বাংলা নিউজ > বায়োস্কোপ > Raj Chakraborty-Durga Puja: শুভশ্রীকে নিয়ে পুজোর আড্ডায় রাজ, পরম-রুদ্রনীলের সঙ্গে গাইলেন 'আমার ভিতর ও বাহিরে'

Raj Chakraborty-Durga Puja: শুভশ্রীকে নিয়ে পুজোর আড্ডায় রাজ, পরম-রুদ্রনীলের সঙ্গে গাইলেন 'আমার ভিতর ও বাহিরে'

শুভশ্রীকে নিয়ে পুজোর আড্ডায় রাজ

Raj Chakraborty-Durga Puja: দুর্গাপুজোর আড্ডা জমজমাট। কেবল স্ত্রী আর পুত্রকে নিয়ে যে প্যান্ডেল হপিং করেছেন রাজ চক্রবর্তী এমনটা একদমই নয়। তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঘরোয়া আড্ডায়। সেখানে গিয়ে গানও গাইলেন।

পুজো মানে কারও কাছে উত্তর দক্ষিণ সব জায়গার ঠাকুর দেখে ফেলা। পুজো মানে আবার কারও কাছে ঘরোয়া আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া। এদিন রাজ চক্রবর্তীর পোস্ট দেখে বোঝা গেল অধিকাংশ টলি তারকারাই দ্বিতীয় দলে পড়েন। তিনি নবমীতে একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে টলিউডের একাধিক তাবড় তাবড় অভিনেতা, অভিনেত্রীদের জমিয়ে আড্ডা দিতে দেখা যাচ্ছে। গান গাইছেন পরমব্রত সহ অনেকেই।

পুজোর আড্ডায় রাজ

রাজ চক্রবর্তী এদিন যে ভিডিয়ো পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে একটি কাঠের চেয়ারে গিটার নিয়ে বসে আছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর ঠিক পাশেই আছেন রুদ্রনীল ঘোষ। ঘরের ইতিউতি দাঁড়িয়ে বা বসে আছেন রাজ চক্রবর্তী, লহমা ভট্টাচার্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, আবির চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী, প্রমুখ। তাঁরা সকলে মিলে গাইছেন ‘আমার ভিতর ও বাহিরে’ গানটি। ঘরোয়া আড্ডার একটা মিষ্টি পরিবেশ যেন এখানে ধরা পড়েছে।

আরও পড়ুন: শুভশ্রীর কোলে একরত্তি শিশুকন্যা, তবে কি সত্যিই অভিনেত্রীর সাধপূরণ হল?

আরও পড়ুন: সন্তান আসার আগেই পুজোর আমেজে মাতোয়ারা শুভশ্রী, অভিনেত্রীর জন্য কে গাইলেন পুজোর গান?

এই ভিডিয়োটি পোস্ট করে রাজ লেখেন, 'আমার ভিতর ও বাহিরে।' অনেকেই তাতে কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, 'অসাধারণ আড্ডার পরিবেশ।' কেউ আবার লেখেন, 'পুজোর অনেক শুভেচ্ছা। বিজয়ার আগাম আশীর্বাদ নেবেন। ভালো থাকবেন।'

রাজ-শুভশ্রী

রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সংসারে শীঘ্রই তাঁদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে। তার মধ্যেই দারুণ মজা করে এবারের পুজো কাটালেন তাঁরা। কখনও ঘরোয়া আড্ডায় মন দিতে দেখা গেল তাঁদের। কখনও আবার ছেলে ইউভানকে নিয়ে গেলেন প্যান্ডেল হপিংয়ে। শুভশ্রীকে এদিন জমিয়ে ঢাক বাজাতে দেখা যায়। কেউ কেউ যেমন তাঁর এই গুণের প্রশংসা করেছেন, কেউ আবার কটাক্ষ করেছেন যে কেন গর্ভবতী অবস্থায় এভাবে ঢাক বাজালেন তিনি।

বায়োস্কোপ খবর

Latest News

নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি হার্দিক এখন অতীত! মন ভালো রাখতে ফিটনেসে মন নাতাশার, জিমে কী কাণ্ড ঘটালেন দেখুন মঙ্গলে কি SCতে কপিল সিব্বল বনাম ইন্দিরা জয়সিং?জুনিয়র ডাক্তারদের মাস্টারস্ট্রোক মমতাকে বলব স্বাধীন পশ্চিমবঙ্গের ঘোষণা করতে, আস্ফালন আল-কায়দাপন্থী রহমানির অবসর জীবনে আধ্যাত্মিকতায় মন ডুবিয়েছেন শিখর ধাওয়ান, কে তাঁর ধর্মীয় গুরু? সত্যিই কি দিল্লির হয়ে কোহলির সঙ্গে ক্রিকেট খেলেছেন তেজস্বী যাদব? বয়স হলে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, অবসর নিয়ে অকপট অশ্বিন লোকসভার প্রচারের সময় চুল-দাড়ি কেটেছিলেন, এবার সেই নাপিতকে উপহার পাঠালেন রাহুল সইফের কথার অবাধ্য বড় ছেলে? ইব্রাহিমকে আমিরের কথা শোনার পরামর্শ পতৌদির নবাবের!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.