কখনও 'বাবা', কখনও আবার'ভাই', কিংবা ট্যাক্সি চালক, বহু হিন্দি ছবিতে ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজেশ শর্মা। 'পরিণীতা' ছবির হাত ধরে প্রথম বলিউড যাত্রা শুরু করেছিলেন রাজেশ শর্মা। পরে তনু ওয়েডস মনু রিটার্নস- এ কঙ্গনা রানাওয়াতের ভাইয়ের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। আবার সলমন খান, অক্ষয় কুমারের সঙ্গেও কাজ করেছেন তিনি। সম্প্রতি, সম্প্রতি ZEE5 অরিজিনাল ফিল্ম ‘মিসেস আন্ডারকভার’-এ দেখা গিয়েছে রাজেশ শর্মাকে।
সম্প্রতি, দৈনিক ভাস্করকে দেওয়া সাক্ষাৎকারে সলমন খানের সঙ্গে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে কাজ করার বিষয়ে মুখ খুলেছেন রাজেশ। তাঁর কথায়, ‘সলমন খান সম্পর্কে আমি কীই বা বলতে পারি! ওঁর সঙ্গে আমার প্রথম ছবি ছিল বজরঙ্গি ভাইজান। আমাদের জন্য সেটে দুপুরের খাবারের ব্যবস্থা থাকত কিন্তু সলমন সবসময় আমাকে ওই সঙ্গে দুপুরের খাবার খেতে বলতেন। একইভাবে, অক্ষয়ও কিন্তু ভোজনরসিক। আমি খাচ্ছিলাম। লক্ষ্মী বম্ব-এর সেটে অক্ষয় আমাকে ডেকে পাঠান। আমি কী করেছি সেটা জানতেই হয়ত উনি আমায় কেন ডাকছেন এসব ভেবে আমি ওঁর কাছে গিয়েছিলাম। মুম্বইতে শুটিং চলছিল। আর অক্ষয় নিজের খাবার নিয়ে এসেছিলেন। উনি আমাকে ওঁর সঙ্গে খাবার খেতে বললেন। প্রথম এক মুহূর্ত ভাবলাম - এই সুপারস্টার আমাকে খাবার এনে খাওয়াচ্ছেন! এসব ভেবে আমার চোখে জল চলে আসে।’
আরও পড়ুন-‘সন্তান কি সত্যিই আমার?’ বাবা হয়েও ২৯ বছরের নূরকে বিয়েতে 'না' ৮৩-র আল পাচিনোর!
ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে গিয়ে রাজেশ শর্মা বলেন, তিনি মাত্র ২০ বছর বয়সেই বাবাকে হারিয়েছিলেন। তাই সংসারের দায়িত্ব তাঁর কাঁধে ছিল, এদিকে ইতিমধ্যেই তাঁর অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মেছে। সেসময় বাধ্য হয়েই তাঁকে কাজ খুঁজতে হয়েছিল, থিয়েটার থেকে দূরে যেতে হয়েছিল। সেসময় আই সেক্টরে চাকরি পাওয়াও কঠিন ছিল। রাজেশ জানান, তাঁর বন্ধুর বচ্চন সিং ধাবা নামে এক খাবারের দোকান ছিল, তাঁরই দুটো ট্যাক্সিও ছিল। পরিবারের খরচ চালাতে তিনি ট্যাক্সি চালাতেন। তবে এত কিছুর পরও অভিনয় ছেড়ে দেননি রাজেশ শর্মা। সেসময় প্রতিদিন সাড়ে ৫টায় বাড়ি ফিরে থিয়েটার করতে যেতেন, রিহার্সাল দিতেন।
সাম্প্রতিক সময়ে, ‘ভুল ভুলাইয়া ২’ ও ‘এমএস ধোনি’তে সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও কাজ করেছেন রাজেশ শর্মা।