বলিউড ইন্ডাস্ট্রিতে এমন অনেক তারকা রয়েছেন যারা তাদের কঠোর পরিশ্রম করে নিজেদের নাম কামিয়েছেন। তবে নিশ্চয়ই এই কথাটি শুনেছেন যে, প্রতিটি সফল পুরুষের পিছনে একজন মহিলার হাত থাকে। বলিউডে এমন অনেক অভিনেতা আছেন, যাঁদের দেখার পর এই কথাটাই সত্যি বলে মনে হয়।
1/6বলিউডে এমন অনেক তারকা রয়েছেন বিয়ের পর যাঁদের ভাগ্য বদলেছে। প্রচুর নাম করেছেন ইন্ডাস্ট্রিতে। কারা কারা দেখুন-
2/6Shah Rukh Khan- ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন শাহরুখ খান। বলিউডে প্রবেশের মাত্র এক বছর আগে গৌরী খানকে বিয়ে করেন শাহরুখ।
3/6Ayushmann Khurrana- আয়ুষ্মান খুরানা তার ফিল্ম কেরিয়ার শুরু করেন ২০১২ সালের ‘ভিকি ডোনার’ ছবি দিয়ে। কিন্তু বলিউডে অভিষেকের আগেই বিয়ে করেন তিনি। ২০০৮ সালে তাহিরা কাশ্যপকে বিয়ে করেন।
4/6Suniel Shetty- বলিউড প্রবেশের আগে ১৯৯১ সালে মানা কদরিকে বিয়ে করেন সুনীল শেট্টি। এরপর ১৯৯২ সালে 'বলওয়ান' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর।
5/6Akshay Kumar- বিয়ের পরই অক্ষয় কুমারের বলিউড কেরিয়ার দুর্দান্ত গতিতে এগোয়। ২০০১ সালে বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন তিনি। ২০০৩ সালে আসা 'আন্দাজ' ছবিটি হিট হয়। এরপর বলিউডে অনেক সুপারহিট ছবি উপহার দেন এই অভিনেতা।
6/6R. Madhavan- আর মাধবন ১৯৯৯ সালে সরিতা বিরজেকে বিয়ে করেন। বিয়ের পর তিনি তামিল ছবি 'আলাইপাউথেয়'-এ মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এই ছবির পর আর মাধবন বলিউডেও নিজের আলাদা পরিচয় তৈরি করেন।