সপ্তাহন্তে ছুটি পেতেই টুক করে সপরিবারে পুরুলিয়া বেড়াতে চলে গিয়েছিলেন। বসন্তের পুরুলিয়ায় গিয়ে পলাশের গয়নায় সেজে ফেসবুকে ছবিও পোস্ট করেছিলেন ‘পরম’ পিয়া। তারপর কলকাতা ফিরেও এসেছেন। যোধপুর পার্কে অভিনেতা স্বামী পরমব্রত চক্রবর্তী পৈত্রিক সাবেকি বাড়িই এখন পিয়া চক্রবর্তীর ঠিকানা।
২০ জানুয়ারি, বুধবার মেখলা দিনে সেই বাড়িতে কাটানো এক টুকরো মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পিয়া চক্রবর্তী। যোধপুর পার্কের সেই বাড়িতে বারান্দা সংলগ্ন বসবার ঘর। সেখানেই রাখা আরাম কেদারায় তখন পা ছড়িয়ে বসেছিলেন পিয়া। মেঘলা দিনে রবীন্দ্রসঙ্গীতে মন দিয়েছিলেন তিনি। চলছিল সুনিধি নায়েকের গাওয়া ‘ছায়া ঘনাইছে বনে বনে…’। তারই এক টুকরো ঝলক পোস্ট করে পিয়ার ক্যাপশান, ‘A Cloudy Morning…’(একটা মেঘলা সকাল)। ছবিতে অবশ্য পিয়াকে নয়, শধুই তার পায়ের পাতাল দেখা গিয়েছে। আর তাঁর সামনে কাচের গ্লাসে রাখা চা।

এদিকে ফেসবুকেও 'আজ মেঘলা' ক্যাপশানে একই ছবি পোস্ট করেছেন পিয়া চক্রবর্তী। সেখানে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়েছে। এক নেটিজেন পিয়ার সেই পোস্টে আরও একবার তাঁকে অতীত দিনে ফিরিয়ে নিয়ে গিয়েছেন। প্রশ্ন করেছেন, ‘Piya দি "বড় আশা করে এসেছি গো" আপনার গলায় cover করা ফুল Song টা কোথায় পাওয়া যাবে? youtube এ পাই না’। তবে তার কিছু পরেই পিয়ার গাওয়া সেই গানের লিঙ্ক শেয়ার করেছেন সেই নেটিজেন। উত্তরে পিয়া তখন লিখেছেন, ‘পেয়ে গেলেন।’ সঙ্গে স্মাইলি। প্রসঙ্গত, একসময় প্রাক্তন স্বামী অনুপম রায়ের সঙ্গে গানটি রেকর্ড করেছিলেন পিয়া।
এখানেই শেষ নয়, আরও এক নেটিজেন এমন বাদলা দিয়ে খিচুরি আর ইলিশ মাছ ভাজা খাওয়ার পরামর্শ দিয়েছিলেন। উত্তরে পিয়া লিখেছেন, ‘আপিস আছে তো।’ পাল্টা ওই নেটিজেন পিয়াকে পরামর্শ দিয়েছেন, ‘ছোটো বেলার মতো রেনি ডে ছুটি নিয়ে নিন’। কেউ আবার লিখেছেন, ‘কী সুন্দর বাড়ি আপনার!!আজকাল ইট কাঠ পাথরের জঙ্গলে এমন বাড়িতে থাকাই আনন্দের। কফি,বই, বৃষ্টি!’ এমনই অসংখ্য কমেন্ট উঠে এসেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর জীবনে পিয়া চক্রবর্তীর গুরুত্ব কতটা তা জানিয়েছেন পরমব্রত। বলেছেন, ‘আমার দায়িত্ব এখন পিয়ার…’। প্রসঙ্গত, অনেক অল্প বয়সেই বাবা-মাকে হারিয়েছেন পরমব্রত। আর পরমের জীবনে এখন সেই খালি জায়গা ভরাট করার দায়িত্ব নিয়েছেন পিয়া চক্রবর্তী। প্রসঙ্গত ২০১৩-এর ২৭ নভেম্বর ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে আইনি বিয়ে সেরেছেন পিয়া চক্রবর্তী। এর কয়েক মাস পরে ২০২৪-এর ৩ মার্চ গায়িকা প্রশ্মিতা পালকে বিয়ে করেন পিয়ার প্রাক্তন স্বামী, গায়ক অনুপম রায়।