টেলি পর্দায় জনপ্রিয় মুখ অভিনেতা রাহুল মজুমদার। এই মুহূর্তে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘হরগৌরী প্রাইস হোটেলে’ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। তাঁর চরিত্রের নাম শঙ্কর। ধারাবাহিকে রাহুলের বিপরীতে রয়েছেন নবাগতা অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছে এই ধারাবাহিক।
বর্তমানে ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ হলেও, একসময় রাহুলকে অনেক স্ট্রাগল করতে হয়েছে নিজের জায়গা তৈরির জন্য। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ইন্ডাস্ট্রিতে আসার শুরুতে অনেক জায়গাই হোঁচট খেতে হয়েছে তাঁকে। অনেক কষ্ট করেই এই জায়গাটা তৈরি করেছেন। আরও পড়ুন: Paris Hilton: মুম্বইয়ে প্যারিস হিলটন, হাতে ছোট পাখা!
রাহুলের কথায়, একটা সময় সিনিয়র আর্টিস্ট তাঁর ঘরেও বসতে দেননি অভিনেতাকে। অনেকেই কটাক্ষের সুরে তাঁকে বলেছেন, বডি বানিয়ে চলে এসেছে অভিনয় করতে জানেনা। অনেক খারাপ ব্যবহারের মুখোমুখিও নাকি হয়েছেন তিনি। একই সঙ্গে অভিনেতা, একাধিক সিনিয়র আর্টিস্টের কথা বলেন যারা তাকে প্রথম থেকেই মনোবল যুগিয়েছেন। পাশে থেকেছেন অভিনেতার। আরও পড়ুন: ‘সুন্দর মেয়েদের খুব ভালো লাগে, তাঁদের জন্য বেঁচে আছি’, বাংলাদেশের অনুষ্ঠানে সুমন
বর্তমানে টেলিভিশন জগতে দাপিয়ে কাজ করছেন রাহুল। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘দেবী চৌধুরানী’তে মুখ্য ভূমিকায় অভিনয় করে সবথেকে বেশি জনপ্রিয়তা কুঁড়িয়েছেন তিনি। অভিনেত্রী সোনামণি সাহার বিপরীতে ওই ধারাবাহিকে অভিনয় করেছেন। স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’তে দেখতে পাওয়া গিয়েছিল তাঁকে। খুব অল্প সময়ের মধ্য়েই বন্ধ হয়ে গিয়েছিল এই ধারাবাহিক। রাহুলের বিপরীতে ছিলেন অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত।