বাংলা নিউজ > বায়োস্কোপ > Rahul Vaidya Disha Parmar: ‘পাপার তরফ থেকে কিস’, দিশার বেবি বাম্পে আদুরে চুমু আঁকলেন রাহুল, দেখুন ভিডিয়ো

Rahul Vaidya Disha Parmar: ‘পাপার তরফ থেকে কিস’, দিশার বেবি বাম্পে আদুরে চুমু আঁকলেন রাহুল, দেখুন ভিডিয়ো

দিশার বেবি বাম্পে আদুরে চুমু আঁকলেন রাহুল

Rahul Vaidya Video: অন্তঃসত্ত্বা স্ত্রীর বেবি বাম্পে চুমু এঁকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন রাহুল বৈদ্য। ভিডিয়োতে লেখা, ‘পাপার তরফ থেকে একটি চুমু’। দেখুন-

বিয়ের দু-বছরের মাথায় সুখবর দিয়েছেন হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নায়িকা দিশা পারমার ও গায়ক রাহুল বৈদ্য। দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। বাবা-মা হতে চলেছেন এই তারকা দম্পতি। অন্তঃসত্ত্বা স্ত্রীর বেবি বাম্পে চুমু এঁকে একটি ভিডিয়ো পোস্ট করেছেন রাহুল।

হবু বাবা-মা দু’জনকেই ছবিতে খুব রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে। রাহুলের পরনে ঢিলেঢালা টি-শার্ট। ক্রপ টপে স্পষ্ট দিশার স্ফীতোদর। নেটদুনিয়ায় রাহুল ভিডিয়ো শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে লেখা, ‘পাপার তরফ থেকে একটি চুমু’। ২০২১ সালের জুলাই মাসে ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। বিয়ের দু-বছরের মাথায় দিশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। দেখুন ভিডিয়ো-

অভিনব কায়দায় ভক্তদের সঙ্গে মাতৃত্বের খবর ভাগ করে নিয়েছিলেন দিশা-রাহুল। সোনোগ্রাফি রিপোর্ট ভাগ করে সন্তানের একঝলক দেখান দম্পতি। একই সঙ্গে হাতে স্লেটের উপর চক দিয়ে লেখা ‘মাম্মি অ্যান্ড ড্যাডি’ একটি বোর্ড হাতে নিয়ে ছবি দিয়েছিলেন হবু বাবা-মা। রাহুল-দিশার সুখবর শুনেই শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁদের সতীর্থরা।

উল্লেখ্য, পিতৃত্বের এই খবর রাহুলের কাছে অপ্রত্যাশিত ছিল বলেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন গায়ক। রাহুল বলেন, ‘আমরা বরাবর স্বপ্ন দেখতাম এই দিনটার। যদিও খবরটা অপ্রত্যাশিত ছিল আমার কাছে। তবে বাবা হওয়ার জন্য আমি প্রস্তুত।’ গায়কের কথায়, ‘আমার মনে হয় এটা ঈশ্বরের আশীর্বাদ। আমার কাছে একেবারে অপ্রত্যাশিত ছিল খবরটা। আমি কাজের জন্য গোয়া গিয়েছিলাম। মুম্বই ফিরতেই দিশা আমাকে সুখবরটা দেয়।’

রাহুল-দিশার লাভস্টোরি

রাহুলের গান শুনে মুগ্ধ হয়েছিলেন দিশা, ইনস্টাগ্রামে মেসেজ করেন গায়ককে। এরপরই শুরু বন্ধুত্ব। পরে বিগ বস সিজন ১৪-র মঞ্চে দিশাকে বিয়ের প্রস্তাব দেন ইন্ডিয়ান আইডল সিজন ১-এর ফাইনালিস্ট।

‘প্যায়ার কা দরদ হ্য়ায়, মিঠা মিঠা প্যায়ারা প্যায়ারা’ সিরিয়ালের সুবাদে চর্চায় উঠে এসেছিলেন দিশা। পরে একতা কাপুরের হিট মেগা ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’তে দেখা মিলেছে তাঁর। রাহুলের একটি মিউজিক ভিডিয়োতেও কাজ করেছেন দিশা।

বন্ধ করুন