বাংলা নিউজ > বায়োস্কোপ > Bigg Boss 16: ‘সাজিদ খানকে বিশেষ প্রশ্ন করতে চাই’, বিগ বসের ঘরে প্রবেশের ইচ্ছে প্রকাশ রাখির

Bigg Boss 16: ‘সাজিদ খানকে বিশেষ প্রশ্ন করতে চাই’, বিগ বসের ঘরে প্রবেশের ইচ্ছে প্রকাশ রাখির

বিগ বসের ঘরে প্রবেশ করতে চান রাখি।

Rakhi Sawant: বিগ বস ১৬-এর ঘরে প্রবেশের ইচ্ছে প্রকাশ করেছেন রাখি সাওয়ান্ত। তিনি নিজেকে একজন 'বিনোদনকারী' বলেছেন। 

বিগ বসের ঘরে প্রবেশ করার ইচ্ছে প্রকাশ করলেন ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। জানিয়েছেন, ঘরে ঢুকে পরিচালক সাজিদ খানকে বেশ কিছু প্রশ্ন করতে চান তিনি। প্রসঙ্গত, অতীতে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ সাজিদ। ইনস্টাগ্রামে পাপারাৎজ্জোর অ্যাকাউন্ট থেকে শেয়ার হওয়া ভিডিয়োতে এ বিষয় কথা বলতে দেখা গিয়েছে রাখিকে।

'ওয়াইল্ডকার্ড প্রতিযোগী' হিসাবে বিগ বসের ঘরে প্রবেশ করার কি ইচ্ছে রয়েছে রাখির? পাপারাৎজ্জির প্রশ্নের উত্তরে ড্রামা কুইন বলেছেন, ‘বিগ বস নির্মাতাদের বলো আমাকে নিয়ে নিতে। আমি দুধ আর জল আলাদা করে দেব।’ তিনি সাজিদের প্রসঙ্গে বলেন, যিনি এ বছর প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে রয়েছেন।

আরও পড়ুন: #MeToo: টলিউডের এক অভিনেত্রীও নাকি সাজিদের শিকার! কোন ৯ জন তোপ দাগেন তাঁর নামে

রাখি বলেছেন, ‘সাজিদ খানজি আমি বিশেষ প্রশ্ন করব। জনসাধারণের হয়েই সবার সামনে প্রশ্ন করব। যেটা সত্যি সাজিদ খানজি নিজেই বলে দেবেন।’ এরপরই রাখির মন্তব্য, তাঁর কোনও অধিকার নেই কাউকে প্রশ্ন করার। তবে দেশের জনগন জানতে চাইলে তিনি প্রশ্ন করতে রাজি, ‘যদি বিগ বস আমাকে নিতে রাজি থাকে তাহলে আমি বিনোদনের রানি, তাহলে আমি অবশ্যই ভিতরে গিয়ে বিনোদন করব।’

২০১৮ সালে সাজিদ খানের বিরুদ্ধে মিটু-এর অভিযোগ উঠেছিল। বলিউডের একাধিক অভিনেত্রী মডেল এবং সাংবাদিক পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এরপর চলতি বছর সাজিদের বিগ বসের ঘরে প্রবেশ নিয়ে নেটমহলে তুমুল চর্চা শুরু হয়।

বন্ধ করুন