসা এবং অনুরাগ ছিল। আমার গবেষণার মাধ্যমে আমি জেনেছি তিনি তাঁর মনের অবস্থা বোঝাতে কবিতা লিখতেন। আমি এই ছবির সঙ্গে সম্পর্কযুক্ত হতে পেরে আমার উপরও ওঁর কবিতা গভীর প্রভাব ফেলেছে, বিশেষ করে হিন্দি কবিতা।’
প্রসঙ্গত, প্রায় ৫ দশকেরও বেশি সময় ধরে অটলবিহারী বাজপেয়ী জাতীয় সংসদের সদস্য ছিলেন। প্রথম দফায় তিনি মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। দ্বিতীয় দফায় ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী হন। এরপর ২০০৮ পর্যন্ত তাঁর নেতৃত্বেই ক্ষমতাসীন ছিল বিজেপি তথা NDA জোট।