২৯ বছরের প্রেমিকা নূর আলফাল্লাহ(Noor Alfallah)র সন্তানের বাবা হয়েছেন বছর ৮৩র অভিনেতা আল পাচিনো। এনিয়ে চতুর্থবার বাবা হয়েছেন অস্কার-জয়ী অভিনেতা। সম্প্রতি, এখবরে সরগরম ছিল বিনোদন দুনিয়া। তবে এখন শোনা যাচ্ছে বাবা হলেও কোনওভাবেই সন্তানের মা নূর আলফাল্লাহ বিয়ে করতে রাজি নন আল পাচিনো(Al Pacino)। এক্ষেত্রে তিনি নাকি নেহাতই সম্পর্কের ফাঁদে পড়েছিলেন বলে দাবি অভিনেতার ঘনিষ্ঠ কিছু সূত্রের।
হ্যাঁ, এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, প্রেমিকা নূর আলফাল্লাহর সন্তানের বাবা আদৌ তিনি সেবিষয়েও সন্দেহ রয়েছে আল পাচিনোর। যেকারণে 'প্রি-নেটাল DNA-টেস্টেরও দাবি জানিয়েছিলেন অস্কার-জয়ী অভিনেতা। এমন অন্তঃসত্ত্বা হওয়ার পর প্রথম ১১ সপ্তাহ নূর নাকি আল পাচিনোকে একথা জানাননি। কারণ, আইরিস অভিনেত্রী নূর আলফাল্লাহ খুব ভালো করেই জানতেন যে আল পাচিনো আর বাবা হতে চাননা। নূরের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে তিনি বেশ বিরক্তই হন।
আন্তর্জাতিক নিউজ পোর্টাল Radar Online-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে আল পাচিনোর মনে হয়েছে তিনি নূরের সঙ্গে সম্পর্কের ফাঁদে পা দিয়েছেন। আর এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে নাকি প্রাক্তন বেভারলি ডি'অ্যাঞ্জেলো-র সাহায্যে চেয়েছেন আল পাচিনো। বছর ৮৩-র অভিনেতা জানিয়েছেন, এই বয়সে তাঁর পক্ষে ভোর ৪টেয় উঠে বাচ্চাকে খাওয়ানো, ডায়পার বদলানো সহ নবজাতক শিশুর কোনও কাজ করা সম্ভব নয়, আর তাই নূরকে তিনি বিয়ে করছেন না। এক্ষেত্রে তিনি আর্থিক সমঝোতায় আসতে চান। বড়জোর হয়ত সন্তানের সঙ্গে কিছু সময় কাটাতে পারবেন বর্ষীয়ান অভিনেতা।
আরও একটি সূত্র বলছে, আল পাচিনো যেভাবেই হোক নূরের থেকে পরিত্রাণ পেতে চান। কারণ, এই বয়সে তাঁর নিজেরই বেশকিছু শারীরিক সমস্যা রয়েছে। আর জীবনের শেষ বয়সটা নূরের সঙ্গে উপভোগ করতে গিয়েই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি। কেউ আবার বলছেন আল পাচিনো পাগল টাইপের।
প্রসঙ্গত, আল পাচিনোর প্রাক্তন ভারপ্রাপ্ত কোচ জান ট্যারান্টের সঙ্গে বছর ৩০-এর এক মেয়ে রয়েছে, তারকা বেভারলি ডি'অ্যাঞ্জেলোর সঙ্গে ১৮ বছর বয়সী যমজ সন্তান রয়েছে। আল ও বেভারলি ২০০৪ সালে আলাদা হয়ে যান। যদিও তারপর থেকে তাঁরা বন্ধুত্ব রেখে চলেছেন। দুজনের কেউই আর বিয়ে করেননি। নূর সন্তান জন্ম দেওয়ার এক সপ্তহ আগে এবং পরেও বেভারলির লস অ্যাঞ্জেলেসে বাড়িতে তাঁর দুই সন্তানের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল আল পাচিনোকে।