আবারও জোট বাঁধলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং নন্দী সিস্টার্স। আর তাঁরা একসঙ্গে হওয়া মানেই সুরেলা কিছু উপহার পাওয়া। এর আগেও একবার পরমব্রতর সঙ্গে হাত মিলিয়ে একটি ভিডিয়ো প্রকাশ্যে এনেছিলেন অন্তরা এবং অঙ্কিতা নন্দী, ওরফে নন্দী সিস্টার্স। এবার আবার তাঁরা কোন গান নিয়ে এলেন?
পরমব্রতর সঙ্গে নন্দী সিস্টার্স
ফের উকুলেলে হাতে অন্তরা এবং অঙ্কিতার সঙ্গে ধরা দিলেন পরমব্রত। এর আগেও একবার তাঁরা একত্রে একটি মিউজিক ভিডিয়ো পোস্ট করেছিলেন। এবার আবার তাঁদের একটি একটি নতুন বাংলা গান গাইতে দেখা গেল তাঁদের।
বিভিন্ন তারকাদের সঙ্গে কোলাব করে মিউজিক ভিডিয়ো প্রকাশ্যে আনেন নন্দী সিস্টার্সরা। তাঁদের এই সিরিজের নাম গুনগুনালে। সেখানেই এবার আবার অতিথি হয়ে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। এই এপিসোডে তাঁরা একসঙ্গে বাস্তুশাপ ছবির তোমাকে ছুঁয়ে দিলাম গানটি গান।
আরও পড়ুন: বিগ বসে ওয়াইল্ডকার্ড হিসেবে এন্ট্রি ওরির, সানা-ভিকির হাত ধরাধরি নিয়ে কী বললেন অঙ্কিতা?
আরও পড়ুন: রহস্য ফেলে গানে মত্ত ফেলুদা! নন্দী সিস্টার্সের অন্তরার সঙ্গে জমিয়ে গান পরমের
ভিডিয়োতে গায়ককে একটি নীল টিশার্ট এবং গ্রে জিন্স পরে চেয়ারে বসে গান গাইতে দেখা যাচ্ছে। হাতে উকুলেলে। অন্যদিকে তাঁর দুই পাশে ফ্রক পরে গান গাইছেন নন্দী সিস্টার্স। তাঁদের এই ভিডিয়ো ইতিমধ্যেই ১২ লাখ ভিউজ ছাড়িয়ে গিয়েছে। পেয়েছে প্রচুর কমেন্ট। এই ভিডিয়ো পোস্ট করে পরমের তুমুল প্রশংসা করেন দুই বোন, লেখেন, 'আমাদের সঙ্গে আজ ভীষণ ট্যালেন্টেড পরম দাদা। একাই অভিনয়, প্রোডাকশন, গান সব করে যাচ্ছো আমাদের জন্য তো কিছু বাঁচিয়ে রাখো।'
কে কী বলছেন?
তাঁদের এই গান শুনে এক ব্যক্তি লেখেন, 'দুর্দান্ত। আপনাদের এই নতুন অ্যারেঞ্জমেন্ট গানটিকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছে।' আরেকজন লেখেন, 'তিনজন পছন্দের মানুষ এক ফ্রেমে। কী যে ভালো লাগছে।' তবে কেবল গানের প্রশংসা নয়, অনেকেই আবার নিজেদের দাবি জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'ওড়িয়া ভাষার গান শুনতে চাই আপনাদের থেকে।' আরেকজন লেখেন, 'অনির্বাণ ভট্টাচার্যর সঙ্গে একটি পর্ব করুন প্লিজ।'
নন্দী সিস্টার্স প্রসঙ্গে
নন্দী সিস্টার্স প্রাথমিক ভাবে সোশ্যাল মিডিয়া থেকেই খ্যাতি লাভ করে। তাঁরা দুই বোন মিলে বাড়িতে উকুলেলে এবং অন্যান্য যন্ত্র বাজিয়ে বিভিন্ন গান নিজেদের মতো অ্যারেঞ্জ করে সেটা গেয়ে পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হন। বর্তমানে তাঁরা একাধিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। করছেন লাইভ শো। রক্তবীজ ছবিতে তাঁদের গান নাক্কু নাকুড় ব্যবহৃত হয়েছে।'