Bollywood Ex-Couples: প্রেম করে বিয়ে করেও বিচ্ছেদের পথে হেঁটেছেন একাধিক বলিউডের তারকা। ডিভোর্সের পর বাবা-মা হিসেবে সন্তানের সমস্ত দায়িত্ব পালন করছেন বলিউডের এই প্রাক্তন তারকা দম্পতিরা-
1/6বলিউড তারকারা প্রায়শই তাঁদের বিয়ে, সম্পর্ক, বিচ্ছেদ এবং প্রেমের মতো ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে থাকেন। বলিউডের একাধিক প্রাক্তন দম্পতি রয়েছেন, যারা প্রেম করে বিয়ে করেছেন। কিছু বছর চুটিয়ে সংসার করার পর তাঁদের সন্তানও হয়েছে। কিন্তু সেই বিয়ে টেকেনি। তাঁরা বিচ্ছেদের পথে হেঁটেছেন।
2/6হৃতিক রোশন এবং সুজান খান- তালিকার প্রথম নামটি হল বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক হৃতিক রোশনের। যিনি ২০০২ সালে সুজান খানকে বিয়ে করেন। দুজনেই দুই ছেলের বাবা-মা হন এবং তারপর আলাদা হয়ে যান। ২০১৪ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।
3/6ফারহান আখতার ও অধুনা–অভিনেতা ফারহান আখতারের নামও রয়েছে এই তালিকায়। যিনি প্রথম বিয়ে করেছিলেন অধুনাকে। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। দুই কন্যার বাবা-মা হওয়ার পর দুজনেই আলাদা হয়ে যান।
4/6সইফ আলি খান ও অমৃতা সিং- কেরিয়ারের শুরুতে ১২ বছরের বড় অমৃতা সিংকে বিয়ে করেন সইফ আলি খান। দুজনেই প্রেম করে বিয়ে করেছিলেন। প্রাক্তন দম্পতির দুই ছেলেমেয়ে রয়েছে। সম্পর্কের ফাটল ধরতে শুরু করলে ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
5/6মালাইকা অরোরা ও আরবাজ খান- মালাইকা ও আরবাজের প্রেমের গল্প বেশ জনপ্রিয়। দুজনেই একে অপরের সঙ্গে অনেক সময় কাটিয়েছেন। কিন্তু বিয়ের অনেক বছর পর এই জুটিও আলাদা হয়ে যায়। তাঁদের এক পুত্রসন্তান রয়েছে।
6/6আমির খান ও রীনা দত্ত- আমির খান প্রথমে রীনা দত্তকে বিয়ে করেন। কিন্তু তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০০২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই প্রাক্তন দম্পতি। তাঁদের এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে। রীনার পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। দুজনেই এক ছেলের বাবা-মা হন এবং তারপর এই দম্পতিও আলাদা হয়ে যান।