২৭ নভেম্বর সইসাবুিদ করে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া সেনগুপ্ত। একসময় টলিউডের মোস্ট ব্যাচেলার অভিনেতা হিসেবে ধরা হত পরব্রতকে। অভিনেতার প্রেমজীবন একাধিকবার এসেছিলেন চর্চায়। ফরাসি প্রেমিকা ইকার সঙ্গে বিয়ের কথাবার্তা এগোলেও, বিয়েটা হয়নি। তবে শেষমেশ পিয়াতেই থিতু হলেন।
বিয়ের পরই অসুস্থ হয়ে পড়েছিলেন পিয়া। কিডনির স্টোন নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। অপারেশনও হয়েছিল। তবে হাসপাতাল থেকে ফিরে একটু সুস্থ হয়ে দুজনে একান্তে সময় কাটাতে চলে গিয়েছিলেন আয়ারল্যান্ডে সপ্তাহখানেক ছুটি কাটাতে। পিয়ার সোশ্যাল মিডিয়ায় সেই ট্যুরের একাধিক ছবিও এসেছে গত কয়েকদিনে। কখনও কফির কাপে চুমুক দিচ্ছেন, আবার কখনও রাতের আমেজে হাতে উঠেছে ওয়াইনের গ্লাস। পরম ট্যুর নিয়ে একটা ছবিও দেননি সোশ্যালে।
তবে কলকাতায় ফিরতেই হল ব্যাতিক্রম। হানিমুনের এক ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন অভিনেতা। যদিও এই ছবিতে না তিনি আছেন, না তাঁর স্ত্রী পিয়া। বরং ছবিখানাতে আয়ারল্যান্ডের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের ঝলক। এই দেশের বিখ্যাত ‘ক্লিফস ওফ মোহের’-এর ছবি পোস্ট করলেন। ক্যাপশনে লিখলেন, ‘‘ইয়ে ‘মোহের মোহের’ কে ধাগে।’’

পরমব্রতর ইনস্টা স্টোরি।
পরমব্রতর স্ত্রী পিয়া চক্রবর্তী পেশায় সমাজকর্মী। যদিও অধিকাংশের কাছে তিনি পরিচিত অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী হিসেবেই। দু-বছর আগেই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন অনুপম। পরমব্রতর সঙ্গে এক ত্রাণ বন্টনের সময় আলাপ পিয়ার। যদিও অনুপম ও পরমব্রতও ছিলেন একসময় খুব ভালো বন্ধু পরমকে পেয়ে অনুপমের সঙ্গে বিচ্ছেদ পিয়ার নাকি অনুপমের সঙ্গে বিচ্ছেদের পর পরমব্রতকে মন দেওয়া, এসব নিয়ে নানা মুনির নানা মত। বিতর্কও কম নয়। নবদম্পতিকে হাজার কাঁটায় বিঁধিয়েছে নেট-নাগরিকরা।
হানিমুনের জন্য এবার কিফের (কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব) উদ্বোধনী অনুষ্ঠানেও থাকা হয়নি পরমব্রতর। দীর্ঘদিন তিনি আর জুন মালিয়া সে দায়িত্ব সামলে এসেছিলেন। তবে শোনা যাচ্ছে, ক্লোজিং সেরেমনিতে হাতে মাইক তুলে নেবেন তিনি।
তবে স্বপ্নের মতো সুন্দর জায়গা থেকে হানিমুন থেকে ফিরেই কাজে মন বসিয়েছেন পরমব্রত। শনিবার রাতে শহরের এক নামী ক্লাবে কালকি কোয়চলিন, জিম সর্বের মতো বলি তারকাদের সঙ্গে এক ফ্রেমে পাওয়া গেল অভিনেতাকে। স্যাটার ডে ক্লাবে শর্ট ফিল্মের প্রচারে একজোট হয়েছিলেন সকলে। কলকাতার ইট-কাঠ-পাথরের শহরে তাই হয়তো আয়রল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য একটু বেশিই হাতছানি দিচ্ছে তাঁকে। নাকি, নতুন বউয়ের সঙ্গে একান্ত মুহূর্তগুলো!